পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి মংবাদ গাত্রে ক্টেনকালেৰ কথা জাতীয়েরদের অবস্থাবিষয় স্বজ্ঞাত হইয়া দেবপূজকেরদের অনুষ্ঠান বিষয়ে অত্যন্তাকুতাপী হইলেন । ফলতঃ তদ্বিষয়ে তিনি এমত খেদাম্বিত হইলেন যে র্তাহারদের নিকটে মঙ্গল সমাচার প্রকাশকরণার্থ স্বদেশে প্রিয় বস্তুসকল পরিত্যাগ করিয়া বিদেশে গমন করিতে স্থির করিলেন এবং ১৭৯২ সালে তাহার মিত্ৰগণের মধ্যে র্তাহারই অনুরোধক্রমে এক সৌসিটি স্থাপিত হয় এবং তাহারদের ব্যয়েতে সপরিবার এবং অন্য এক জন মিসনরি সাহেবের সমভিব্যবহারে ১৭৯৩ সালের শেষে বঙ্গদেশে পহুছিলেন । ডাক্তর কেরি সাহেব কোম্পানি বাহাদুরের অনুমতি না পাইয়াও দেঝাকীয় এক জাহাজআরোহণে ভারতবর্ষে আগত হইলেন ভারতবর্ষে আগমনার্থ কোম্পানি বাহাদুরের অনুমতি চেষ্টা করিলেও অনর্থক হইত যেহেতুক তৎসময়ে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ভারতবর্ষে আপনারদের ধৰ্ম্ম মিথ্যা হইলে যদ্রুপ হয় তদ্রুপ ব্যবহার করিয়া ভারতবর্ষে খ্ৰীষ্টীয়ানধৰ্ম্ম চলনবিষয়ে অত্যন্ত প্রতিকুল ছিলেন অতএব যখন ডাক্তর কেরি সাহেব প্রথম ভারতবর্ষে" আইসেন তখন র্তাহার অভিপ্রায় ছিল যে কোনপ্রকারে ভারতবর্ষের গবর্ণমেণ্ট তাহাকে জানিতে না পান অতএব কিয়ৎকালপর্য্যন্ত কলিকাতাহইতে ২০ ক্রোশ অস্তরিত টাকি অঞ্চলের কতক জঙ্গলভূমি লইয়া আবাদ করিতে লাগিলেন এবং সেইস্থানে তাহার অনেক দুঃখ হইল কিন্তু তাহার কএক মাস পরে মৃত অভনি সাহেব মালদহ ও দিনাজপুরের মধ্যবৰ্ত্তিস্থানে নূতন নীলের কুঠী স্থাপন করিয়া তাহাকে তাহার অধ্যক্ষত কৰ্ম্মে নিযুক্ত করিলেন এবং তাহার সমভিব্যাহারি সাহেবও তদ্রুপ কাৰ্য্য প্রাপ্ত হইলেন । ঐ অঞ্জনি সাহেবের অনুগ্ৰহেতে ভারতবর্ষে থাকিতেও গবর্ণমেণ্ট স্থানে তিনি অনুমতি পাইলেন । ১৭৯৪ সাল অবধি ১৮০০ সালের আরম্ভপর্য্যন্ত ঐ স্থানে থাকিয় প্রথম বঙ্গভাষা পরে সংস্কৃত ভাষা শিক্ষিতে অত্যন্ত যত্ন করিলেন পরে বঙ্গভাষাতে ধৰ্ম্মগ্রন্থ অহুবাদ করিয়া নিকটে ও দূরে খ্ৰীষ্টীয়ানধৰ্ম্ম প্রকাশ ও নানা পাঠশালা স্বীয় ব্যয়েতে স্থাপিত করিলেন । ১৮০০ সালের ১০ জানুআরিতে ডাক্তর কেরি সাহেব শ্রীরামপুরে সমাগত হইয়া শ্ৰীযুত ডাক্তর মাস মন ও শ্ৰীযুত উয়ার্ড সাহেব ও তৎসময়ে আগত ইউরোপীয় অন্যান্ত সাহেবেরদের সঙ্গে মিলিয়া যে মিসনরি সমাজ পরে শ্রীরামপুর মিসননামে বিখ্যাত হইল তাহা স্থাপিত করিলেন। যদ্যপিও পূর্বে ডাক্তর কেরিপ্রভৃতি সাহেবের কোন২ স্বদেশীয় । লোকেরদের ঈর্ষাপাত্র ছিলেন তথাপি শ্রীরামপুরের গবর্ণমেণ্ট ও দেঝাকায় বাদশাহ প্রথমাবধি অদ্যপধ্যস্ত ডাক্তর কেরি সাহেব ও তাহার সহকারিরদের প্রতি অত্যস্ত কৃপা ও আমুকুল্য প্রকাশ করিয়া আসিতেছেন। যে বৎসরে স্ত্রীরামপুরে আসিয়া ডাক্তর কেরি সাহেব বাস করিলেন সেই বৎসরে ধৰ্ম্মপুস্তকের অন্তভাগ বঙ্গভাষাতে অনূদিত হইয়া প্রায় তাবদংশই মুদ্রাঙ্কিত হইল । সেই বৎসরে প্রথম কোন হিন্দু ব্যক্তি খ্ৰীষ্টীয়ান ধৰ্ম্মাবলম্বন করিলেন এবং তৎসময়ে যে খ্ৰীষ্টীয়ান মণ্ডলী কএক জন বিশ্বাসি ব্যক্তি লইয়া আরম্ভ হয় তাহ এইক্ষণে বিস্তারিত হইয়া ভারতবর্ষের মধ্যে মান স্থানে ২৪ মণ্ডলী হুইয়াছে।