পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కలిడా म्मथ्ब्वाध्न ध्tरद्ध रङमन्काएरूमज्ञत बदsaiा না কোন গ্রন্থেই দৃশ্য হয় মা কোন ইতিহাসেই শুনা যায় আমারদের দেশের পূর্বাবস্থা আর বর্তমান সময়ে বিদ্যার আলোচনা উপলব্ধি করিলে আকাশ পাতালের ন্যায় প্রভেদ জ্ঞান করা উচিত হয় অপর কলিকাতা রাজধানী এবং তদন্তঃপাতি স্থানে যে সকল ছাত্র অধ্যয়ন করিতেছেন তাহারদের সংখ্যা দশ সহস্ৰ হইতেও অধিক হইবেক আর তাহারদের পাঠের জন্য যাহারা প্রবৃত্ত আছেন তাহারা তদবুদ্ধিজন্ত নানাবিধ গ্রন্থদ্বারা পাঠের দিন২ স্থলভ করিতেছেন ইহাও তদবুদ্ধির এক বিশেষ কারণ হয় বিদ্যাদান সৰ্ব্বাপেক্ষাই শ্রেষ্ঠ হয় যেহেতুক বিদ্যা না দস্থ্যকর্তৃক অপহৃত হইতে পারে না ব্যয়েই ক্ষয় হয় না অন্য কোন উপাধিদ্বারাই অপচয় হইবার সম্ভাবনা আছে বরং বিদ্যাশিক্ষাজন্য জ্ঞানোৎপত্তি এবং তন্ধেতু লোকের মোক্ষপদ প্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে এবং অন্য২ নানাবিধ বিদ্যা উপার্জন হেতু বিষয় এবং অর্থ লাভের আশা ও ভদ্বারা পরিবারাদির ভরণাদি ও নানামতে দানাদি ক্রিয়া সমাপনের বিলক্ষণ উপায় হইয়া থাকে অতএব যখন এক বিদ্যার অন্তঃপাতি এতাবৎ লাভের এবং উপকারের সম্ভাবনা রহিয়াছে তখন বিদ্যাপেক্ষা যে অন্যান্য দানের শ্রেষ্ঠত্ব আছে এমত স্বীকার কদাপি করা যাইতে পারে না সুতরাং তস্থাত কিপর্য্যন্ত যশস্বী হইবে তাহা কথন প্রয়োজনাভাব ইত্যাদিসূচক যে পত্রপ্রাপ্তহওয়া গিয়াছিল রক্ষকের অসাবধানতাহেতুক উক্ত পত্রপ্রাপ্তহওয়া যাইতেছে না মুতরাং লেখক, পুনরায় প্রেরণ করিলে প্রচার করা যাইবেক । সং কৌং ( ২১ মে ১৮৩১ । ৯ জ্যৈষ্ঠ ১২৩৮ ) ংস্কৃত বিদ্যার অনুশীলন —ফ্রান্সদেশে সংস্কৃত বিদ্যার প্রধান পণ্ডিত শ্ৰীযুত সে জি সাহেব সংপ্রতি অভিজ্ঞান শকুন্তলা নাটক কাব্য প্রকাশ করিয়াছেন তাহাতে মূল সংস্কৃত এবং ফ্রান্স দেশ ভাষাতে অনুবাদ আছে। ইহার অনেক বৎসর পূর্ব সর উলিয়ম জোন্স সাহেব ঐ গ্রন্থ ইঙ্গরেজী ভাষায় অনুবাদ করেন । রুসীয়ার রাজধানী সেন্ট পিটসবর্গ নগরে আদিলংনামক এক জন শিক্ষক সাহেব সংপ্রতি সংস্কৃত বিষয় রুসীয় ভাষাতে এক গ্রন্থ মুদ্রাঙ্কিত করিয়াছেন তন্মধ্যে ঐ ভাষার নাম কিংমূলক ও তন্নামের কি অর্থ এবং তদ্ভাষার উৎপত্তি এবং প্রাচীনতার বিষয় ও তাহার ব্যাকরণ ও কোষের বিষয় প্রস্তাব করিয়াছেন এবং তাহাতে সংস্কৃত পদ্যৈকদেশ আছে পরে অন্ত ২ ভাষা সংস্কৃত ভাষার সঙ্গে ঐক্য করিয়াছেন এবং সংস্কৃত ভাষায় যে গ্রন্থ আছে ও সেই গ্রন্থের যে২ অনুবাদ হইয়াছে তাহার এক ফদি প্রকাশ করিয়াছেন । শ্ৰীযুত কর্ণল বোডন সাহেব বহুকালাবধি ভারতবর্ষে কোম্পানি বাহাদুরের কৰ্ম্মে নিযুক্ত ছিলেন তিনি সংপ্ৰতি ইঙ্গলগুদেশে অকস্ফোর্ডনামক বিদ্যালয়ে বৃত্তি দিয়া সংস্কৃত ভাষার অধ্যাপকতাপদ স্থাপন করিয়াছেন। অধ্যাপকের বিষয়ে এই নিয়ম হইয়াছে ষে তাহার বয়ঃক্রম পচিশ বৎসরের নূ্যন না হয় ও প্রতিবৎসরে ছাত্রেরদের স্থানহইতে