পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ১৬৫ ( ৪ আগষ্ট ১৮৩৮ । ২১ শ্রাবণ ১২৪৫ ) শ্ৰীযুক্ত ব্ৰজনাথ তর্কভূষণ এক পণ্ডিত র্তাহাকে সৰ্ব্বলোকে জ্ঞাত আছেন তিনি এতদ্দেশীয় ভাষায়. এক অভিধান প্রস্তুত করিতেছেন এই অভিধান এতদ্দেশীয় সৰ্ব্বলোকের উপকারক হইবেক কারণ বাঙ্গালা ভাষায় এতাদৃশ অভিধান প্রায় হয় নাই শ্ৰীযুত রামচন্দ্র বিদ্যাবাগীশকতৃক রচিত যে অভিধান যাহা এইক্ষণে ইস্কুলে ব্যবহার্য্য হইতেছে সেই অভিধান যাহারা অধিক বাঙ্গালা শিক্ষা করেন র্তাহারদিগের উপকারক নহে এই ভারি অভিধান পূৰ্ব্ব পূর্বোক্ত সকল অভিধানাপেক্ষ অত্যুত্তম হইবে কারণ ইহা অত্যুত্তম বিজ্ঞ কতৃক প্রস্তুত হইতেছে —জ্ঞানান্বেষণ । ( ১৮ আগষ্ট ১৮৩৮। ৩ ভাদ্র ১২৪৫ ) পারস্য ও বঙ্গভাষাতে অভিধান –আদালতের কার্য্যে পারস্য ভাষা উঠিয়া যাওয়াতে বঙ্গ ভাষার অত্যস্ত সমাদর হইয়াছে। এবং এমত বোধ হইতেছে পূৰ্ব্বকালাপেক্ষ এইক্ষণে ঐ ভাষার পারিপাট্যরূপে ব্যবহার ও তদ্বিষয়ক যত্ন অধিক হইবে র্যাহারা প্রথমে পারস্য ভাষার ব্যবহার করিয়াছেন তাহারদের উপকারার্থ বিজ্ঞবর শ্ৰীযুক্ত জয়গোপাল তর্কালঙ্কার । ভট্টাচাৰ্য্য পারস্ত ও বঙ্গভাষাতে এক অভিধান মুদ্রাঙ্কিত করিয়াছেন তন্মধ্যে পচিশ শতেরো অধিক পারস্ত শব্দের অর্থ বঙ্গীয় সাধুভাষাতে সংগ্ৰহ করিয়াছেন । এইক্ষণে ঐ মহোপকারক বহুমূল্য গ্রন্থ স্বসম্পন্ন হইয়া অত্যন্ত্রমূল্য একটি টাকা মাত্রে স্থিরীকৃত হইয়াছে। ঐ গ্রন্থ দেশীয় লোকের বিশেষতঃ আদালত সম্পৰ্কীয় লোকেরদের অতি প্রয়োজনীয় হইয়াছে । ( ২৫ আগষ্ট ১৮৩৮ । ১০ ভাদ্র ১২৪৫ ) বঙ্গাভিধান —স্বস্তি সমস্ত বিজ্ঞ মহাশয়েরদের বিজ্ঞাপন কারণ আমার এই নিবেদন । বঙ্গভূমি নিবাসি লোকের ষে ভাষা সে হিন্দুস্থানীয় অন্ত ২ ভাষা হইতে উত্তম যে হেতুক অন্তভাষাতে সংস্কৃত ভাষার সম্পর্ক অত্যন্ত্র কিন্তু বঙ্গভাষাতে সংস্কৃতভাষার প্রাচুর্য্য আছে বিবেচনা করিলে জানা যায় যে বঙ্গভাষাতে প্রায়ই সংস্কৃত শব্দের চলন যদ্যপি ইদানীং ঐ সাধুভাষাতে অনেক ইতর ভাষার প্রবেশ হইয়াছে তথাপি বিজ্ঞ লোকেরা বিবেচনা পূৰ্ব্বক কেবল ংস্কৃতানুযায়ি ভাষা লিখিতে ও তদ্ধার কথোপকথন করিতে চেষ্টা করিলে নিৰ্ব্বাহ করিতে পারেন এই প্রকার লিখন পঠন ধারা অনেক প্রধান২ স্থানে আছে এবং ইহাও উচিত হয় যে সাধু লোক সাধুভাষাদ্বারাই সাধুত প্রকাশ করেন অসাধুভাষা ব্যবহার করিয়া অসাধুর ন্যায় হাস্যাম্পদ না হয়েন। অতএব এই বঙ্গভূমীয় তাবৎ লোকের বোধগম্য অথচ সৰ্ব্বদা ব্যবহারে উচ্চাৰ্য্যমাণ যে সকল শব্দ প্রসিদ্ধ আছে সেই সকল শব্দ লিখনে ও পরস্পর কথোপকথনে হ্রস্ব দীর্ঘ ষত্ব ণত্ব জ্ঞান ব্যতিরেকে সংস্কৃতানভিজ্ঞ বিশিষ্ট বিষয়ি লোকের