পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা aపి বৎসর অবধি তিনি অস্থস্থ হইয়া ক্রমে২ ক্ষীণবল হইলেন কিন্তু পরিশেষে রোগপ্রযুক্ত নহে কেবল দৌৰ্ব্বল্যপ্রযুক্তই তাহার শারীরিক কল একেবারে বন্দ হইল । ১৮৩৩ সালের অত্যস্ত ক্লেশদ গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে অস্বাস্থ্যগ্রস্ত হইয় গত সেপ্তেম্বর মাসে একেবারে পক্ষাঘাতী হইলেন তদবধি কিয়ৎকালপর্য্যস্ত প্রতিদিবসই বোধ হইতে লাগিল যে অদ্যই মৃত্যু হইবে কিন্তু ঈশ্বরাষ্ট্রগ্রহে কিঞ্চিৎকাল স্বাস্থ্য পাইলেন এবং গত শীতঋতুতে পূৰ্ব্বাহ্নে ও অপরাহ্নে বায়ুসেবনাৰ্থ পাল্কিগাড়িতে ভ্ৰমণ করিতে পারিতেন । এবং দিবসের মধ্যে চৌকিতে বসিয়া কখন কিছু পাঠ করিতেন কখন বা আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করিতে পারিতেন পরে যেমন গ্রীষ্মের প্রাদুর্ভাব হইতে লাগিল তেমনি দিন২ ক্ষীণ ও আহাররহিত হইলেন শেষে শয়নে একপাশ্ব অবলম্বনেতে গাত্ৰচৰ্ম্ম ঘর্ষণ হইয়া অস্থি দেখা যাইতে লাগিল ফলতঃ মৃত্যুতে র্তাহার একেবারে যন্ত্রণ মোচন হইল। এবং যদ্যপি তাহার অতিপ্রিয় বন্ধুবান্ধবেরা র্তাহার মৃত্যুতে আপনারদের ও সাধারণ তাবৎ মকুষ্যের ক্ষতিবোধে তাপিত আছেন তথাপি তাহার যন্ত্রণার যে শেষ হইল এই আহলাদের বিষয়। ডাক্তর কেরি সাহেবের যে সকল কীৰ্ত্তির প্রণালী তাহ অতিসন্ত্ৰমপূৰ্ব্বকষ্ট স্মরণীয় । একাদিক্রমে মকুষ্যের যে বংশের সঙ্গে তিনি আচার ব্যবহার করিয়াছিলেন তাহারদের মধ্যেই অগ্রগণ্য ছিলেন অতএব তাহার মিত্র ও পরিজন ও সাধারণ লোকেরদের চক্রে তাহাকে চিরস্মরণ করা কৰ্ত্তব্য । তিনি অতিদরিদ্র ব্যক্তির সস্তান এবং যৌবনাবস্থাপর্য্যস্তও তাদৃশ বিদ্যাভ্যাস ছিল না এবং যে ব্যবসায়ে প্রবৃত্ত ছিলেন তাহা কোন দেশেই মান্ত নহে বিশেষতঃ এতদ্দেশে অত্যন্তাপমাননীয় অর্থাৎ চৰ্ম্মকারের ব্যবসায়ী ছিলেন কিন্তু ইহাতে তিনি কোন কীৰ্ত্তিকর ব্যাপারের অতুপায়ী হইয়াও র্তাহার মনের স্বাভাবিক উৎসাহ খৰ্ব্ব হইল না এবং সকলের অতি শীঘ্রই দৃষ্ট হইল ষে তিনি যে ব্যবসায়ে প্রথম প্রবৃত্ত তদপেক্ষ উচ্চ ব্যবসায়ের নিমিত্ত / তাহাকে স্বষ্টি করিয়াছিলেন । নানা বিদ্যাধ্যয়ন বিষয়ে বাল্যকালাবধি পরমাকাজক্ষী ছিলেন এবং উত্তরোত্তর যেমন মনুষ্যত্ব , ভাবাপন্ন হইতে লাগিলেন তেমনি তাহার মন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হইল এবং তাহার তদ্রুপ পরামনন হওয়াপ্রযুক্ত বিদ্যার লালসা আরো বাড়িল । স্বীয় ধৰ্ম্মগ্রন্থের বিশেষ মৰ্ম্ম জ্ঞাতহওনবিষয়ে তাহার পরমোৎসুকতাপ্রযুক্ত যে প্রাচীন ভাষাতে ধৰ্ম্মগ্রন্থ রচিত ছিল ঐ ভাষা অভ্যাসাৰ্থ বিলক্ষণ মনোযোগী হইলেন এবং যে সময়ে স্বীয় ব্যবসায়ের অস্ত্রশস্ত্রাদি লইয়া জীবিকার্থ যত্ন পাইতেছিলেন তৎসমকালেই নানা ব্যাকরণ ও কোষাদি শিক্ষার্থ কৃতযত্ব হইলেন এবং যেপৰ্য্যন্ত তাহার নিজরচিত কোষ ও ব্যাকরণ গ্রন্থ অতিসন্ত্রমপূর্বক সৰ্ব্ববাদি সম্মতিতে পরম মান্তরূপে গণিত হইল সেই পৰ্য্যন্ত তিনি অন্যান্য কোষাদি গ্রন্থাভ্যাসে বিরত হইলেন না কিঞ্চিৎপরে লেষ্টরনগরে এক মণ্ডলীর রক্ষক হইলেন । ইতিমধ্যে বিদেশযাত্রী ও পৰ্য্যটকেরদের বিবরণপুস্তক পাঠ করাতে পৃথিবীর নানা