পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

otro মংবাদ গন্ত্রে লোকালের কথা থাকিবেন। তদ্বিষয়ে আধুনিক এক ব্যক্তি কবি লিখিয়াছেন ষে শীলা ও বীজ ও বীচিকা ও মরিকা এবং অন্তান্ত স্ত্রীরাও উত্তম কাব্য গ্রন্থ রচনা করিয়াছেন । জ্যোতিজ্ঞ। মাত্রই ভাস্করাচার্ধ্যের কন্যা লীলাবতীকে অবগত আছেন তৎকতৃক রচিত মহাগ্রন্থের মধ্যে যত প্রশ্ন আছে সে সকলই লীলাবতীর প্রতি হয় এবং ধারাবাহিক এমত জনশ্রুতি আছে যে ঐ বিস্তাবতী লীলাবতী কন্যা পিতৃকতৃক গণিত গ্রন্থ রচনা সময়ে অনেক সাহায্য করিয়াছিলেন । অস্মৎকালেও সৰ্ব্বক্স দেখা যাইতেছে যে অতিমান্য শিষ্ট বিশিষ্ট স্ত্রীগণও সংস্কৃত লিখন পঠনাদি বিলক্ষণ বুঝিতে পারেন এবং যন্তপি এমত স্ত্রী লোকের সংখ্যা অল্প হয় তথাপি তাহাতে এমত প্রমাণ হইতেছে যে স্ত্রী লোকের মনেতেও বিদ্যা বুদ্ধির বৃদ্ধি হইতে পারে এবং বিদ্যাভ্যাস করিলে যে নির্লজ্জা হুইবে এমত নহে বরং তাহাতে সাত্বিকী ও সাথী হইতে পারে। এবং উপরিউক্ত যে সকল প্রমাণ দর্শিত হইল তাহতে শাস্ত্রের কোন' স্থানেই স্ত্রী লোকের বিদ্যা শিক্ষাতে নিষেধ নাই দেখা যাইতেছে । কস্যচিৎ হিমেদাঃ । দক্ষিণ দেশ ৬ আপ্রিল ৷ ( ২৯ এপ্রিল ১৮৩৭ । ১৮ বৈশাখ ১২৪৪ ) আমরা আহলাদপূর্বক পাঠকবর্গকে ও সৰ্ব্বসাধারণকে জ্ঞাত করিতেছি এতদেশীয় কতিপয় সমৃদ্ধ স্ববুদ্ধি ব্যক্তিরা পরামর্শ করিয়াছেন এক সভা করিবেন তাহার অভিপ্রায় এই যে বহুকালাবধি যে সকল কুনিয়মেতে এদেশের নীতি ব্যবহার মন্দ করিয়াছে এবং দেশস্থ লোকেরা যদকুযায়ি কৰ্ম্ম করিয়া থাকেন অথচ বোধ হয় না তাহারদিগের নিমিত্ত সৰ্ব্বকৰ্ত্তা পরমেশ্বর মুখের স্বষ্টি করিয়াছেন ঐ সকল নিয়ম পরিবর্তন করিতে হইবেক আমরা অত্যন্ত বিশ্বস্ত লোকের স্থানে শুনিলাম সভার প্রধান কাৰ্য্য এই ষে এতদেশীয় সম্রাস্ত স্ত্রীলোকদিগের বিদ্যাশিক্ষার্থ চেষ্টা করিবেন এবং ব্রাহ্মণদিগের কুপরামর্শেতে শিশুকালাবধি বিধবার বিবাহ নিষেধ বিষয়ে যে কুসংস্কার হইয়াছে তাহাও বিনষ্ট করিতে হইবেক যদিও প্রযুত বাবু মতিলাল শীল ও শ্ৰীযুত বাৰু হলধর মল্লিক স্বদেশীয় বন্ধুগণের উপকারকরণার্থ হিন্দু কলেজের স্বশিক্ষিত সাহসিক যুবগণ র্যাহারা দোষের আকরন্থদ্ধ উৎপাটন করিতে চাহেন তাহারদিগের স্থায় নিৰ্ভয়ে অবক্রপথে গমন করিতে পারিবেন না অথবা রাজা রামমোহন রায়ের শিষ্যগণ র্যাহারা সাহস গোপন রাখিয়া অত্যন্ত সাবধানে চলে তাহারদিগের সঙ্গেও তুল্যাম্পদ্ধ হইতে পারিবেন না তথাপি যদি ঐ বাবুর জগতের আমূল কোমলম্বভাব সুন্দরীদিগের স্বশিক্ষার দ্বারা উপকার করিতে পারেন তবে তাহারদিগের নিকট উত্তরকালীন লোকেরদের কৃতজ্ঞতা স্বীকারের অনেক উপায় করিবেন আমরা জানি এতদেশীয় ক্ষীণবুদ্ধি অবিবেচক অধিকাংশ লোকেরা এ বিষয়ে অনেক আপত্তি করিবেন কিন্তু ঐ বাবু দ্বয়ের ইহা স্মরণ করিতে হইবেক যে উপকৃত লোকের নিকট সৎকর্শ্বের পারিতোষিক না পাইলেও মন