পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न्धिको ዓ» ৯ নবম বাৰু ঠাকুরদাস রায়ের প্রস্তাবে ও সভাপতি মহারাজের পোষকতায় এই স্থির হইল যে এই বিদ্যালয় অর্থাৎ ইস্কুলের নিয়ম পত্রের পাণ্ডুলেখ্য মহারাজ রাজনারায়ণ বাহাদুর ও বাবু জগন্নাথপ্রসাদ মল্লিক কর্তৃক প্রস্তুত হয় এবং হীরারমি তর্কসরস্বতী ও চন্দ্রশেখর বিদ্যালঙ্কারের প্রতি ভারাপণ করা যায় যে ঐ পাণ্ডুলেখ্য সংশোধন করণার্থে উপযুক্ত পণ্ডিতের নামোল্লেখ করেন তাহাতে পশ্চাল্লিখিত দ্বাদশ ব্যক্তি মনোনীত হইলেন তদ্বিশেষঃ হীরারাম তর্কসরস্বতী ও চন্দ্রশেখর বিদ্যালঙ্কার ও রামনিধি ন্যায়পঞ্চানন ও আনন্দচন্দ্র তর্কচূড়ামণি ও রামনারায়ণ ন্যায়রত্ব ও ঈশ্বরচন্দ্র তর্কবাচস্পতি ও মাধবচন্দ্র বিদ্যালঙ্কার ও ঈশ্বরচন্দ্র ন্যায়ালঙ্কার ও নবকুমার বিদ্যারত্ব ও মদনমোহন শিরোমণি ও রামনারায়ণ তর্কবাগীশ ও পাৰ্ব্বতীচরণ তর্কালঙ্কার • • • ( २¢ ८भ s४७० ! s२ 8छTछे s२8७ ) মহেশপুরে ইঙ্গরেজী পাঠশালা স্থাপন ।—আমরা শুনিয়া পরমাহলাদিত হইলাম যে হুগলি জিলার অন্তঃপাতি মহেশপুর গ্রাম নিবাসি মহাশয়ের এক চাদ করিয়াছেন তাহা বার এআরি পূজার নিমিত্ত নহে কিন্তু ইঙ্গরেজী বিদ্যালয় স্থাপনার্থ। ভারতবর্ষীয় লোকেরদের ইউরোপীয় বিদ্যা প্রাপণার্থ যে অত্যন্ত আকাঙ্ক্ষা তাহার এই এক চিহ্ন দৃষ্ট হইতেছে। [ জ্ঞানান্বেষণ, ২২ মে ] ( ১০ জুলাই ১৮৩৯ । ৫ শ্রাবণ ১২৪৬ ) বারাসতে ইঙ্গরেজী পাঠশালা — গত শনিবার ১৩ তারিখের অপরাহে বারাসত গ্রামে ও নিকটবৰ্ত্তি অতিমান্য কএক জন মহাশয় ঐ স্থানে ইঙ্গরেজী পাঠশালা স্থাপনার্থ এবং তাহার রক্ষণাবেক্ষক কমিটি নিযুক্ত করণার্থ ঐ স্থানীয় শ্ৰীযুক্ত রায় প্রাণকৃষ্ণ মিত্রের বাটতে এক সভা হইল তাহাতে নীচে লিখিতব্য মহাশয় বর্গ সমাগত হইয়াছিলেন । - শ্ৰীযুত ভৈরবচন্দ্র ভট্টাচার্য শ্ৰীযুত বলদেব ভট্টাচাৰ্য্য শ্ৰীযুত দেবনাথ ভট্টাচার্ষ্য শ্ৰীযুত হরদেব তর্কসিদ্ধান্ত পণ্ডিত । শ্ৰীযুত বাৰু আনন্দচন্দ্র চাটুর্ষ্যে শ্ৰীযুত কাশীনাথ চাটুৰ্য্যে হরিনাথ বাড়ুৰ্য্যে শ্ৰীযুত গিরীশচন্দ্র বাড়ুযে শ্ৰীযুত বেণীমাধব চাটুয্যে শ্ৰীযুত কৈলাসচন্দ্র চাটুয্যে শ্ৰীযুত কৈলাসচন্দ্র ঘোষাল শ্ৰীযুত কেদারনাথ চাটুষ্যে শ্ৰীযুত ভুবনচন্দ্র চাটুয্যে শ্ৰীযুত চতুভূজ চাটুৰ্য্যে শ্ৰীযুত শু্যামাচরণ বাড়ুযে শ্ৰীযুত ঈশ্বরচন্দ্র গুপ্ত । শ্ৰীযুত রামকমল গুপ্ত শ্ৰীমদনমোহন গুপ্ত শ্ৰীযুত মাণিকচন্দ্র গুপ্ত শ্ৰীযুত গিৰীশ্চন্দ্র গুপ্ত শ্ৰীযুত হরিনারায়ণ গুপ্ত শ্ৰীযুত উদয়চন্দ্র ঘোষ শ্ৰীযুত রাজকৃষ্ণ মিত্র শ্ৰীযুত গোপালচন্দ্র মিত্র শ্ৰীযুত হরিশ্চন্দ্র সিংহ শ্ৰীযুত মহেশচন্দ্র মিত্র শ্ৰীযুত ভোলানাথ বস্থ এবং শ্ৰীযুত গৌরমোহন বস্থ । তাহাতে শ্ৰীযুত বাবু নবীনচন্দ্র মিত্রের প্রস্তাবে শ্ৰীযুত বাবু ঈশ্বরচন্দ্র গুপ্তের পোষকতায় এই বিষয়ে সকলের সম্মতি হইল ষে