পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృaశ్రీ মংবাদ শত্রে মোকালেৰ কথা তবে কিপ্রকার মহ২ ঋণী ইঙ্গলগুীয় মহাশয়রা স্থানেই প্রধান২ আদালতের কৰ্ম্ম মুখ্যাতিরূপে নিম্পন্ন করিতেছেন । ( ৯ নবেম্বর ১৮৩৩ । ২৫ কাৰ্ত্তিক ১২৪০ ) ফোর্ট উলিয়ম কলেজের পণ্ডিত পূৰ্ব্বস্থলীনিবাসি ৮ কালীপ্রসাদ তর্কসিদ্ধাস্ত ভট্টাচাৰ্য্য কালেজ আরম্ভাবধি স্থখ্যাতিপূর্বক কালেজের পাণ্ডিত্য কৰ্ম্ম করিয়া পরে বুদ্ধাবস্থায় কৌন্সেলে পেন্সানের দরখাস্ত করিবাতে হজুরের সাহেবেরা অনুগ্রহ করিয়া পেন্সানের হুকুম দেন ভট্টাচাৰ্য্য সেই হুকুমানুসারে অনুমান দশ বৎসর স্বচ্ছন্দপূর্বক ভোগ করিয়া সংপ্রতি ১২৪০ সাল ১৯ কাৰ্ত্তিক রবিবার রাত্রি দুই প্রহরের সময় / তীরে ৬ নামস্মরণপূর্বক এ ধাম গমন করেন ভট্টাচাৰ্য্য নানা শাস্ত্রজ্ঞ ধাৰ্ম্মিক এতাদৃশ ব্যক্তির মরণ শ্রবণে কোন ব্যক্তির খেদ না জন্মিবে ইতি তারিখ ২০ কাৰ্ত্তিক । শ্রীকৈলাশনাথ শৰ্ম্মণ: | # ( ২৩ এপ্রিল ১৮৩৬ । ১২ বৈশাখ ১২৪৩ ) ...কোন্নগরবাসি প্রধানাধ্যাপক শ্ৰীযুত রাজচন্দ্র ন্যায় পঞ্চানন ভট্টাচাৰ্য্য... | ..নৈহাটার শ্ৰীযুত রামকমল ন্যায়রত্ন.। ( ১৭ সেপ্টেম্বর ১৮৩৬ । ৩ আশ্বিন ১২৪৩ ) ...মোং খড়দহনিবাসি শ্ৰীযুক্ত হরচন্দ্র ভট্টাচাৰ্য্য ইনি অনেক কুলীন ব্রাহ্মণের গুরু এবং ইষ্টার পুরুষানুক্রমে অধ্যয়ন অধ্যাপন ব্যবসায় অতএব অতিশয় মান্ত ঐ ব্যক্তি এইক্ষণে কোম্পানিস্থাপিত সংস্কৃত পাঠশালাতে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করিতেছেন ব্যাকরণ এবং সাহিত্যশাস্ত্রে ঐ জনের উত্তম সংস্কার হইয়াছে এবং কবিতাশক্তিও আছে এমত উত্তম হইয়া কালপ্রযুক্ত কিম্ব সংসর্গপ্রযুক্ত ঐ পাঠশালাতে ইঙ্গরেজী শাস্ত্র অধ্যয়ন করিতেছেন এই সকল লোকেরা ইঙ্গরেজী শাস্ত্র অধ্যয়ন করিলে প্রায় নাস্তিক হয়।. ( ৮ জুলাই ১৮৩৭ ৷ ২৬ আষাঢ় ১২৪৪ ) বিসাপকলেজেতে যে গীর্জা আছে সেই খানে শ্ৰীযুত লার্ড বিসাপ সাহেব কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে পাদরি করিয়াছেন সকলেই জানেন বন্দ্যোপাধ্যায় বাবু হিন্দুরদিগের মধ্যে প্রধান ব্রাহ্মণ জাতির সস্তান তিনি হিন্দু কলেজে শিক্ষা করিয়া শেষ শ্ৰীযুত হেয়ার সাহেবের বিদ্যালয়ে শিক্ষক হইয়াছিলেন এবং শিক্ষা প্রদান কালে অতিসাহসিক ও নৈপুণ্যরূপে ইনকোয়েররনামক এক সম্বাদ পত্র প্রকাশ করিতেন তাহার পরেই বাৰু খ্ৰীষ্টীয়ান ধৰ্ম্মাবলম্বন করিয়া তদবধি ঐ ধৰ্ম্মের অত্যন্ত সপক্ষ আছেন এবং চর্চমিসন সোসৈটির কৰ্ত্তারাও র্তাহাকে মীর্জাপুরের বিদ্যাগারে শিক্ষকতাপদে নিযুক্ত করিয়াছিলেন আমারদিগের বোধ হয় ঐ