পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 'Sమ তবে এই নূতন বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণাদিতে ষে উপযুক্ত অর্থের আবশ্বক তাহ অনায়াসে প্রাপ্ত হওয়া যাইবে । ২৫ জুন ইঙ্গলিসমেন । ( ২৮ জুলাই ১৮৩৮ । ১৪ শ্রাবণ ১২৪৫ ) আব্দুল গ্রামে নূতন বিদ্যালয় স্থাপনার্থে সভা — বৰ্ত্তমান বর্ষের ১১ জুলাই বুধবার বেলা তৃতীয় প্রহরের সময়ে আন্দুল গ্রামে শ্ৰীমন্মহারাজ রাজনারায়ণ বাহাদুরের মুখোদ্যান নামক স্থানের গুহে ঐ আব্দুল এবং তন্নিকটবর্তি অনেকানেক গ্রামবাসি প্রধান ধনি মানি গুণি সকলে আগমন করত অভিনব বিদ্যালয় স্থাপনাঙ্গে এক মহা সভা করিয়াছিলেন । ঐ সভায় শ্ৰীমন্মহারাজ রাজনারায়ণ বাহাদুর প্রভৃতির লিপ্যন্তসারে শতাধিক সন্ত্রাস্ত সভ্যের সমাগম হইয়াছিল এবং ঐ সভাতে শ্ৰীযুত রামনারায়ণ ন্যায়রত্ন ভট্টাচাৰ্য্য প্রভৃতি মহাশয়র উপস্থিত ছিলেন । ১ । তংপরে ত্রযুক্ত রামনারায়ণ ন্যায়রত্ব ভট্টাচায্যের প্রস্তাবে শ্ৰীযুক্ত বাবু জগন্নাথ প্রসাদ মল্লিকের পোষকতায় মহারাজ রাজনারায়ণ বাহাদুর প্রথমতঃ সভাপতিত্ব পদে অভিষিক্ত হইয়া.বঙ্গ সাধু ভাষায় স্বীয় বক্তৃতারম্ভ করিলেন যদ্বারা আন্দুলের ভূত ভবিষ্যৎ বৰ্ত্তমান অবস্থাত্রয়ের শুভাশুভ বার্তা এবং বিদ্যা শিক্ষার ফলোদয় না শিক্ষার দোষ অতি উত্তম রূপে কথিত হইয়াছে তাহ৷ এই যে । সভাপতি কর্তৃক অভিনব বিদ্যালয় স্থাপনের প্রস্তাব —অস্মদাদির বাস স্থান এই আন্দুল গ্রাম যদিস্তাং পরিমাণে ক্ষুদ্র কিন্তু নানা বৃহদব্যাপারে মহাখ্যাত্যাপন্ন হইয়াছে এস্থলকে ধনি মানি গুণি সমূহের নিবসতি প্রযুক্ত বহু দানাদি সদস্তষ্ঠান এবং সংস্কৃত বিদ্যার চচ্চাতে অন্যান্য অনেক পল্লী গ্রামাপেক্ষা শ্রেষ্ঠতর বলিতে হইবেক পূৰ্ব্ব কালে এস্থলে ৬/ভৈরবীচরণ বিদ্যাসাগর ভট্টাচার্ষ্য মহাশয় বিদ্যাসাগর ছিলেন তথা ৬/রামগোপাল তক্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য ৮কাশীশ্বর বিদ্যালঙ্কার ভট্টাচাৰ্য্য ৮ সাতুরাম তক্ক ভূষণ ভট্টাচাৰ্য্য এবঞ্চ ৬/রামমোহন বিদ্যা বাচস্পতি ভট্টাচাৰ্য্যপ্রভৃতি পণ্ডিত মহাশয়গণ দ্বিতীয় কালিদাসের তুল্য সরস্বতীপুত্র স্ব স্ব বিদ্যাপ্রভাবে এই আব্দুলকে মহা সমাজ নবদ্বীপতুল্য দক্ষিণ নবদ্বীপ নামে প্রখ্যাত করিয়াছিলেন পরে তাহারা স্বর্গগত হইলে দ্বিতীয় শ্রেণীতেও অনেক পণ্ডিত মহাশয় গণ অবতীর্ণ হইয়াছিলেন র্তাহারদিগের নাম এই সভাস্থ সকলেই অনুভূত আছেন কথনের প্রয়োজনা ভাব অপর বর্তমানাবস্থায় এস্থলে বিরাজিত বিচক্ষণ পণ্ডিত মহাশয় গণ যাহারা আছেন কাল সহকারে পূর্বাপেক্ষ শাস্ত্রাভ্যাসের নু্যনত এবং পণ্ডিতবর্গের BBB BB BBBB BBBBBBBBBBBBB BBBS BB BBBS BBB BBBBBBB উৎসাহ ও সাহসের ক্ষীণতা এবঞ্চ অজ্ঞগণের প্রবলতা ক্রমে হইতেছে । অধিকন্তু ইংরাজি বিদ্যাভ্যাসের এস্থলে পূৰ্ব্বাপর কোন অনুষ্ঠান নাই কিন্তু ঐ বিদ্যা শিক্ষার চর্চা ইদানীং প্রায়