পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ CDDC CYB BBBBT TT ( ১৯ জানুয়ারি ১৮৩৩ । ৮ মাঘ ১২৩৯ ) সৰ্ব্বতত্ত্বদীপিকা সভা —১৭৫৪ শকের ১৭ পৌষ রবিবার দিবা প্রায় দুই প্রহর এক ঘণ্টাসময়ে শিমলা সংলগ্ন শ্ৰীযুক্ত রাজা রামমোহন রায় মহাশয়ের হিন্দু স্কুলনামক বিদ্যালয়ে সৰ্ব্বতত্ত্বদীপিকা নামী সভা সংস্থাপিত হইল । প্রথমতঃ ঐ সভায় সভ্যগণের উপবেশনানন্তর শ্ৰীযুত জয়গোপাল বস্থ এই প্রস্তাব করিলেন যে এই মহানগরে বঙ্গভাষার আলোচনার্থ কোন সমাজ সংস্থাপিত নাই অতএব উক্ত ভাষার আলোচনার্থ আমরা এক সভা করিতে প্রবর্ত হইলাম ইহাতে আমারদিগের এই অনুমান হয় ষে এই সভার প্রভাবে দেশের মঙ্গল হইবেক ইহাতে শ্ৰীযুত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর কহিলেন যে এই সভা স্থাপনাকাঙ্ক্ষিদিগের অতিশয় ধন্যবাদ দেওয়া ও র্তাহারদিগকে সরলতা কহ উচিতকাৰ্য্য যেহেতুক ইহা চিরস্থায়ী হইলে উত্তমরূপে স্বদেশীয় বিদ্যার আলোচনা হইতে পরিবেক এক্ষণে ইঙ্গলওঁীয় ভাষা আলোচনার্থ অনেক সভা দৃষ্টিগোচর হইতেছে এবং তত্তত সভার দ্বারা উক্ত ভাষায় অনেকে বিচক্ষণ হইতেছেন অতএব মহাশয়েরা বিবেচনা করুন গৌড়ীয় সাধুভাষা আলোচনার্থ এই সভা সংস্থাপিত হইলে সভ্যগণের ক্রমশঃ উত্তমরূপে উক্ত ভাষাজ্ঞ হইতে পারিবেন । তৎপরে শ্ৰীযুত জয়গোপাল বস্থ কহিলেন যে এই সভার সম্পাদকত্বপদে শ্ৰীযুত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর স্বীকৃত হইলে উত্তমরূপে ইহার নির্বাহ হইবেক ইহাতে সভ্যগণের সম্মত হইলেন । অপর শ্ৰীযুত নবীনমাধব দে উক্তি করিলেন যে কিঞ্চিৎকালের নিমিত্তে শ্ৰীযুত বাবু রমাপ্রসাদ রায় এই সভাপতি হইলে উত্তম হয় ইহাতেও সকলে আহলাদপুৰ্ব্বক স্বীকার করিলেন তৎপরে শ্ৰীযুত বাবু রমাপ্রসাদ রায় ও খ্ৰীযুত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর স্ব২ স্থানে উপবিষ্ট হইয়া সভ্যগণের সমক্ষে প্রস্তাব করিলেন যে এক্ষণে এই সভার বিশেষ নিয়ম নির্দিষ্টকর কর্তব্য ইহাতে শ্ৰীযুত শু্যামাচরণ সেন গুপ্ত উক্তি করিলেন যে এই সভার নাম সৰ্ব্বতত্ত্বদীপিকা রাখা আমার হাষ্য বোধ হয় ইহাতেও কেহ অস্বীকার করিলেন না । অপর শ্ৰীযুত দ্বারকানাথ মিত্র ও শ্ৰীযুত নবীনমাধব দে কহিলেন যে প্রতিরবিবারে দুই প্রহর চারি দণ্ডসময়ে এই সভাতে সভ্যগণের আগমন হইলে ভাল হয় ইহাতে তাবৎ সভ্যগণের অনুমতি হইল অপর সভাপতি কহিলেন যে বঙ্গভাষাভিন্ন এ সভাতে কোন ভাষায় কথোপকথন হইবেক না ইহাতেও সকলের সম্মতি হইল শ্ৰীযুত নবীনমাধব দে প্রসঙ্গ করিলেন যে প্রতিমাসে সভাপতির পরিবর্ত হইবেক কেন না উত্তম গৌড়ীয় ভাষাজ্ঞ কোন ব্যক্তি যদ্যপি কোন সময়ে উপস্থিত হন তবে তাহাকে রাখিয়া অন্তের সভাপতি হওয়া পরামর্শসিদ্ধ হয় না কিন্তু সম্পাদক যদ্যপি এ বিষয়ে আলস্য না করিয়া সম্পাদনকৰ্ম্মে তাহার বিলক্ষণ মনোযোগ দর্শাইয়া সভ্যগণের সন্তোষ জন্মাইতে পারেন তবে তাহার সম্পাদনকৰ্ম্ম চিরস্থায়ী থাকিবেক নতুবা অন্যকে ঐ পদাভিষিক্ত করিতে হইবেক কিন্তু সংপ্ৰতি এই মাসের নিমিত্তে শ্ৰীযুত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর এই পদে নিযুক্ত হইলেন র্যাহাকে যে কৰ্ম্মে নিযুক্ত করা যাইবেক এক মাসের মধ্যে র্তাহার পরিবর্ত হইবেক