পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓõ মgবাদ শত্রে সেনকালের কথা ( ১৬ জুলাই ১৮৩৬ । ২ শ্রাবণ ১২৪৩ ) সম্পাদক মহাশয় কিয়দিবস গত হইল মহামহিম ধৰ্ম্মপরায়ণ বিচক্ষণ শ্ৰীলক্রযুত ডি সি স্মিথ সাহেব সদ্বিচারাধিপতির বিশেষামুধাবনেও ভূমি সংক্রাস্ত জনগণের ব্যয় ব্যসনে এই হুগলির বিচারালয়ের নিজ সম্মুখে যে এক বিদ্যামন্দির স্থাপিত হইয়াছে প্রায় তিন মাস হইল উক্ত শ্ৰীযুক্ত পরমোপযুক্ত শ্ৰীযুত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও ঐযুত স্ত্রনাথ সোমাদার স্ববিচক্ষণ সজ্জন স্বধৰ্ম্মপরায়ণ মহাশয়দ্বয়ের অধ্যয়নাহুকুল্যার্থে এতৎ পাঠশালার শিক্ষক পদাভিষিক্ত করিয়া এতৎস্থলে প্রেরণ করিয়াছেন । তাহাতে তদবধি ইহারদিগের বিচক্ষণত ও স্বধৰ্ম্মপরিপালকতা ও পরিশ্রমের আতিশয্যত শ্রবণে অস্মদেশীয় ধম্ভমান্য মহাশয়ের স্ব২ বালকগণে তত্ত্বৎ সন্নিধানে সমর্পণ করাতে অধুনা পঞ্চবিংশতি জন ছাত্রেরও অধিক সমাগম হইয়াছে.। 霖 ( ১৭ নবেম্বর ১৮৩৮ । ৩ অগ্রহায়ণ ১২৪৫ ) আমারদিগের পাঠকবর্গের স্মরণ থাকিবেক যাহা আমরা পূৰ্ব্বে প্রকাশ করিয়াছিলাম যে জেনেরল কমিটি আব পবলিক ইনিকষ্ট্রকসন শিশুগণকে বিদ্যাদানার্থ হুগলিতে এক বিদ্যালয় স্থাপনার্থ কল্পনা করিয়াছিলেন। এক্ষণে আমরা পরমাহনাদ পূর্বক প্রকাশ করিতেছি যে কলেজের অধ্যক্ষ যে ডাক্তর ওয়াইজ সাহেব তিনি এতদেশীয় এক ব্যক্তির প্রতি ভারাপণ করিয়াছেন যে তিনি ঐ অঞ্চলস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে মাষ্টর পরকিন সাহেব তাহার সহিত পরামর্শ করিয়া এক্ষণে সংস্থাপিত হইবে যে বিদ্যালয় তাহাতে এক জন উপযুক্ত শিক্ষক নিৰ্দ্ধাৰ্য্য করেন । যে সময় পর্ষ্যস্ত হতভাগ্য অত্যাচারী যবনদিগের অধীনে এই রাজ্য ছিল তদবধি এতদ্দেশীয় শিশুদিগের বিদ্যা শিক্ষার্থ কিছুই মনোযোগ করা যায় নাই । সম্প্রতি বৰ্ত্তমান শাসনাধিকারিরা এতদেশীয়দিগের শিক্ষা করাইবার জন্য মনোযোগী হইতেছেন এবং ইহারদিগকে সভ্য করাইবার নিমিত্ত যত্ব পাইতেছেন ইহা অামারদিগের অতিশয় আহলাদের জন্যই হইয়াছে । আমরা ভরসা করি যে এক বর্ষ গতহইতে না হইতে আমরা প্রধান২ স্থানে অকৰ্ম্মণ্য পাঠশালার পরিবর্ভে বিদ্যালয় সন্দর্শন করিয়া আহ্নাদিত হইব । [ জ্ঞানান্বেষণ } ( ২৬ জানুয়ারি ১৮৩৯ । ১৪ মাঘ ১২৪৫ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয় সমীপেযু।–.কালীকিঙ্কর বাবুর সাহায্যে হুগলিহইতে এক ক্রোশ অস্তরে অমরপুর গ্রামে নিঃস্ব ছাত্রেরদের বিদ্যা শিক্ষার্থ যে বিনিবোলেণ্ট ইনষ্টিটিউসন স্থাপন হইয়াছে তাহার কিয়ৎ বিবরণ প্রেরণ করি ...এই পাঠশালা দেড় বৎসরাবধি স্থাপিত হইয়াছে এবং এই অল্পকালের মধ্যে বালকেরা নানা প্রকার বিদ্যাতে বিলক্ষণ স্বশিক্ষিত হইয়াছে। এবং অরিএন্টল সেমেনরি বিদ্যালয়ের অধ্যক্ষ শ্ৰীযুত বাবু প্যারি মোহন বন্দ্যোপাধ্যায় ছাত্রেরদিগকে নানা প্রকার বিদ্যা শিক্ষা দেওনার্থ উদ্যোগ করিতেছেন ।