পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ას-8 যদি বল অনুবাদিকার ন্যায় বিনামূল্যে লোকের দ্বারে ফেলিয়া দিবেক তাহা হইবেক না কেননা শ্ৰীযুত বাৰু প্রসন্নকুমার ঠাকুর অস্বান নহেন রিফরমর কাগজ দুই টাকা করিয়া বিক্রয় করেন তাহাতে অনেক মুনফা আছে অমুবাদিক আমনি দিতে পারেন অন্য লোক কয় দিন দিবেক আর যাহার কোন মূল্য নাই তাহ কে পাঠ করেন অতএব যদি দেশের ভদ্র মহাশয়ের দেশের ভদ্র আকাঙ্ক্ষি হন তবে ছাপার কাগজের বিষয়ে বিশেষ বিবেচনা করুন ইতি । তিং নাং ।” ( ৪ এপ্রিল ১৮৩২ ৷ ২৪ চৈত্র ১২৩৮ ) গবর্ণমেণ্ট গেজেট —সম্বাদ দেওয়া গিয়াছে ষে এই মাসের আরম্ভাবধি কলিকাতা গেজেটনামে গবর্ণমেণ্টসম্পৰ্কীয় এক সম্বাদপত্র অফর্ণন সোসৈটির যন্ত্রালয়ে প্রকাশিত হইবে । ঐ গেজেটে গবর্ণমেণ্টের তাবৎ বিজ্ঞাপন ও ইশতেহার প্রকাশ পাইবে । এইক্ষণকার গবর্ণমেণ্ট গেজেটের পরিবর্তে উপরি উক্ত যন্ত্রালয়ে প্রতি বুধবার ও শনিবার অপরাহ্নে কলিকাতা কুড়িয়রনামক অপর এক সম্বাদ পত্র প্রকাশ হইবে । ( ১১ এপ্রিল ১৮৩২ । ৩১ চৈত্র ১২৩৮ ) কলিকাতা গেজেট । —কলিকাতা গেজেটের ১ সংখ্যা গত শনিবারে । ৭ই এপ্রিল ] কলিকাতায় প্রকাশ হইয়াছে । তাহাতে কেবল গবৰ্ণমেণ্ট এবং নানা আদালতের আজ্ঞা ও ইশতেহার প্রকাশিত আছে এবং লণ্ডননগরে যে গেজেট মুদ্রাঙ্কিত হয় প্রায় তদনুরূপই হইয়াছে । ( ৫ মে ১৮৩২ ৷ ২৪ বৈশাখ ১২৩৯ ) বিজ্ঞান শেবধি –ক্টণ্ডিয়া গেজেট পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে ইউরোপীয় বিষ্ঠাগ্রন্থের অনুবাদকারি সোসৈটি ইতিসংজ্ঞক এক সমাজের দ্বারা বঙ্গভাষায় অতিপরোপকারক বিজ্ঞান শেবধিনামক এক গ্রন্থ প্রকাশ করিতে প্রবৃত্ত হইয়াছেন । এবং ঐ গ্রন্থের ১ সংখ্যা সংপ্রতি প্রকাশিত হইয়াছে। তাহাতে শ্ৰীযুত লার্ড ক্রম সাহেবের বিদ্যার অভিপ্রায় ও উপকার ও আহলাদজ্ঞাপক গ্রন্থের একাশ শ্ৰীযুত আমরচন্দ্র গঙ্গোপাধ্যায় ও শ্ৰীযুত কাশীপ্রসাদ ঘোষজকর্তৃক ভাষাস্তরিত হইয়া ঐ সমাজের দ্বারা প্রকাশ পাইয়াছে এই ১ সংখ্যায় প্রকাশিত এক ইশ তেহারদ্বারা অবগত হওয়া গেল যে ঐ সমাজের অভিপ্রায় এই ষে পরোপকারক গ্রন্থসমূহের পাণ্ডুলেখ্যক্রমে স্বদেশস্থ লোকেরদের উপকারার্থ ইউরোপীয় বিদ্যার গ্রন্থমালা বঙ্গভাষায় অনুবাদ করিবেন । ঐ সকল গ্রন্থের এবং অন্যান্য প্রসিদ্ধ