পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२९० HBB CBJ SBBBDD DB aaC চার্লস মেটকাফ একটিং গবর্নর জেনারল বাহাদুর এ বঙ্গদেশস্থ অনাথ প্রজাদিগের প্রতি রুপা করিয়া দুৰ্গম পারস্য এককালে রহিত করিয়া তাহার পরিবর্তে সুগম বাঙ্গল প্রচলিত করেন তবে প্রজাদিগের পরমোপকার হয় কেননা বাঙ্গালির বাঙ্গলা ভাষায় বিলক্ষণ প্রীতি জন্মিবেক । ঐ বিষয়ে কেবল আমার স্বীয় স্বাৰ্থ নহে বরং সমুদয় বাঙ্গালিদিগেরও বটে বিশেষতঃ হিন্দুদিগের কেননা তাহারদিগের নিজ ভাষা সমুদয় বিষয়ে প্রচলিত হইলে হিন্দুধৰ্ম্মের অনুষ্ঠান সম্যক প্রকারে হইতে পারিবেক অতএব বোধ করি যে হিন্দুমাত্রেই ইহাতে প্রতিবাদি হইবেন না । এইক্ষণে মহোপকারক শ্ৰীযুত সর চার্লস থিয়োফিলস মেটকাফ একটিং গবর্নর জেনরল বাহাদুর র্যাহার নিমিত্তে মহামান্য পরম খ্যাত্যাপন্ন শ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টঙ্ক গবর্নর জেনরল বাহাদুর এই অবশিষ্ট স্বখ্যাতি রাখিয়া গিয়াছেন ইহা প্রচলিতকরণে মহামহ স্বথ্যাতি ও পুণ্য গ্রহণ করেন যদ্বারা প্রজারা মুখসিন্ধুর হিল্ললে পারতীয় জলাতনহইতে স্নিগ্ধ হইয়া দেশাধিপতির শ্ৰীবৃদ্ধির প্রার্থনায় কালযাপন করে এবং তদন্তযায়ি শ্ৰীযুত আনরবল উলিয়ম ব্লোন্ট আগ্রার গবর্নর বাহাদুর আপন পদাভিশিক্তে শ্লাঘা বোধ করিয়া ইহাতে মনযোগি হইয়া তিনিও এ বিষয় গ্রহণ করিয়া আপন অধিকার অর্থাং হিন্দুস্থানপ্রদেশে কঠিন পারস্যের পরিবর্তে উজু ভাষা যাহা হিন্দুস্থান সমাজে অতিস্বচলিত আছে তাহা প্রচলিত করিয়া দেশের মঙ্গলসূচক রীতি নীতি প্ৰবৰ্ত্তের দ্বারা মহামহা স্বখ্যাতি গ্রহণ করেন ইহার বিশেষ অণর কি লিখিব যে প্রকার বঙ্গদেশে বাঙ্গল ভাষা চলিত হক্টলে স্থলভ হয় যাহার বৃত্তাস্ত উপরে লিখিলাম হিন্দুস্থানে উছু যাহা দেশ ভাষা ইহা চলিত করিলে দেশাধিপতির ও প্রজাদিগের পরম সস্তোষের কারণ হইবেক কিমধিকং নিবেদন মিতি । ২৪ আপ্লিল সন ১৮৩৫ সাল। সৰ্ব্বজন মনরঞ্জনকরণকারণ কস্তচিৎ কলিকাতানিবাসিনঃ। ( ২২ জুলাই ১৮৩৭ ৮ শ্রাবণ ১২৪৪ ) পারস্য ভাষা উঠাইয়া দেওন ।—আমরা এইক্ষণে পরমাহনাদপূৰ্ব্বক সৰ্ব্বসাধারণকে জ্ঞাপন করিতেছি যে রেবিনিউ কাৰ্য্য নির্বাহাৰ্থ পারস্য ভাষা উঠাইয়া দেওনের এবং তৎপরিবর্ভে দেশীয় ভাষা চলনহওনের যে প্রসঙ্গ হইয়াছে তাহাতে বঙ্গদেশের শ্ৰীলক্রযুক্ত গবর্নর সাহেব সম্পূর্ণরূপে সম্মত হইয়াছেন । শ্ৰীলশ্ৰযুক্তের ইচ্ছা আছে যে ইউরোপীয় কৰ্ম্মকারক সাহেবের পরস্পর লিখন পঠন করিতে হইলে কেবল তাহাতেই ইঙ্গরেজী ভাষার ' ব্যবহার করেন এবং যে সরকারী কার্য্যে প্রজা লোকের ক্ষতি বৃদ্ধি লিপ্ত সেই কাৰ্য্য কেবল তাহারদের ভাষাতেই নির্বাহ হয় এবং শ্ৰীলশ্ৰযুক্ত আরো এই বিবেচনা করিয়াছেন যে তাবদেশীয় কাৰ্য্য দেশীয় ভাষাতেই নিৰ্ব্বাহ করা নিতান্ত মঙ্গলের বিষয় অতএব তাহা যথাসাধ্য শীঘ্ৰ সৰ্ব্বত্র সম্পন্ন হওয়াই পরম মঙ্গল । ইহাতে আমারদের বোধ হয় যে এতদ্রুপ ভাষা পরিবর্তন অতিশীঘ্র দেওয়ানী ও ফৌজদারী আদালতের মধ্যেও হইবে । অতএব বৎসর কএকের মধ্যেই দেশের মধ্যে পারস্তের আর প্রসঙ্গও থাকিবে না । এতদ্বিষয়ক লিপ্যাদি সকল নীচে প্রকাশ করা গেল।