পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 3న উাহারদিগকে পারিতোষিক দিবেন কেননা যে দেশের লোকের মূর্খতাপ্রযুক্ত অন্তকৃত উপকারবিষয়ে অনভিজ্ঞ থাকেন তাহারদিগের উপকণরকর্তা আপন মনেতেই সন্তুষ্ট হন এ বিষয়ে আমরা অনেক লিখিতে পারিতাম স্থানাভাবপ্রযুক্ত তাহ পারিলাম না কিন্তু ইহা অবগু কহিতে হইবেক যে শ্ৰীযুত বাৰু মতিলাল শীল ও শ্ৰীযুত বাবু হলধর মল্লিক জাতিনাশের ও ধৰ্ম্মসভার ভয় ত্যাগ করিবেন ধৰ্ম্মসভা কেবল এক দলবদ্ধ হইয়া লোকেরদিগকে ভ্রমের কলে চালাইতেছেন এবং অযৌক্তিক মত গ্রহণ করেন অতএব তাহারদিগের প্রতি ভয় ত্যাগ করিয়া সাহসপূর্বক আপনারদিগের প্রতিজ্ঞ প্রতিপালন করিবেন তাহা হইলে এতদেশীয় স্ত্রী গণকে স্বাধীন করত মূৰ্খতার শৃঙ্খল হইতে মুক্ত করিতে পরিবেন —জ্ঞানাম্বেষণ । ( ৩ মার্চ ১৮৩৮। ২১ ফাল্গুন ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু —গত কএক বৎসরাবধি এতদ্দেশীয় পুরুষেরদের যেরূপ বিদ্যানুশীলন হইতেছে তাহাতে ভারতবর্ষস্থ মিত্র সংপ্রদায় আহলাদিত হইতে পারেন এবং দেশহিতৈষি মহাশয়েরা যে প্রকার উদ্যোগ করিতেছেন তাহাতে বোধ করি যে আরো বিদ্যার মহকুশীলন হইতে পারিবে । কিন্তু দেখিয়া আমি অতি খেদিত হইলাম যে স্বদেশীয় লোকেরদের বিদ্যাভ্যাস বিষয়ে তাদৃশ মনোযোগ করেন না । কএক জন হিতৈষি সাহেব লোক ও বিবি সাহেবেরা স্ত্রী লোকেরদের বিদ্যা শিক্ষার্থে পাঠশালা স্থাপনার্থ উদ্যোগী হইয়াছেন কিন্তু দুই এক স্থানে অতি নীচ জাতীয় কএক জন বালিকা বস্থ ও অন্যান্য পারিতোষিকের নিমিত্ত র্তাহারদের পাঠশালাতে গমন করে কিন্তু অস্কান্ত স্থানে তাহারদের ঐ উদ্যোগ বিফলই হইয়াছে । ভারতবর্ষ সভ্য হওনার্থ বিবেচনা করিলে এই বিষয় অতিবিলপনীয় বটে। যদ্যপি পুরুষেরদের সঙ্গেং স্ত্রীরদিগকে বিদ্যা শিক্ষা না দেওয়া যায় তবে দেশের সৌষ্ঠব হওনের অতি বিলম্ব হইবে । সকল দেশেই সৰ্ব্বকালেই পুরুষের স্ত্রীলোকের বাধ্য বটেন এবং ইহা যথার্থ বটে তবে স্ত্রীলোকেরা যদি সম্পূর্ণরূপে অজ্ঞানাবস্থায় থাকেন তবে পুরুষেরা কিরূপে সৰ্ব্বতোভাবে সভ্যতা প্রাপ্ত হইতে পারেন । যে সময়ে লোকেরা দিব রাত্রি গণ্ডগোলেই ক্ষেপণ করেন এবং পূজা নৃত্য গীতাদি নানা আশু সন্তোষক ব্যাপারে রত ছিলেন এই কাল ক্রমে গত হইতেছে কিন্তু ঐ সকল অলীক আনন্দকে সঙ্গে স্ত্রী লোকেরদের এক প্রকার ঐক্য ছিল ফলত স্ত্রী পুরুষ উভয়েরই সমান মানসিক অন্ধকার । কিন্তু এইক্ষণকার লোক ও শিশুগণ বিদ্যাধ্যয়ন করিতেছেন র্তাহারা অবশুই উচ্চ ও উত্তম কাৰ্য্যে রত হইবেন । বাণিজ্য বা বিদ্যার্থ তাহারা ভিন্ন দেশেও গমন করিবেন । ঈশ্বরের প্রকৃত আরাধনার তুল্যরূপে তাহারা আপনারদের ধন ব্যয় করিবেন অতএব পুরুষেরদের এইরূপ অবস্থার পরিবর্তন হইলে কি মুখ স্ত্রীরদের সঙ্গে র্তাহারদের সংখ্ৰীতি হইবেক । দিবসীয় মানসিক ও শারীরিক পরিশ্রমের পর পুরুষের যে