পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য >ፃ¢ ইত্যাদি দেশের উপকারজনক বিষয় প্রতিজ্ঞাত ছিল তাহ আমার স্মরণে ছিল না ... ১১ আপ্রিল ১৮৩১ সাল। প্রাচীন বিপ্রস্ত । ( ২১ মে ১৮৩১ । ৯ জ্যৈষ্ঠ ১২৩৮ ) নূতন সংবাদপত্র –আড়পুলি নিবাসি শ্ৰীযুত রামজয় বিদ্যাভূষণ ভট্টাচার্য্যের দৌহিত্র শ্ৰীযুত কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় যিনি হিন্দুকলেজে শিক্ষিত হইয়া এক্ষণে ডেবিড হার সাহেবের স্কুলের গুরু মহাশয় হইয়াছেন তাহার পত্রদ্বারা আমরা জ্ঞাত হইলাম তিনি ‘ইনকোয়েরর’ নামক এক সমাচারপত্র প্রকাশ করিবেন ঐ পত্র প্রতি সোমবারে প্রকাশ হইবেক এমত জ্ঞfত হইয়াছি••• —সমাচার চন্দ্রিকা, ১৬ মে ১৮৩১ । ( ২৮ মে ১৮৩১ । ১৬ জ্যৈষ্ঠ ১২৩৮ ) গত ১৭ মে অবধি ইনকোয়েরের নামে ইঙ্গলগুীয় ভাষায় সম্বাদ পত্র এতদ্দেশীয় স্বশিক্ষিত অল্প বয়স্কেরদের দ্বারা প্রকা শারম্ভ হইয়াছে তন্মধ্যে শ্ৰীযুত কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রধান সম্পাদক হন তৎপত্রের ভূমিকার শেষ ভাগ অবলোকনে আমরা বোধ করিলাম যে পত্রের প্রথম ভাগের লিখিত সম্পাদকের স্বীয় উক্তি ব্যতীত প্রায় সমুদয় তৎপত্রস্থিত বক্তৃতা এতদ্দেশীয় হিন্দু বালকেরদের দ্বারা রচিত হইয়াছে এবং রচকেরদের বয়ঃক্রম চতুর্দশ বা পঞ্চদশ বংসরের উৰ্দ্ধ নহে ইহাতে আমরা অবশ্যই আহিলাদিত হইলাম এবং তাহারদের এতাবং অল্প বয়সে যে এরূপ বিদ্যা জন্মিয়াছে ইহাতে বিশেষ অনুরাগ করিলাম —সং কেীং । ( ৪ জুন ১৮৩১। ২৩ জ্যৈষ্ঠ ১২৩৮ ) ইনকোয়েরর –সংপ্ৰতিকার হিন্দু কলেজের ছাত্র শ্ৰীযুত বাবু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কর্তৃক সংগৃহীত ইঙ্গরেজী ভাষায় ইনকোয়েররনামে প্রথম সংখ্যক সম্বাদপত্র এই সপ্তাহে আমরা প্রাপ্ত হইলাম । ঐ অনুপম বিদ্যালয়েতে যে ঈদৃশ শুভ ফল জন্মিতেছে তাহাতে আমরা অতিহৃষ্ট চিত্ত হইলাম। ইঙ্গলগুয়েরা যেমন স্বভাষা অভ্রান্তরূপে সংগ্রহপূর্বক লেখেন তদ্রুপ ঐ বাবু যে তম্ভাষাবিন্যাস করিবেন তাহা প্রায় সম্ভব হয় না কিন্তু যাহা তিনি লিখিতেছেন তাহাতে যে চুক সে যৎকিঞ্চিংমাত্র । এবং তাহার লিখিত সম্ভাববিশিষ্ট অতএব তদ্বারা যে র্তাহার অধিক কৃতকাৰ্য্যতা ও লোকেরদের উপকার ও গ্রাহক বৃদ্ধি হয় আমারদের সতত এতদ্রুপ বাঞ্ছা । । - ( ১১ জুন ১৮৩১ । ৩০ জ্যৈষ্ঠ ১২৩৮ ) দর্পণ ও বাঙ্গাল গেজেট —চঞ্জিকার এক পত্র লেখক দর্পণে প্রকাশিত এক পত্রের উত্তর দেওনেতে কহেন দর্পণ যে প্রথম বাঙ্গলা ভাষায় প্রকাশিত হয় ইহা তিনি স্বীকার করেন না এবং তিনি কহেন যে দর্পণ প্রকাশ হওনের পূৰ্ব্বে গঙ্গাকিশোরনামক এক ব্যক্তি প্রথম বাঙ্গাল গেজেটনামে এক সম্বাদ পত্র প্রকাশ করিয়াছিলেন । ৮