পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ግ@ অতএব বিবেচনা কর শিল্পকশ্বকারির দুই জন পাচ জন এই নগরে আসতে এদেশীয় শিল্পকশ্বকারিপ্রভৃতি লোকের কি অবস্থা হইয়াছে পরে ভূরিলোক আইলে কি হইবে ভাহা কি এই দৃষ্টাস্তে বুঝা যায় না । ( २१ अंशग्नां*ि *४२० ॥ ७ भांध २२२° ) প্রতারণা। -মোং শান্তিপুরে ঐগুরু ও গোপেশ্বর নামে দুই মামা ভাগিনেথ বাস করিতেন তাহারা চিরকাল ধূৰ্ত্তত করিয়া কাল যাপন করিতেন অন্ত জীবিকা তাহারদেব ছিল না অনেক২ লোকেরদের স্থানে প্রতারণাদ্বারা ধনোপার্জন করিতেন। এক কালে দুই মামা ভাগিনেয় পরামর্শ করিয়া দেশান্তরে গেলেন ৭ সেখানে এক গ্রামে এক ভাগ্যবান লোকেল বাটীতে উপস্থিত হইয়া মামা সেই ভাগ্যবানকে বিনয়ে কহিলেন যে মহাশয় আমার সঙ্গি এক ব্রাহ্মণবালককে আমি বিক্রয় করিব আপনকার বাটীতে বিগ্রহসেব আছে যদি আপনি ক্রম করেন তবে উপযুক্ত মূল্য দিয়া ক্রয় করুন আপনকার বাটতে বিগ্রহ সেবাদি করিবেন । তাহাতে ভাগ্যবান ব্যক্তি স্বীকৃত হইল ও উভয় সম্মতিতে এক শত টাক তাহার মূল্য স্থির হইল এব" অল্প বস্ব সরকারহইতে পাইবেক । এই নিয়মে মামা ভাগিনেয়কে বিক্রয় করিয়া এক শত টাকা নগদ লষ্টম প্রস্থান করিল। ভাগিনেয় ঐ ভাগ্যবানের বাটতে বিগ্ৰহসেবার কৰ্ম্মে নিযুক্ত হইম পুষ্পচয়ন ও পাক ও জলাহরণাদি সকল কৰ্ম্ম করিতে লাগিল ক্রমে ঐ ব্রাহ্মণের সহিত ভাগ্যবান ব্যক্তির নানা প্রকারে আহার ব্যবহার হইল। এই রূপে মাসেক দুষ্ট মাস গত হইলে ঐ ধৰ্ত্ত ভাগিনেয় সে কৰ্ম্ম করাতে বিরক্ত হইয়া সেখানহইতে মুক্ত হইবার এই উপামু ভাবিয়া স্থির করিল। পর দিন অতি প্রতৃযে উঠিয়া পুষ্পচয়নে গেল ও অপ্রকাশরুপে পুষ্প বনে পশ্চিমা ইষ্টম ও কাছ খুলিস্থা যবনের মত নমাজ করিতে লাগিল। ঐ বাটীর কৰ্ত্ত তাহ দেপিয়া ঐ ব্রাহ্মণকে যবম জ্ঞান করিয়া অতি উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল যে হামু এই অজ্ঞাত কুল শীল অপরিচিত ব্যক্তিকে একশত টাকা দিয়া ক্রম্ব করিলাম এ কদাচ হিন্দু নহে এ নিতান্ত যবন হামু আমার এক শত টাকাও গেল জাতিও গেল যদি আমার জ্ঞাতি কুটুপির ইহা জানিতে পাম্ব তবে আমাকে অব্যবহার্য্য করিবে । দুই তিন দিন তাহার এই রূপ ব্যবহার দেখিয়া বাটীর কৰ্ত্তী ব্রাহ্মণকে নিশ্চয় যবনজ্ঞান করিল ও শীঘ্র তাহাকে বিদায় করিবার নিমিত্ত তাহাকে কহিল যে হে বাপু তুমি আপন পিতা মাতার নিকটে যাও। ধূৰ্ত্ত কহিল যে কেন মহাশয় আমার কোন কৰ্ম্মে ক্রটি পাই। আমাকে বিদায় করেন আমি তোমার আশ্রয়ে অন্ন বস্ত্রে সুপে আছি আপন পিতা মাতার নিকটে গিয়া কি খাইব যদি তুমি আমাকে নিরপরাধে বিদায় কর তবে সকল কথা প্রকাশ করিব। ইহা শুনিম ঐ কর্তা ভীত হইয়া আর এক শত টাকা দিয়া ও অনেক বিনয় করিম বিদায় করিল ঐ ধূৰ্ত্ত বিদায় হইয়া আপন মামার নিকটে গেল ও মামার নিকটে সকল বৃত্তাস্ত কহিল। মাম। শুনিয়া কহিলেক যে না হইবেক কেন মামার উপযুক্ত ভাগিনেমু বটে। ঐগুরু গাপেশ্বরের এই রূপ অনেক কথা প্রসিদ্ধ আছে।