পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 88s দেশের নানা স্থানে গবর্ণমেণ্ট বালকেরদের বিদ্যাভ্যাসার্থ যে নানা পাঠশালা স্থাপন করিয়াছেন তাহাতে বালকেরদের অত্যুত্তম রীতি ও বিদ্যা ও আচার ব্যবহার হইতেছে এবং তাহারদের বিদ্যার উন্নতি দেথিয়া আমারদের আশ্চৰ্য্য বোধ হইতেছে ফলত: ছাত্রেরদের মধ্যে অনেকে ইঙ্গরেজী বিদ্যাতে সম্পূর্ণরূপ পারদর্শী হইয়াছেন কিন্তু আমারদের খেদের বিষয় এই যে বঙ্গভাষার অনুশীলনবিষয়ে গবর্ণমেণ্টের কিঞ্চিস্মাত্র মনোযোগ নাই ঐ ভাষা এইক্ষণে প্রায় লোপ পাইল । হুগলিপ্রভৃতি নানা স্থানে গবর্ণমেণ্ট বহুতর পাঠশালা স্থাপন করিয়াছেন তাহাতে আমারদের মহোপকার হইতেছে বটে কিন্তু যদ্যপি এতদ্দেশীয় বালকেরদের নিমিত্ত কতিপয় বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন তবে আরো উত্তম হয় । বালকেরদের নিয়ত ইঙ্গরেজী পুস্তক পাঠ করাতে প্রায় বঙ্গভাষাভ্যাসবিষয়ে অঙ্গরাগ গত হইয়াছে বঙ্গভাষা কিছুমাত্র না জানিয়াই ইঙ্গরেজী ভাষা শিক্ষা করে অতএব যদি গবর্ণমেণ্ট অনুগ্রহপূর্বক নানা স্থানে বঙ্গভাষার বিদ্যামন্দির স্থাপন করেন তবে বঙ্গদেশীয় বালকেরা বঙ্গভাষা কিঞ্চিৎ জানিতে *Too l—W. C. G. ( ২৩ জুন ১৮৩৮ । ১৩ আষাঢ় ১২৪৫ ) সংস্কৃত বিদ্যা বিষয়ে গবর্ণমেণ্টের সাহায্য —সংপ্রতি এক সম্বাদ পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে কলিকাতাস্থ আসিয়াটিক সোসাইটির সাহেবের ক্রযুক্ত কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের নিকটে দরখাস্ত করাতে র্তাহারা সংস্কৃত গ্রন্থ মুদ্রাঙ্কিত করণার্থ মাসিক ৫০০ টাকা ব্যয় করিতে স্বীকার করিয়াছেন । ইহা শুনিয়া আমরা পরমাহলাদিত হইলাম যেহেতুক আমারদের নিয়ত এমত বোধ আছে যে সংস্কৃত উত্তম গ্রন্থ সকল লোপ না হয় এবং ঐ সকল গ্রন্থ শুদ্ধ ও উত্তমরূপে মুদ্রিত করা গবর্ণমেণ্টের নিতাস্ত উচিত । - ( ২ ফেব্রুয়ারি ১৮৩৯ । ২১ মাঘ ১২৪৫ ) ...শুনিতে পাই যে সদরলেগু সাহেব জেনেরল ইনিকষ্ট্রিকসেন কমিটির সেক্রেটরি পদ পরিত্যাগ করিবেন এবং তাহার ঐ কৰ্ম্মে ডাক্তর ওয়াইজ সাহেব হুগলির কালেজের কৰ্ম্মের প্রেন্সেপেল আছেন তিনি ঐ কৰ্ম্ম প্রাপ্ত হইবেন । পরস্তু ঐ পাঠশালাতে অন্য এক কৰ্ম্ম খালি হইবে সেই কৰ্ম্ম নির্বাহার্থে অত্যন্ত উপযুক্ত মন্থয্যের সাপেক্ষা করিবে কারণ এই তদ্বিষয়ে বিস্তর সময় অপেক্ষা করিবে প্রধান পাঠশালার ছাত্রদিগের বিদ্যাভ্যাস বিষয়ে অধ্যক্ষতা করিতে হুইবেক । এতন্দ্রপ প্রকাশিত আছে যে সদরলেগু সাহেব তাহার ঐ সেক্রেটরির কৰ্ম্ম অভ্যস্ত পরিশ্রম এবং উৎসাহ দ্বারা কৰ্ম্ম নিম্পন্ন করাতে ঐ কমিটির সাহেবের সদরলেও সাহেব কৰ্ম্ম পরিত্যাগ জন্য অতিশয় ক্ষতি স্বীকার করিবেন ডাক্তর ওয়াইজ সাহেবকে ঐ কৰ্ম্মে নিযুক্ত করাতে আমরা বোধ করি যে সদ্বিবেচনা হইয়াছে পরিবর্ভের কারণ এই ষে ঐ কৰ্ম্মে উক্ত সাহেব প্রবর্ত হইয়া সৰ্ব্বদা নৈপুণ্যরূপে কৰ্ম্ম নির্বাহ করিবেন পরস্তু এই প্রতিজ্ঞাতে আমরা প্রশংসা করি কারণ এই প্রকার বিধান করাতে নিঃসন্দেহে হুগলির ঐ কৰ্ম্ম প্রাপ্তি