পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ মংবাদ গাত্রে মোকালেৰ কথা ইহাতে আমারদের এই উত্তর যে আমারদের প্রথম সংখ্যক দর্পণ প্রকাশ হওনের দুই সপ্তাহ পরে অনুমান হয় যে বাঙ্গাল গেজেটনামে পত্র প্রকাশ হয় কিন্তু কদাচ পূৰ্ব্বে নহে । চন্দ্রিকার পত্র প্রেরক মহাশয় যদ্যপি অনুগ্রহপূর্বক ঐ বাঙ্গাল গেজেটের প্রথম সংখ্যার তারিখ আমারদিগকে নির্দিষ্ট করিয়া দেন তবে দর্পণের প্রথম সংখ্যার সঙ্গে ঐক্য করিয়া ইহার পৌৰ্ব্বাপৰ্য্যের মীমাংসা শীঘ্র হইতে পারে। যদ্যপি তাহার নিকটে ঐ পত্রের প্রথম সংথ্যা না থাকে তবে ১৮১৮ সালের যে ইঙ্গলওঁীয় সম্বাদ পত্রে তৎপত্রের ইশতেহার প্রকাশ হয় তাহাতে মন্বেষণ করিতে হইবে। যেহেতুক ভারতবর্ষের মধ্যে বঙ্গ ভাষায় যে সকল সম্বাদ পত্র প্রকাশ হয় তন্মধ্যে দর্পণ আদি পত্র ইহা আমরা স্পষ্ট জ্ঞাত হইয়। তৎসল্লম অনিবাৰ্য্য প্রমাণ প্রাপ্ত না হইলে আমনি কদাচ উপেক্ষ করা যাইবে না । ৮ ( ১৯ নবেম্বর ১৮৩১ । ৫ অগ্রহায়ণ ১২৩৮ ) প্রভাকরসম্পাদককতৃক এতদ্দেশীয় লোকেরদের তাবদ্বিষয়ক সপ্তান্তীয় রচনা । -- - শ্ৰীযুত বাবু ভৈরবচন্দ্র চক্রবর্তি মহাশয়ের চটগেয়ে যে অপহারক মেং বাবু কৃষ্ণ ফ্রিঙ্গি হিন্দইউথনামক একখানি ক্ষুদ্র দর্গার পুষ্য পুত্র প্রকাশ করিয়াছে তাহাতে পেটকে ফিরিঙ্গি কুষ্ণা মুচি হিন্দুদিগের কি করিবেন যেহেতু তাহার দক্ষিণ হস্ত ইনকোয়েরর পত্রেই বা এপর্য্যন্ত কি করিলেন যে এইক্ষণে ঐ বাচ্ছা পত্র আচ্ছা হইয়। হিন্দু ধৰ্ম্মের হানি করিবেক ভাল২ বন্দ জেনো তাঙ্গর সাধ্যমতে কণ্ডর করে না কিন্তু আমারদিগের বোধ হইতেছে যে ঐ বাচ্ছা পত্র বন্দ বা পার অভিমতে স্ত জন হয় নাই এ হায়াহীন ভুঞ্জো ভায়ার কৰ্ম্ম কেননা ড্রজে ভায়। ইষ্টিণ্ডিয়ান ও ইনকোয়েরর পত্রদ্বারা কিছু করিতে না পারিয়া এক নেংটে ইঁদুর বাহাদুরকে প্রেরণ করিয়াছেন যেমন মহীরাবণের ব্যাট অহিরাবণ কিন্তু হে ফিরিঙ্গি সাহেব ডুজো ভায়া তুমি হাজার প্রাণপণে পরিশ্রম করিয়া দর্গার থামে তাল ঠকিয়া দলবল সঙ্গে করে ধৰ্ম্মের বিরুদ্ধে লড়াই করিতে এসে কিন্তু কালামেন বাঙ্গালিদিগের ফতে করিতে পারিবে না। অতএব হে ভায়া সামাল ২ তোমার জাকজমকরূপ কুরুতি টুপি কেড়েনিয়ে ফুরুতি ভেঙ্গে দিবে যেহেতু এ দলেও প্রধান যোদ্ধা শ্ৰীযুত ভৈরবচন্দ্র চক্রবর্তী . ( ৩১ ডিসেম্বর ১৮৩১ । ১৭ পৌষ ১২৩৮ ) দর্পণ গ্রাহক মহাশয়েরদের প্রতি নিবেদন । গ্রাহক মহাশয়েরদের মধ্যে অনেকেই সপ্তাহে বারদ্বয় দর্পণ প্রকাশ করিতে আমারদিগকে অনুরোধ করিয়াছেন অতএব এইক্ষণে তাহারদের ইচ্ছাবিষয়সম্পন্নের সময় উপস্থিত জ্ঞান করিলাম। .. এষ্টক্ষণে আমারদিগের মানস হইয়াছে যে ১৮৩২ সালের প্রথমঅবধি করিয়া প্রতি বুধবারে অপর এক দর্পণপত্র প্রকাশ করি । ঐ দ্বিতীয় পত্রে অত্যাবশ্যক না হইলে আমরা কোন ইশতেহার বা এতদ্দেশীয় সম্বাদপত্রহইতে গৃহীত বা প্রেরিত পত্র প্রকাশ করিতে