পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা - 수수 ---শেষোক্ত বিজ্ঞবর বাবুর অত্যন্ত মনোখোগ দ্বার অত্যুত্তম পাঠশালার তুল্য এই পাঠশালা হইবে এবং শ্ৰীযুত বাবু কালীকিঙ্কর পালিত এই মহা ব্যাপারের বিষয়ে যে বিলক্ষণ মনোযোগ করিতেছেন ইহাতে অত্যন্ত প্রশংসা পাত্র হইয়াছেন । যদি এতদেশীয় অন্যান্য ধনি মহাশয়রাও এতাদৃশ ব্যাপারে আসক্ত হইতেন তবে এই সভ্য ভারতবর্ষ রাজ্য আরো দেদীপ্যমান হইত। আরো শুনা গেল যে উক্ত বাবু হুগলিহইতে ধন্তাখালি পৰ্য্যস্ত যে রাস্তা হইতেছে তাহার ব্যয়ার্থ ৩০ ০০ টাকা প্রদান করিয়াছেন । জে আর এম (s લૂન્ન > નાગઢ તા ૨૬ જ્ઞTઠે ૨૬૨ ) চন্দননগরে বিদ্যালয় –সংপ্রতি চন্দননগরে এক পাঠশালা স্থাপন হইয়াছে এবং তাহাতে ফ্রান্সীয় ও ইঙ্গরেজী ভাষাতে শিক্ষণ দেওনক্ষম এমত এক জন শিক্ষকের অত্যাবশ্যক আছে । এবং কলিকাতার সম্বাদ পত্রে ঐ কৰ্ম্মাকাঙ্ক্ষি ব্যক্তিরদিগকে তদৰ্থ আবেদন করিতে বিজ্ঞাপনদ্বার আহবান করা গিয়াছে কিন্তু এইক্ষণপৰ্য্যস্ত কেহই তাহাতে অগ্রসর হন নাই । অপর কুরিয়র সস্বাদপত্রে লেখে যে ইতিমধ্যে ফ্রান্সীয় বা ইঙ্গলওঁীয় এমত কোন শিক্ষক প্রাপ্ত না হওয়া পৰ্য্যস্ত এতদ্দেশীয় ভাষাতেই শিক্ষা দেওনের কল্প হইয়াছে । ফুডচেরির গবর্ণমেণ্ট ঐ পাঠশালার ব্যয়ার্থ কতক টাকা সংস্থান করিয়া দিয়াছেন তদতিরিক্ত সাধারণ ব্যক্তিরদের চাদার টাকাতে তাহার ব্যয় চলিতেছে। ছাত্রেরদের স্থানে বেতন লওয়া যায় না। পাঠশালার নিয়ম এই যে সৰ্ব্বজাতীয় বালকেরদিগকে জাতি ও ধৰ্ম্ম বিবেচনা ব্যতিরেকেই প্রবিষ্ট হইতে অতুমতি আছে এবং তাহাতে এতদেশীয় লোকেরদের কোন মান বিচারের হানি বা কোন উদ্বেগ না হয় . এনিমিত্ত ঐ পাঠশালাতে ধৰ্ম্মবিষয়ক কোন উপদেশ দেওয়া যাইবে না । এই বিষয়ে হিন্দুকলেজের যেমন নিয়ম আছে তদনুসারে কার্য্য চলিবে । ঐ কমিটির মধ্যে শ্ৰীযুত রিসি সাহেব সৰ্ব্বাপেক্ষ দক্ষ এমত সকলের অপেক্ষ ছিল এবং তদ্রুপই বটেন । ( ১৩ জুলাই ১৮৩৯ । ৩০ আষাঢ় ১২৪৬ ) ইঙ্গরেজী পাঠশালা স্থাপন ।--জিল হুগলির অন্তঃপাতি তেলিনী পাড়াস্থ ধনি জমীদার মহাশয়েরা ঐ স্থানে এক ইঙ্গরেজী পাঠশালা স্থাপনাথ মনস্থ করিয়াছেন ঐ বিদ্যালয়ের তাবদ্ব্যয় তাহারাই নিৰ্ব্বাহ করিবেন। ( ২৮ এপ্রিল ১৮৩৮ । ১৭ বৈশাখ ১২৪৫ ) ত্রিবেণীর স্কুল –প্রভাকর পত্রদ্বারা অবগত হইলাম যে শ্ৰীযুক্ত জগচ্চন্দ্র সেন ও শ্ৰীযুক্ত মোহন সেন দীন হীন বালকদিগের শিক্ষার্থ এক পাঠশালা স্থাপন করিয়াছেন —হরকরা ।