পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ 33సె বৈঠকহওনবিষয়ে এত্তেলা না দেন তবে কোন তিন জন অংশী ঐ সাত দিবসের এত্তেল দিলে পর ভদ্রুপ এক বৈঠক আপনারাই করিতে পারিবেন। দশম । নীচে লিখিতব্য সাহেব লোকের প্রথম সাধারণ বৈঠকপর্য্যস্ত অধ্যক্ষতা কার্য্যে নিযুক্ত হইবেন । শ্ৰীযুত সর এন্ড বার্ড রয়ন সাহেব । শ্ৰীযুত চালর্স কামরণ সাহেব । শ্ৰীযুত ডিকিন্স সাহেব । শ্ৰীযুত পার্কর সাহেব । শ্ৰীযুত গ্ৰাণ্ট সাহেব । শ্ৰীযুত মাস মন সাহেব । শ্ৰীযুত কলবিন সাহেব । একাদশ । আগামি সাধারণ বৈঠকপর্য্যস্ত শ্ৰীযুত ষ্টকলর সাহেব সংপ্রতি এই সমাজের সন্ত্রশস্ত সেক্রেটরীর কৰ্ম্ম গ্রহণ করিবেন । দ্বাদশ । বঙ্গদেশের শ্ৰীলশ্ৰীযুত গবর্নর সাহেব অতিবদান্যতাপূর্বক ফোর্ট উলিয়ম কলেজের গ্রন্থসকল এই সমাজে অর্পণ করিয়াছেন তন্নিমিত্ত অধ্যক্ষ সাহেবেরা ঐ শ্ৰীলশ্ৰীযুত সাহেবের নিকটে সামাজিক তাবল্লোকের অতিবাধ্যতা স্বীকার করিবেন । ত্রয়োদশ । যে সাধারণ ব্যক্তিরা পুস্তক দানের দ্বারা অথবা অন্য কোনপ্রকারে এই পুস্তকালয়ের উপকার করিয়াছেন তাহারদের নিকটে এই বৈঠকে বাধ্যতা স্বীকার করা যাইবে । চতুর্দশ। প্রবিজনল কমিটির সাহেবের রিপোর্ট প্রস্তুতকরণে এবং এই সাধারণ পুস্তকালয় স্থাপনার্থ পাণ্ডুলেখ্য প্রস্তুতকরণে যে উদ্যোগ ও বিজ্ঞতা ও বিবেচনা প্রকাশ করিয়াছেন তন্নিমিত্ত এই বৈঠকে র্তাহারদের নিকটে বাধ্যতা স্বীকৰ্ত্তব্য । কলিকাতা ১০ নবেম্বর । জে পি গ্রান্ট সভাপতি । ( ৮ অক্টোবর ১৮৩৬। ২৪ আশ্বিন ১২৪৩ ) মেটকাফ ফ্রিপ্রেস পুস্তকালয়। —শুনিয়া পরমাপ্যায়িত হওয়া গেল যে লালদীঘির নিকটে ফ্রিপ্রেস পুস্তকালয়ে এক অট্টালিকা গ্রন্থনার্থ গবর্ণমেণ্ট এক খণ্ড ভূমি এই নিয়মে দান করিয়াছেন যে ঐ অট্টালিকা একতালার অধিক হইবে না । ( ১৫ অক্টোবর ১৮৩৬ । ৩১ অশ্বিন ১২৪৩ ) মেটকাফ পুস্তকালয় –কলিকাতা শহরে মেটকাফনামক পুস্তকালয়ের অট্টালিকা গ্রন্থনাথ নক্সা প্রস্তুত করিতে ও তাহার বরাওদের ফর্দ দিতে মিস্ত্রিরদিগকে আহবানকরা