পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মোকালের কথা سabه { ২৪ সেপ্টেম্বর ১৮৩১ । ৯ তাশ্বিন ১২৩৮ ) বৰ্দ্ধমানে নূতন বিদ্যালয় —আমরা উক্তস্থানের এক আত্মীয়ের পত্রে অবগত হইলাম যে বৰ্দ্ধমানে শ্ৰীযুত মিসিনরি সাহেবেরদের উদ্যোগে এক বিদ্যালয় স্থাপিত হইয়াছে এক্ষণে বৰ্দ্ধমানের শ্ৰীযুত জজসাহেবের যেস্থানে বিচার গৃহ নিৰ্ম্মাণ হইয়াছে তাহার পশ্চিম প্রায় আট শত হস্ত অস্তরে অথচ নগরের মধ্যে খোশবাগনামে এক উদ্যান আছে সেই উদ্যানে বিদ্যালয় নিৰ্ম্মাণ হইতেছে এই প্রস্তাবিত বিদ্যালয়ে ইঙ্গরেজী পারস্ত আরবী এবং সংস্কৃত এই কএক বিদ্যার শিক্ষা ও আলোচনা হইবেক শ্ৰীযুত হেচকিন্সন সাহেব ইঙ্গরেজী ভাষার অধ্যাপকৰূপে নিযুক্ত হইয়াছেন অন্য২ বিদ্যা শিক্ষাদেওনহেতুও মৌলবী এবং পণ্ডিত স্থির হইয়াছেন প্রত্যেক ছাত্রজন্ত দুই মুদ্রা মাসিক বেতন গ্রহণের নিয়ম হইয়াছে এই বিষয়ের সম্মতিপত্রে তন্নগরের প্রায় ৬০ ব্যক্তি স্বাক্ষর করিয়াছেন বৰ্দ্ধমান নগরে যে২ সাহেবলোক বাস করেন তাহারদূের তাবতেরই উক্তবিষয়ে অভিমতি আছে এবং সকলেই আমুকুলা করিবেন এমত গতিক বটে বদ্ধমানদেশে পারস্য ভাষারই অত্যস্ত চর্চা ইঙ্গরেজী ভাষা অত্যন্ত্র লোকে জানেন । যদিও আমরা জানি যে তথায় অন্য দুই এক বিদ্যালয় আছে তাহাতে বিনাবেতনে ইঙ্গরেজী পাঠ হইবার সম্ভাবনা ছিল কিন্তু তন্মধ্যে কোন বিদ্যালয়ে উপযুক্ত অধ্যাপক এবং তাদৃক অঙ্গরাগ নাই অন্য স্কুলে যদিও উপযুক্ত অধ্যাপক এবং নিয়মও বিলক্ষণ থাকিতে পারে তাহা নগরহইতে দূর এবং কোন২ কারণে তথাকার হিন্দুরা যাইতে সঙ্কোচ করেন এই বিদ্যালয় নগরমধ্যেও বটে এবং সকলেরই অনুরাগ আছে স্বতরাং ইহার উন্নতি হইবার সন্দেহ করি না –সং কেীং । ( ১১ জুন ১৮৩৬ ৩০ জ্যৈষ্ঠ ১২৪ ত ) S SAAAS B BBBB BB KBBBB JKB BBS BBBB BBBB BBBB BBBB যে কালেজ স্থাপন করেন আমি তাহার অধ্যক্ষ ছিলাম এবং বহুকালপর্য্যন্ত রাজা প্রতাপচন্দ্রের শিক্ষক ছিলাম অতএব ইদানীং ঐ রাজ্যার্থ উদিত যিনি তিনি প্রতাপচন্দ্র কিনা ইহার সাক্ষ্য দিতে আমি প্রস্তুত আছি । চার্লস ডু বোর্ড, r Charles Du Bordieux. ] গয়৷ ৩১ মে ১৮৩৬ { - ( ৪ ফেব্রুয়ারি ১৮৩২ । ২৩ মাঘ ১২৩৮ ) শান্তিপুরের আকাদিমি।—.বিজ্ঞ অথচ লোকহিতৈষি শ্ৰীযুত বাবু গোপীমোহন চট্টোপাধ্যায়কতৃক গত দিসেম্বর মাসের দ্বাদশ দিবসে তাহা স্থাপিত হইয়াছে এবং ঐ বাৰু তাহার অধ্যক্ষও হইয়াছেন। ঐ পাঠশালা স্থাপনাবধি অদ্যপৰ্য্যস্ত ৫৮ জন বালক পূৰ্ব্বাহ্নে দশ ঘণ্টাবধি অপরাহ্নের পাচ ঘণ্টাপৰ্য্যস্ত প্রতিদিন হাজির হইয়া শিক্ষার পৌৰ্ব্বাপর্ঘ্য এবং উত্তম ধারানুসারে বিদ্যাশিক্ষা করিতেছে।..ঐ বিদ্যালয় উক্ত বাবুর