পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ -- So ১৮০১ সালে ফোর্ট উলিয়ম কলেজ স্থাপিত হইলে ডাক্তর কেরি সাহেব তাহাতে বঙ্গভাষার এবং একাদিক্রমে সংস্কৃত ও মহারাষ্ট্রীয় ভাষার অধ্যাপকতা কাৰ্য্যে নিযুক্ত হইলেন এতদ্রুপে ভারতবর্ষের নানা স্থানহইতে আগত অতিস্থধী পণ্ডিতেরদের সঙ্গে র্তাহার আলাপ হইল এবং তাহারদের দ্বারা উত্তর হিন্দুস্থানের তাবৎ প্রধান২ ভাষায় ক্রমশঃ ধৰ্ম্মগ্রন্থ অঙ্কুবাদ করিতে সুযোগ পাইলেন । কালেজের ছাত্রেরদিগকে তিনি যে ভাষা শিক্ষাইতে লাগিলেন তাহার সেই ২ ভাষার ব্যাকরণ প্রস্তুত করিতে হইল। এবং বহুবৎসর পরিশ্রম করিয়া অতিবৃহৎ বাঙ্গালা ও ইঙ্গরেজী ডিক্স্যনরি গ্রন্থ প্রস্তুত করিলেন ইত্যাদি নানা গ্রন্থের দ্বারা তিনি প্রায় জগৎব্যাপিয়া ভারতবর্ষীয় ভাষার বিচক্ষণের ন্যায় অগ্রগণ্য হইলেন। পদার্থবিদ্যাতেও তিনি নূ্যন ছিলেন না এবং ইঙ্গলগু দেশহইতে প্রস্থিতহওনের অনেকালপূর্বেই উদ্ভিদ্বিদ্যা ও পশ্বাদি পরিচয়বিদ্যা অভ্যাস করিতেছিলেন এবং ভারতবর্ষে ঐ সকল বিদ্যার বৃদ্ধি ও সংস্কারহণ্ডনের অত্যস্ত সদুপায় হওয়াতে তিনি অবিশ্রাস্তরূপে শক্তিসত্ত্বা পৰ্য্যস্ত অকুসন্ধান করিলেন । এবম্বিধ বিদ্যাভ্যাসের দ্বারা তিনি রক্সবরী ও ভু্যকানন ও হারউইক ও উয়ালিক সাহেবের সহকারী ও মিত্র ছিলেন এবং ইউরোপদেশীয়স্থ প্রধান২ বিধান ব্যক্তিরদের সঙ্গে তাহার লিখন পঠনাদি চলিত এবং তাহারদের স্থানে প্রেরণাদির দ্বারা নূতন২ বৃক্ষ সকলের বিনিময় করিতেন । কিন্তু হিতৈষিতাকার্য্যে ডাক্তর কেরি সাহেব অগ্রগণ্য ছিলেন । গঙ্গাসাগরে বালকহত্য নিবারণবিষয়ে চেষ্টার দ্বারা কৃতকাৰ্য্য হইলেন এবং সতীরীতিবারণের প্রথম চেষ্টক অথবা প্রথম তচেষ্টক ব্যক্তিরদের মধ্যে গণ্য ছিলেন এবং তাহারি উদ্যোগেতে শ্ৰীলশ্ৰীযুত মার্কুইস উএলেসলি সাহেব ভারতবর্ষের রাজশাসনকাৰ্য্যে র্তাহার পর যিনি নিযুক্ত হইবেন তাহার জ্ঞাপনার্থ কৌন্সেলের বহীতে তিনি এমত লিথিয়া গেলেন যে সতীরীতি নিবারণ করা অবশু কৰ্ত্তব্য এবং ষদ্যপি লার্ড উএলেসলি সাহেব বড়সাহেবের পদে থাকিতেন তবে তৎসময়েই তাহা নিবারণ করিতেন । কলিকাতার মধ্যে কুষ্ঠরোগি ব্যক্তিরদের চিকিৎসার্থ এক চিকিৎসালয় স্থাপননিমিত্ত ডাক্তর কেরি সাহেব অত্যন্ত উদ্যোগ করিয়াছিলেন এবং আগ্রিকলতুরাল সোসৈটির সংস্থাপকই তিনি ছিলেন । ফলতঃ যাহার মধ্যে তিনি লিপ্ত ছিলেন না অথবা তিনি ষাহা স্বষ্টি করেন নাই বা মনোযোগপূর্বক যাহার পৌষ্টিকতা করেন নাই এমত হিতার্থ প্রায় কোন উদ্যোগই এতদ্দেশে হয় নাই । বিশেষতঃ খ্ৰীষ্টীয়ান ও মিসনরি ও ধৰ্ম্মগ্রন্থ অনুবাদকরণ কধ্যে ডাক্তর কেরি সাহেবই দেদীপ্যমান ছিলেন । ভারতবর্ষীয় লোকেরদের তাহার কাৰ্য্যের দ্বারা কি পৰ্য্যস্ত বাধ্যতা স্বীকার করিতে হয় তাহা অদ্যাপি তাহারা সম্পূর্ণরূপে জ্ঞাত হইতে পারেন নাই কিন্তু ইহার পরে জ্ঞাত হইবেন এবং উত্তরকালীন লোকেরাও র্তাহাকে ধন্যবাদ করিবেন । বঙ্গ দেশস্থ লোকেরদের এইপ্রযুক্ত জবশ্বাই তাহাকে ধন্য জ্ঞান করিতে হয় যে তাহার পূর্বে বঙ্গীয় সাধু