পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b- - HBB LSBB BBBBY YsL অতএব উক্ত গ্রন্থ পাঠশালার ছাত্রদিগের অধ্যয়নকারণ পরমযোগ্য এবং তল্লাভগ্রাহক অনেক সম্ভাবনা । v* অপরঞ্চাবগত হইলাম যে পূৰ্ব্বোক্ত সাহেবদ্বারা শ্ৰীযুক্ত মহারাজ বাহাদুরাহুবাদিত রাসেলাসনামা কাব্যগ্রন্থ শ্রীরামপুরের যন্ত্রালয়ে প্রকাশিত হইয়া ৪ তঙ্কায় প্রাপ্তব্য হইবে এমত নিৰ্দ্ধাৰ্য্য করিয়াছেন । ( ১৮ সেপ্টেম্বর ১৮৩৩ । ৩ আশ্বিন ১২৪০ ) কলিকাতার শোভাবাজারনিবাসি শ্ৰীযুক্ত রাজা কালীকৃষ্ণ বাহাদুরের স্থানে আমরা এক গ্রন্থ প্রাপ্ত হইয়াছি ঐ গ্রন্থ তিনি বিনামূল্যে দান করিতে মানস করিয়াছেন গ্রন্থের নাম এই । “সংক্ষিপ্ত সদ্বিদ্যাবলী অর্থাৎ বিবিধ জ্ঞান বিজ্ঞান প্রসঙ্গা” গ্রন্থ প্রকাশের অভিপ্রায় অতিপ্রশংস্ত ঐ গ্রন্থ কেবল একবার চক্ষু বুলানেতেই আমারদের বোধ হইয়াছে যে তাহার অনুবাদ উত্তম হইয়াছে কিন্তু যদি ঐ ভাষান্তর আরো কিঞ্চিৎ সহজ ভাষাতে ভাষিত হইত তবে বিদ্যার্থি বালকেরদের পক্ষে আরো অধিক উপকার জন্মিত । ( १ खून st>७8 ।। २७ জ্যৈষ্ঠ ১২৪১) শ্ৰীযুক্ত রাজা কালীকৃষ্ণ বাহাদুর হিন্দুরদের মধ্যে অতিপ্রসিদ্ধ বেতাল পচিশনামক গ্রন্থ ইঙ্গরেজীতে ভাষান্তর করিয়া অামারদিগকে প্রদান করিয়াছেন। (७ खून s८७९ । २8 ट्रेछJर्छ s२8२ ) [ পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত ] লক্ষণেী –সংপ্রতি শ্ৰীশ্ৰীযুত বাদশাহ কলিকাতার শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরকর্তৃক প্রেরিত স্বকৃত কতিপয় ইঙ্গরেজী গ্রন্থপ্রাপ্তে সন্তুষ্ট হইয়া ৭ পার্চার বহুমূল্য শাল ও কিংখাবের খেলায়ৎ প্রদান করেন । অপর মহারাজের পিতৃম্বন্ত্ৰীয় শ্ৰীযুত বাৰু কৃষ্ণচন্দ্র ঘোষজ উক্ত প্রকরণোপলক্ষে খেলায়ং পাইয়া তদ্রুপ মৰ্য্যাদাম্বিত হইয়াছেন । ঐ রাজধানী স্থাপিত খগোলদর্শন উচ্চ স্থান নিৰ্ম্মাণবিষয়ে ফলোদয়বিধায়ে এইক্ষণে বিশেষ এক গ্ৰহাদি অবলোকন যন্ত্র প্রস্তুত হইয়া ঐ মহতীবিদ্যা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বঙ্গদেশে বিস্তারপ্রযুক্ত নানা বিদ্যালয়ে বিতরণকারণ তথাকার আসিষ্টাণ্ট রেসিডেন্ট কাপ্তান পাটন সাহেব প্রতি বাদশাহের আদেশ হইয়াছে। ( ১৫ আগষ্ট ১৮৩৫ । ৩১ শ্রাবণ ১২৪২ ) নূতন গ্রন্থ —আমরা আহলাদপূর্বক প্রকাশ করিতেছি যে শ্ৰীলশ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ