পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ২১৩ তাহার কিয়দংশের বিবরণ উপরে কথিত হইয়াছে সে সমস্ত লভোর সংখ্যা সংক্ষেপরুপে লেখা যাইতেছে । ১ ইঙ্গরেজী বর্ণে লিখনের দ্বারা প্রত্যেক হিন্দুস্থানীয় লোকের স্বীয় ভাষা অভ্যাসের যথেষ্ট সুগম হইবে । ২ তদ্বারা তাহার ইঙ্গরেজী শিখিবারও যথেষ্ট সুগম হইবে । ৩ তদ্বারা তাহার ব্যবহার্য্য অনেক অন্য২ দেশীয় বিদ্যোপার্জন সুগম হইবে । ৪ হিন্দুদিগের মধ্যে এইক্ষণে যে পরস্পর বিচ্ছেদ পৃথকভা আছে তদ্বারা তাহার নিবারণ হইয়া তাহারদিগের পরস্পর অনায়াসে ঐক্য ও কথোপকথন ও লিপির দ্বারা আলাপ ও আপন২ ইচ্ছা প্রকাশ সমুদায় দেশে হইবে । - ৫ তদৃশর সামান্ত ক্ষমতাপন্ন ধৈর্য্যাবলম্বি হিন্দুরা এদেশীয় প্রায় তাবৎ বিদ্যাতে ব্যুৎপন্ন হইবে এবং তদ্বারা তাহারা অসংখ্য জাতি ৪ বংশের উপকার করিতে পারগ হইবে । ৬ তদ্বারা বালক ও প্রাচীন ব্যক্তিরা কোন ভাষা যথার্থরূপে লিখিতে ও পড়িতে বিলক্ষণ পারগ হইবেন । -: ৭ ইহা হইলে বালকের প্রয়োজনীয় পুস্তকের মূল্য অনেক কমহওয়াতে প্রত্যেকের পিতা মাতার অধিক লভ্য হইবে । ৮ তাহাতে হিন্দুস্থানীয় তাবৎ পূৰ্ব্বকালীন হিন্দু লোকেরদের কি২ শাস্ত্র আছে তাহা জ্ঞাত হইবে এবং পূর্বকালের জানি গ্রন্থকৰ্ত্তারদের জ্ঞান কত দূর পর্য্যন্ত তাহা জগৎসীমাপৰ্য্যন্ত তাবৎ জ্ঞানি লোকেরদের নিকটে প্রকাশিত হইবে । অতএব প্রার্থন যে অতিউত্তম তাহ এ সমস্ত বিবরণের দ্বারা কি সপ্রমাণ হইবে না এবং ত"ারা যে এদেশীয় মনুষ্যের যথেষ্ট উপকার ও মঙ্গল হইবে তাহার প্রমাণ কি এ সমস্ত বিবরণকতৃক হইতে পারে না । যদি তাহ হয় তবে যাহারা ইহাতে প্রতিবাদী আছেন তাহারা বিপক্ষ অভিপ্রায় না থাকিলেও কি এদেশীয় মনুষ্যদিগের বিপক্ষ মহেন । এবং যাহারা ইহাতে উদ্যোগী তাহারা কি তাহারদিগের মিত্র নহেন। আমরা মহাশয়দিগকে বিজ্ঞ জানিয়া নিবেদন করিলাম মহাশয়েরা ইহার বিবেচনা করিবেন। * হিন্দুস্থানীয় লোকেরদের পরমবন্ধু । a*. বাঙ্গলা ও হিন্দুস্থানীয় কতক কেতাব এইক্ষণে রোমাণ অক্ষরে ছাপা হইয়াছে ঐ পত্রের অনেক পাঠক মহাশয়েরা সেই পুস্তক কিনিতে চাহিবেন অতএব তাহারদিগকে জানান যাইতেছে যে কলিকাতার লালদীর্ঘীর উত্তরপূৰ্ব্বকোণে পুস্তকালয়কৰ্ত্ত অষ্টেল সাহেবের নিকট চিঠি লিখিলে কিম্বা উহার নিকট গেলে অতিঅল্প মূল্যে পাওয়া যাইবে ।