পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>९२. মংবাদ শত্রে সেনকালের কথা যথাসাধ্য সভাপ্রতি জ্ঞাপন করেন যদিও আমরা কখন সভাতে উপস্থিত হইতে সাবকাশবিশিষ্ট হই নাই কিন্তু এমত কখন শুনি নাই যে ছাত্রেরা যে২ প্রস্তাব করেন তদ্বিযয়ের জনপদের গুণোদয়ের সম্ভাবনা না হয় অপর কোন অধ্যক্ষের সমভিব্যাহারে গমনব্যতিত উক্ত সভাতে প্রবেশ হইবার রীতি নাই কোন জন সভ্যপদে সম্ভাবিত হইবার প্রত্যাশা করিলে প্রথমতঃ সভাকৰ্ম্মনিৰ্ব্বাহককে জ্ঞাপন করা আবশ্বক করে তিনি সভার তদ্বিষয় উত্থাপন করিলে সভ্যদিগের মতামত গ্রহণ করা প্রয়োজন হয় পরে মেজরাট অর্থাৎ মতাধিক্যবিনা নিযুক্ত হইতে পারেন না উইলংটন স্ত্রীটের পূর্ব পাশ্বে শ্ৰীযুত কৃষ্ণকান্ত বস্থজার ভবনে উক্ত ব্যাপারের পরিযাপন হইয়া থাকে. —সম্বাদ কৌমুদী, ৯ সেপ্টেম্বর। ( ২৩ অক্টোবর ১৮৩০ । ৮ কাৰ্ত্তিক ১২৩৭ ) জ্ঞানসন্দীপন সভা —বিশিষ্টশিষ্ট সমূহমান্য গুণিগণাগ্রগণ্য মহাশয়েরদের প্রতি’ পত্রিকাদ্বারা বিজ্ঞাপন করিতেছি। এতন্মহানগরান্ত:পাতি পাথুরাঘাটায় শ্ৰীযুত বাৰু উমানন্দন ঠাকুরের বৈঠকখানা বাটীতে উপরি লিখিত সভা সংস্থাপিত হইয়াছে ঐ সভা প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবারে রাত্রি ইঙ্গরেজী ৭ ঘণ্টার পর ১০ ঘণ্টা পৰ্য্যন্ত হইবেক ঐ সভাতে বহু স্থপণ্ডিত মহাশয়েরা আগমন করিয়া কেবল বিদ্যা বিষয়ক প্রশ্ন ও উত্তরাদি করেন কিন্তু ঐ সভাতে কোন জাতীয় পক্ষপাতি ধৰ্ম্মাধৰ্ম্ম বিষয়ক প্রশ্ন ও উত্তরাদি হয় না অপর যদ্যপি কোন মহাশয় কেবল বিদ্যাবিষয়ক প্রশ্ন প্রেরণ করেন তবে তাহা গ্রহণ করা যাইবেক কিন্তু অন্যবিষয়ক হইলে গ্রহণ করা যাইবেক না সভার নিয়ম । যদ্যপি সভাস্থ সভ্যগণমধ্যে কোন সভ্য মহাশয় স্বীয় কাৰ্য্যামুরোধে ঐ উক্ত নিরূপিত দিবসে না আসিতে , পারেন তবে সম্পাদকসমীপে স্বাক্ষরিত পত্র প্রেরণ করিবেন যদ্যপি পত্র , প্রেরণ না করিয়া পুনঃ২ অনাগমন করেন তবে নিয়মপত্ৰহইতে র্তাহার নাম বহিষ্কৃত করা যাইবেক এতদ্বিষয়াবগত হইয়া র্যাহার এই সভার সভ্য হইতে বাঞ্ছা হইবেক তিনি সম্পাদক সমীপে স্বাক্ষরিত পত্র প্রেরণ করিলেই নিয়মপত্রে তাহার নাম লেখা যাইবেক ইতি । জ্ঞানসন্দীপন সভাসম্পাদকস্ত । ( ৬ নবেম্বর ১৮৩০ । ২২ কাৰ্ত্তিক ১২৩৭ ) শ্ৰীযুত কৌমুদীপ্রকাশক মহাশয়েষ্ণু। আমরা পরম্পরা শুনিতেছি যে চোরবাগাননিবাসি শ্ৰীযুত বাৰু লক্ষ্মীনারায়ণ দত্তের ভবনে ডিবেটং ক্লব নামে এক সভা স্থাপিত হইয়াছে এরূপ সভাস্থাপনে এই প্রত্যাশা যে ইংল্পগুীয় বিদ্যা তদধ্যক্ষগণ মধ্যে বিশেষরূপে বৃদ্ধি হয় তাহার নিয়মেতে এই লিখিত হইয়াছে ষে অধ্যক্ষগণের অপরিমিতরূপে নিযুক্ত হইবেন প্রতি শনিবার সভাস্থাপন করিবেন এবং দুই জন অধ্যক্ষকে প্রতিবারে বক্তৃতাকরণ প্রয়োজন করিবেক মাসই সভাপতি ও কৰ্ম্মসম্পাদকের পরিবর্তন হইবেক