পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՏՀ মংবাদপত্রে মেরকালের কথা এবং অদ্যাবধিও পুরাতন অক্ষরেতে যে কোন লিখিত ও মুদ্রিত পুস্তক জ্ঞাত করাইবার কাহারও প্রয়োজন হয় সেই পুস্তক তাহারা রোমাণ অক্ষরে পরিবর্তন করে তাহাতে প্রায় জগতের সীমাপর্য্যস্ত তাবৎ জ্ঞানি লোক তাহা জ্ঞাত হয়। এই কারণ যদি কেহ এই পরামর্শানুসারে অক্ষরে পরিবর্তনের দোষ করে তবে তাহাকে তুমি এই উত্তর দেও যে এই জগতের মধ্যে অধিক সভ্য ও সৰ্ব্ববিজয়ি ইঙ্গরেজ লোক এই পরামর্শের পরীক্ষা করিয়া যথার্থ পাইয়াছেন । পরীক্ষাদ্বারা জ্ঞানি লোকেরদের বিচার কি কৰ্ম্মের ভদ্রাভদ্র স্থির করা যায় না । অজ্ঞানতাপ্রযুক্ত কোন২ ব্যক্তি অনুমান করেন যে এই বৰ্ত্তমান কল্পিত নকশার ব্যবহার হইলে হিন্দুশাস্ত্র অস্পষ্ট থাকিবে এবং তদগ্রন্থকৰ্ত্তাদিগের গুণেরও বিবেচনা হইবে না কিন্তু ইহার দ্বারা তাহা না হইয়া তাবৎ হিন্দুশাস্ত্র উত্তমরূপে স্পষ্ট হইতে পারিবে এবং তৎশাস্ত্রের } গ্রন্থকারদিগের উচিত সন্ত্রম ও মর্য্যাদা হইবে । অক্ষরের পরিবর্ত হইলে কথার কিম্বা তারিখের অথবা নামের পরিবর্ত হইবে না। এদেশীয় ভাষার তাবৎ শব্দ ও সমুদায় ইতিহাসসম্বন্ধীয় তারিখ এবং তাবৎ মন্থম্ভের ও স্থানের এবং ঘটনার নামের পরিবর্ত হইবে না এবং যে পৰ্য্যন্ত এই নকশার ব্যবহার হইবে সেপৰ্য্যস্ত তাহারা অপরিবর্তনীয় থাকিবে। যদি হিন্দুরা যথার্থরূপ প্রার্থনা করেন যে র্তাহারা আর অধিককাল অজ্ঞান ও মুর্থরূপে গণ্য না হন এবং পৃথিবীর তাবৎ মনুষ্যই জানেন যে তাহারদিগের এত আশ্চৰ্য্য রাশি ২ গ্রন্থ আছে তবে তাহারদিগের উচিত হয় ষে তাহারা শীঘ্র এক প্রধান সভায় একত্র হইয় তাহারদিগের গ্রন্থ ইঙ্গরেজী অক্ষরে লিখিতে ও মুদ্রাঙ্কিত করিয়া প্রকাশ করিতে স্থির করেন । যদি তাহারা ইহা করেন তবে তাবৎ হিন্দুস্থানীয় গ্রন্থকৰ্ত্তার উপযুক্ততা জানিতে পারগ হইবেন । এ নিবেদনের বিষয়ে কাহারও যে কোন সন্দেহ না জন্মে তৎপ্রযুক্ত কোয়ার্টলি রিবিউ নাম গ্রন্থ যাহা গত অক্তোবর মাসে লণ্ডনেতে প্রকাশিত হয় তাহার প্রয়োগ আমরা এ স্থানে করিতেছি । অনেক হিন্দুস্থানীয় পণ্ডিত জানেন যে কেবল ইউরোপ দেশের মধ্যে নহে কিন্তু সমুদায় পৃথিবীর মধ্যে এ গ্রন্থ অতিশ্রেষ্ঠ । ঐ গ্রন্থে যাহা উক্ত আছে তাহ শ্রবণ করুন “যদি সংস্কৃত ইঙ্গরেজী অক্ষরে মুদ্রাঙ্কিত হইত তবে অনেক লোক নিদান সে বিদ্যার প্রধান সোপান - পাইতে পারিত কিন্তু প্রথমেই নূতন বর্ণের কাঠিন্যদর্শনে এ বিদ্যা উপার্জনে তাহারদের উদ্যোগ ভঙ্গ হয়” এইক্ষণে হিন্দুদিগের মধ্যে র্যাহার।২ জ্ঞানবান ও পণ্ডিত র্তাহারদিগের এই অভিলাষের এই উত্তম পথ খোলা আছে । যদি তাহারা তাহারদিগের সকল গ্রন্থ ইঙ্গরেজী অক্ষরে লিখেন তবে তাহারদিগের বিষ্ঠা ও বিজ্ঞতা এবং ধৰ্ম্ম সৰ্ব্বত্র ইউরোপে এবং অন্য তাবৎ শিষ্ট দেশে বিখ্যাত হইবে । তবে এমত অন্ধ কে আছে যে এই বর্তমান কল্পিত নকশার আশ্চৰ্য্য গুণ বিবেচনা করিতে অক্ষম হইবে । হিন্দুদিগের বর্ণমালার পরিবর্তে ইঙ্গরেজী অক্ষরে লিখনের দ্বারা অনেক লভ্য হইবে