পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য 'నమో আছে তাহারা ঐ ভাষা প্রায়ই বুঝে অতএব তাহারদিগকে রোমান অক্ষর চিনাইয়া পড়াইলেই অনায়াসে ঐ ধৰ্ম্মের আলোচনা হইবে•••–পূর্ণচন্দ্রোদয় । (৬ জানুয়ারি ১৮৩৮। ২৪ পৌষ ১২৪৪ ) সম্বাদ গুণাকর –বঙ্গভাষায় সম্বাদ গুণাকরনামক এক অভিনব সম্বাদপত্র খামপুকুরিয়ানিবাসি শ্ৰীযুত বাৰু গিরীশচন্দ্র বস্থকর্তৃক সম্পাদিত হইয়া এই সপ্তাহাবধি প্রকাশ হইতেছে। ঐ সম্বাদপত্র সপ্তাহের মধ্যে দুইবার মঙ্গল ও শুক্রবারে প্রকাশ পাইবে । ঐ অমূল্য গুণাকরের মূল্য কেবল ১ টাকামাত্র স্থির করিয়াছেন । [ ক্যালকাটা কুরিয়র ] ( ৪ আগষ্ট ১৮৩৮ । ২১ শ্রাবণ ১২৪৫ ) আমরা শ্রবণ করিলাম যে গুণাকর সম্পাদক গুণাকর নামক কাগজ প্রতি দিবসে প্রকাশ করিবেন ঐ কাগজ বাঙ্গালা ভাদ্রমাসীয় প্রথম দিবসে প্রকাশ পাইবে কিন্তু ইহার মৰ্ম্ম কিছুই এইক্ষণপৰ্য্যন্ত বুঝিতে পারি না ষে রাজার পক্ষে কিম্বা বিপক্ষে অথবা সৰ্ব্ব বিপক্ষে কিম্বা ব্রহ্মসভার অথবা ধৰ্ম্ম সভার পক্ষে কিম্বা এই সকলের মধ্য হইতে এক টাই বা হয় তাহ। জানিতে পারি না কিন্তু যথার্থ বাদী ও অপক্ষপাতি হয়েন তবে ইহঁাকে আমরা বন্ধুজ্ঞানে আমোদ করিব —জ্ঞানান্বেষণ । ( ১০ মার্চ ১৮৩৮ । ২৮ ফণজ্বন ১২৪৪ ) সম্বাদ পত্র চালান।—কলিকাতা ও মান্দ্রাজ ও বোম্বাই রাজধানীহইতে এতদ্দেশীয় যত সম্বাদ পত্র গত বৎসরের জাঙ্ক অরি মাসের ১ তারিখে এবং বৰ্ত্তমান বৎসরের ফেব্রুজারি মাসের ১ তারিখে ডাকের দ্বারা প্রেরণ হইয়াছে তাহার সংখ্যা আমরা ফ্রেণ্ড অফ ইতিয়া সম্বাদ পত্ৰহইতে গ্রহণ করিলাম । এই সংখ্যাদ্ধারা দৃষ্ট হইবে যে ডাকের দ্বারা প্রেরিত কোন সম্বাদ পত্রের সংখ্যা বৃদ্ধি বা নূ্যন হইয়াছে। কিন্তু প্রত্যেক মুদ্রাষন্ত্রের নিজনগরের মধ্যে কত সম্বাদ পত্র প্রেরণ করা যায় তাহার সংখ্যা নির্দিষ্ট করণের কোন উপায় नॄष्टं श्च न । জানুআরি - ফেব্রুঅারি >booግ >b六ールr সমাচার দর্পণ বাঙ্গল ইঙ্গরেজি రి:R SVථාෂ বোম্বাই দর্পণ মারহাট ও ইঙ্গরেজি 8\○ @ 8 দিল্লী অাখবর পারস্য 象登 \డి o লুধিআন আখবর శ్రీ ՀԵ স্কুলতান অাখবর લે \9 q