পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য S@ጫ ( ২২ জুন ১৮৩৩ । ১০ আষাঢ় ১২৪০ ) বিজ্ঞাপন –সংসারপরিহারার্থ হিন্দু লোকদিগের কৰ্ত্তব্যতাবিধায়ক শ্ৰীভবানীচরণ তর্কভূষণকতৃক নানাবিধ শাস্ত্রোদ্ধতসারেতে সংগৃহীত যে নানাবিধ শ্লোক ও ভাষাবাক্যে তদীয়ার্থ এতদুভয়সম্বলিত জ্ঞানরসতরঙ্গিণী নামক গ্রন্থ ৭৬ পেজ বাঙ্গালা অক্ষরে মুদ্রাঙ্কিত হইয়া ১০০ এক শত প্রস্তুত আছে.প্রত্যেকের মূল্য ১ তঙ্কা । ( ৩ আগষ্ট ১৮৩৩ । ২০ শ্রাবণ ১২৪০ ) বিজ্ঞাপন —সকলের জ্ঞাপনার্থ লেখা যাইতেছে সম্প্রতি মহামহোপাধ্যায় ৮মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ভট্টাচাৰ্য্যকতৃক রচিত প্রবোধ চন্দ্রিকানামক গ্রন্থ সাধুভাষাতে উত্তমাক্ষরে উত্তম কাগজে শ্রীরামপুরের মুদ্রাযন্ত্রালয়ে প্রথমবার মুদ্রাঙ্কিত হইয়াছে গ্রন্থের তাৎপৰ্য্যাববোধার্থে নির্ঘণ্ট ছাপাইয়া দপণের সঙ্গে একবার প্রেরিত হইয়াছে তাহাতেই গ্রন্থের তাৎপৰ্য্য জ্ঞাত হইয়াছেন যদি এখনও কেহ জানিতে ইচ্ছুক হন সমাচার পাঠাইলেই পাইতে পরিবেন গ্রন্থের মূল্য ৪ চারি টাকা স্থির হইয়াছে র্যাহার লওনের বাঞ্ছা হয় শ্রীরামপুরের ছাপাখানাতে লোক পাঠাইলে পাইবেন ইহা জ্ঞাপন মিতি । ( ৩১ আগষ্ট ১৮৩৩ । ১৬ ভাদ্র ১২৪০ ) কিয়ৎকাল হইল আমরা এক ক্ষুদ্র গ্রন্থ প্রাপ্ত হইয়াছি তাহাতে বঙ্গাদি প্রদেশীয় জমীদারেরদের এক সমাজ স্থাপনবিষয়ক প্রস্তাব ১৮৩৩ সালের ১৬ জুন তারিখের রিফার্মর সম্বাদ পত্ৰহইতে গৃহীত গৌড়ীয় ভাষাভাষান্তরীকৃত হইয়া কলিকাতার রিফর্মর মুদ্রণ যন্ত্রালয়ে বিনামূল্যে বিতরণার্থ মুদ্রাঙ্কিত হইয়াছে। অতএব অনেককাল পর্য্যস্ত আমারদের কতৃক এই ক্ষুদ্র গ্রন্থ প্রাপণবিষয়ক স্বীকার দর্পণে প্রকাশ না হওয়াতে ক্রটি হইয়াছে। ( ১৫ মার্চ ১৮৩৪ । ৩ চৈত্র ১২৪০ ) বিজ্ঞাপন —সকলের জ্ঞাপনার্থ লেখা যাইতেছে ছন্দোমঞ্জরী ও বৃত্তরত্নাবলী গ্রন্থ উত্তম কাগজে উত্তমাক্ষরে স্ত্রীরামপুরের ছাপাখানাতে ছাপা হইয়া দুই গ্রন্থ এক জেলদে বাইগু হইয়াছে ছাপার মূল্য ॥৩ আট আনা স্থির হইয়াছে র্যাহার লওনের আবশ্বক হয় মোং কলিকাতার পটলডাঙ্গার সংস্কৃত কলেজের পণ্ডিত শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার ভট্টাচার্য্যের নিকট লোক প্রেরণ করিলে পাইবেন ইতি ১৮৩৪ সাল ৩ ফেব্রুআরি। বিজ্ঞাপন —সকলের জ্ঞাপনার্থ লেখা যাইতেছে যে দম্পতীশিক্ষা গ্রন্থ অর্থাৎ সাংসারিক ব্যবস্থা নানা পুরাণাদিহইতে সংগ্রহপূর্বক স্ত্রীরামপুরের ছাপাখানাতে উত্তম কাগজে ও উত্তম বাঙ্গলা অক্ষরে ছাপাইয়া গ্রন্থ প্রস্তুত হইয়া মূল্য ॥• আট আনা স্থির করা গিয়াছে ।