পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য , Sమt সকলেরি নিকটে বাঙ্গল সমাচার কাগজের অতিশয় অভাব অতএব এইক্ষণে নূতন এক সপ্তাহের সম্বাদ বাঙ্গলা ও ইঙ্গরেজীতে প্রকাশ হইলে অতিশয় দেশের মঙ্গল বৃদ্ধি হইতে পারিবেক ইহার আবশ্বকতা সকলেরি বোধহওয়াতে আমরা সত্যবাদি নামক এক কাগজ নীচের লিখিত নিয়মানুসারে প্রকাশ করিতে মনস্থ করিলাম । ইঙ্গরেজ ও বাঙ্গালিবর্গের নিমিত্তে যে সকল উত্তম২ হিতার্থবিষয় বিদ্যা ও রাজনীতি এবং অন্তই কাগজের সার ও ইঙ্গলগু দেশের বাদশাহের সভায় যে সকল রাজবিষয়ক তর্ক হয় এবং ইউরোপসঙ্ঘটিত দেশের সম্বাদ ও সংক্ষেপরুপ গ্রহণের দ্বারা সত্যবাদি কাগজে প্রকাশ করিব । সত্যবাদি কাগজ প্রতি সোমবার প্রাতে দুই তক্ত শ্রীরামপুরের উত্তম কাগজে মুদ্রাঙ্কিত হইবেক এবং অামারদিগের স্বীয় শক্ত্যনুসারে ছাপার বিষয়ে পরিশ্রম করিব এবং ব্যক্তিসকলের মনোরঞ্জনের নিমিত্ত অর্থ ব্যয়করণের কোন ক্রটি হইবেক না । ইঙ্গর মূল্য মাসে ১ টাকা নিৰ্দ্ধাৰ্য্য হইল । ( ২ জানুয়ারি ১৮৩৬ । ১৯ পৌষ ১২৪২ ) কলিকাতার সম্বাদ পত্র।—বৎসরাবসানসময়ে কলিকাতা রাজধানীস্থ নানা সস্বাদপত্রের নিবৰ্ত্ত পরিবর্তনাদি হইয়াছে । বিশেষতঃ রিফাৰ্ম্মর ও কলিকাতার লিটেরেরি গেজেট স্বাতন্ত্র্যে প্রকাশিত না হইয়া বাঙ্গাল হেরাল্ডভুক্ত হইল । কিন্তু দুষ্ট সম্বাদপত্রসম্পাদক স্বাতন্ত্র্যেই আপনারদের অভিপ্রায়সকল লিখিবেন । এবং কলিকাতা ওরিয়ণ্টল অবজর ( বর ] পত্রসম্পাদকতা ভার পুনৰ্ব্বার শ্রযুত ষ্টকলর সাহেব আপনি গ্রহণ করিলেন । ( ৯ এপ্রিল ১৮৩৬ । ২৯ চৈত্র ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু —সম্পাদক মহাশয় এতন্মহানগর কলিকাতার মধ্যে নানাপ্রকার সম্বাদপত্র অর্থাৎ দর্পণ ও চন্দ্রিকা ও পূর্ণচন্দ্রোদয় ও জ্ঞানান্বেষণপ্রভৃতি অত্যুত্তম শুশ্ৰষণীয় দেশবিদেশীয় নানাবিধ সংবাদে পরিপূরিত হইয়া অতিস্থ শৃঙ্খলন্ধপে প্রকাশ হইতেছে। তন্মধ্যে সম্বাদ পূর্ণচন্দ্রোদয়ের বিষয়ে অম্মদাদির কিঞ্চিৎ অভিযোগ যাহা তাহা নিবেদন করিতেছি । উক্ত সস্বাদ পত্রে সস্বাদের বিষয় অনেক ব্যাঘাত স্পষ্টরূপই দৃষ্ট হইতেছে যেহেতুক প্রথমতঃ ঐ পত্রে স্থানের অল্পতা। তাহাতে শ্ৰীশ্ৰীদুৰ্গা মাহাত্ম্য ও শ্ৰীগুরু মাহাত্ম্য ও পদার্থ প্রবোধ ও নানাবিধ হিতোপদেশ ও সদুপদেশ ও নানাপ্রকার উপহাস ও ইতিহাসপ্রভৃতিতে কতিপয় পৃষ্ঠা পরিপূরিত হইবায় স্থানশূন্যতাপ্রযুক্ত সমাচারবিষয়ক বিষয়সকল অত্যর প্রকাশ হইয়া থাকে । তন্নিমিত্তে সম্পাদক মহাশয় উক্ত সম্বাদপত্রের বাক্যবিন্যাসসকল উত্তম হইয়াও অনেকানেক পাঠকগণের মনোরম্যতার বিল্লভ বিলক্ষণ অবলোকন হইতেছে । আর যদ্যপিও তদ্বিচক্ষণ গুণগ্রাহক সম্পাদক মহাশয় ফালগুণন্ত অষ্টাদশদিবসীয় চন্দ্রিকার ক খ স্বাক্ষরিত পত্রপ্রেরকের প্রতি এতদ্বিষয়ের এক প্রকার চুড়ান্ত উত্তর প্রদান করিয়াছেন তথাপি অম্মদাদি তদুত্তরে নিরুত্তর না হইয়া