পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به رم | এই বিদ্যালয়, প্রতিষ্ঠা হইতে বুঝা যায়, সে-যুগের বাঙালীরাও মাতৃভাষায় শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন ও সচেষ্ট হইয়াছিলেন । ২৬ হইতে ৩২ পৃষ্ঠা পৰ্য্যন্ত এই পাঠশালা সংক্রান্ত অনেক সংবাদ পাওয়া যাইবে । ইহার পর হিন্দুকলেজের বিখ্যাত শিক্ষক ডিরোজিওর মৃত্যু সম্বন্ধীয় কয়েকটি সংবাদ দেওয়া হইয়াছে। তাহার একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ৩২-৩৩ পৃষ্ঠায় উদ্ধৃত হইল । ডেবিড হেয়ারের নিকট ইংরেজী-শিক্ষিত বাঙালীর ঋণ অপরিশোধ্য, এ-কথা ইংরেজী শিক্ষার প্রথম যুগ হইতে আজ পর্য্যন্ত সকল কালেই স্বীকৃত হইয়া আসিয়াছে। র্তাহার নিকট এই ঋণস্বীকার তাহার ছাত্রেরাই প্রথমে করে । ১৮৩১ সনে হিন্দুকলেজের ছাত্রেরা র্তাহাকে বিরাট অভিনন্দন প্রদান করে । এই অভিনন্দন-পত্রে পাঁচ শত পয়ষটি জন ছাত্র স্বাক্ষর করে এবং উহ। ১৮৩১ সনের ১৭ই ফেব্রুয়ারি তারিখে পঠিত হয় । এই অভিনন্দনের বিবরণ ৩৫-৩৬ পৃষ্ঠায় পাওয়া যাইবে । ডেবিড হেয়ার যে হিন্দুকলেজের আদিকল্পক ছিলেন, এই সংবাদ ৩৪ পৃষ্ঠায় মুদ্রিত হইয়াছে। কিছু দিন হইতে একটি ধারণা প্রচার লাভ করিতেছে যে, রামমোহন রায়ই হিন্দুকলেজের আদিকল্পক ছিলেন । এই মত সর্বপ্রথম প্রচার করেন মেজর বামনদাস বসু । কিন্তু ষে-উপাদানের সাহায্যে মেজর বসু এই সিদ্ধান্ত করেন, তাহা যে তিনি সযত্নে পাঠ করেন নাই, তাহা গ্রন্থশেষে সম্পাদকীয় মন্তব্য হইতে নিঃসংশয়িতরূপে প্রমাণিত হইবে । ইহার পর মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার বিবরণ । ১৮৩৫ সনে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়। ইহার পূৰ্ব্বে সংস্কৃত কলেজে ও মাদ্রাসাতে চিকিৎসা-বিদ্যা শিক্ষা দেওয়া হইত। নূতন কলেজ প্রতিষ্ঠিত হইবার সঙ্গে সঙ্গেই পুরাতন বিদ্যালয়গুলির চিকিৎসা-বিভাগ রহিত হইয়া যায় । ১৮৩৬ সনের অক্টোবর মাসে এক বৎসরেরও অধিক কাল শিক্ষাদানের পর মেডিক্যাল কলেজে পারিতোষিক-বিতরণ হয় । এই পারিতোষিক দেন গবর্মেণ্ট এবং দ্বারকানাথ ঠাকুর । গবর্নর-জেনারেল লর্ড অকল্যাণ্ড স্বয়ং ছাত্রদিগকে এই সকল পুরস্কার বিতরণ করেন । এই সংবাদ এবং মেডিক্যাল কলেজ সংক্রান্ত অন্যান্য সংবাদ ৩৭-৪৪ পৃষ্ঠায় পাওয়া যাইবে । ইংরেজী শিক্ষার সাফল্য ও চাকরির ক্ষেত্রে উহার প্রতিষ্ঠা দেখিয়া মফস্বলেও ইংরেজী শিক্ষণ দিবার ব্যবস্থা করিবার চেষ্ট হওয়া স্বাভাবিক । কলিকাতার বাহিরে সর্বপ্রথমে কলেজ প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুরে, এবং তাহার পরই চুঁচুড়াতে । চুঁচুড়ায় হুগলী কলেজ প্রতিষ্ঠার বিবরণ ৪৪-৪৬ পৃষ্ঠায় উদ্ধৃত হইয়াছে । ৪৯-৮৯ পৃষ্ঠায় কলিকাতা ও মফস্বলের অনেকগুলি বিদ্যালয়ের সংবাদ আছে। যেমন রাজা রামমোহন রায়ের স্কুল, ওরিয়েণ্টাল সেমিনী, ডফ সাহেবের স্কুল প্রভৃতি । ইহাদের মধ্যে দুইটি স্কুল ছাত্র-সংখ্যায় খুব বড় ন হইলেও উল্লেখযোগ্য বলিয়া মনে হয় । উহাদের একটি সিমলার হিন্দু ফ্রি স্কুল, ইহার প্রতিষ্ঠাত রসিককৃষ্ণ মল্পিক ; অপরটি হিন্দু