পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&98 মংবাদ পত্রে মোকালের কথা ( ১ ফেব্রুয়ারি ১৮৪০ । ২০ মাঘ ১২৪৬ ) রাজা রাজনারায়ণ রায় । ২৭ জামুআরি সোমবার । উক্ত আসামী অদ্য আটচমেণ্ট অনুসারে আদালতে হাজির হইলেন। -- আসামীর স্বকৃতিপত্রে এমত লিখিত ছিল যে শ্ৰীনাথ রায় বৰ্ত্তমান মাসের ১৮ তারিখে মুক্ত হইয়াছেন এবং তদবধি আমার জিন্মায় নাই। পক্ষান্তরে স্বকৃতিপত্রে এমত লিখিত ছিল যে শ্ৰীনাথ রায় আন্দুলের রাজার লোক সমূহেতে বেষ্টিত আছেন এমত অদ্য পূৰ্ব্বাহ্নে দৃষ্ট হইয়াছে। { ২৫ জানুয়ারি ১৮৪০ । ১৩ মাঘ ১২৪৬ ) শ্ৰীনাথ রায় —কল্য রাত্রে আমরা শুনিলাম যে শ্ৰীযুত শ্ৰীনাথ রায়কে পূৰ্ব্বকার কারাগার হইতে উঠাইয়া লইয়৷ শ্ৰীযুত বাবু আশুতোষ দেবের কলিকাতার শহর তলিস্থ উদ্যান বাটীতে কএদ রাখিয়াছে এবং অদ্য পৰ্য্যস্তও তিনি তথায় বদ্ধ আছেন । এই বিষয়ে ইহা মন্তব্য যে শ্ৰীনাথ রায়কে যে ব্যক্তি প্রথম কএদ করেন এবং এইক্ষণে যাহার উদ্যান বাটী তাহার কারাগার হইয়াছে ইহঁার উভয়ই ধৰ্ম্মসভার অন্তঃপাতি মহাশয় । [ কমাশিয়াল অ্যাডভারটাইজার ] অভাগা ভাস্করসম্পাদকের অবস্থা অদ্যাপি গৃঢ়ভাবে আছে নগরস্থ দেশীয় লোকেরদের মধ্যে এমত জনশ্রুতি আছে যে তিনি সীমলা নিবাসি একজন অতিধনাঢ্য বাবুর বাটতে কএদ আছেন এবং তাহার পক্ষ হইতে রাজা রাজনারায়ণ রায়ের নামে যে নালিস হইয়াছে তাহা হইতে ক্ষান্ত হওনার্থ তাহাকে অনেক টাকার লোভ দশাইয়া যত্ন করা যাইতেছে । অতি প্রামাণিক ব্যক্তির স্থানে শুনা গিয়াছে যে অল্প কাল হইল আব্দুল হইতে নীত হইয়া তিনি এইক্ষণে রাজ রাজনারায়ণ রায়ের সম্পৰ্কীয় কোন ব্যক্তির জিন্মায় আছেন । এবং ঐ ব্যক্তি ঐ সম্পাদককে ধূত রাখণের ঝুকি আপনার শিরে লইয়া এই মোকদ্দমা অতি ঘোরাল এবং বিলম্বসাধ্য করণের উদ্যোগ করিতেছেন এবং আইনসম্মত রাজার ষে দণ্ড বিহিত হয় তাহা এড়াইতে চাহেন । সে যাহা হউক শ্ৰীনাথ রায় যে এইক্ষণে প্রাণে২ রক্ষা পাইয়াছেন ইহাই অতি সম্ভোষক বিষয় । [ কুরিয়ার, ২২ জানুয়ারি ? তৎপশ্চাৎ সম্বাদ পত্র পাঠে অত্যস্তাহলাদিত হইলাম যে এইক্ষণে শ্রীনাথ রায় রাজা রাজনারায়ণ রায়ের হস্ত হইতে খালাস পাইয়াছেন এবং ঐ রাজ রাজনারায়ণ রায় স্বয়ং আদালতে উপস্থিত হইয়া জওয়াব দিবেন।

( ১ ফেব্রুয়ারি ১৮৪০ । ২০ মাঘ ১২৪৬ ) শ্রীরাজ রাজনারায়ণ রায় ভাস্কর সম্পাদককে প্রহার করাতে যে মোকদম উপস্থিত