পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য . - ~ * ২২৩ আগমনানন্তর দুই তিন ভাষা শিক্ষাকরণে বহুপরিশ্রম এবং স্বকাৰ্য্যোদ্ধারে গতি ক্রিয়া হয় দ্বিতীয় এদেশস্থ সাধারণ ব্যক্তিরা পারস্য ভাষায় অনভিজ্ঞবিধায় তদ্বোধে অশক্ত থাকেন । প্রথম কারণের উত্তরে আমরা এই বলি যে প্রায় ১০০ এক শত বৎসরের নৈকট্য হইল বৃটিশ গবর্ণমেণ্ট এ রাজ্যের অধিপতি হইয়া ইঙ্গলওঁীয় কাৰ্য্যকারকেরদিগের কর্তৃক পারস্য ভাষা ইত্যাদি শিক্ষানস্থর রাজকৰ্ম্ম যে রূপ নিৰ্বাহ করিতেছিলেন । তাহাতে এপর্য্যস্ত কোন কৰ্ম্ম মন্দ হয় নাই এবং কাহারো বাচনিক নিন্দ প্রকাশ হয় নাই । দ্বিতীয় কথার উত্তরে অস্মদাদির এই বক্তব্য যে সাধারণ ব্যক্তিরা বিশেষ বিদ্যার অভাবে বিষয়াংশের লিখন পড়ন যে কোন ভাষাতেই হউক বিদ্বানের সাহায্যাভাবে সৰ্ব্বদাই বুঝিতে অশক্ত আছেন ও থাকিবেন । এস্থানে গবর্ণমেণ্টকে বিশেষ প্রণিধান করা কৰ্ত্তব্য যে আদালতসম্পৰ্কীয় লিপ্যাদি বিশেষতঃ রোবকারী ও ফয়ছল ও উভয় বিবাদির সওয়াল ও জওয়াব অর্থাৎ উত্তর প্রত্যুত্তর কোন ভাষায় লিখনে সুলভ ও পারিপাট্য ছিল প্রাচীন সাহেব লোকের মধ্যে গুণিগণাগ্রগণ্য শ্ৰীলশ্ৰীযুত আলকজাণ্ডর রাশ সাহেব ও তৎপরে ডবলিউ এচ মেকনাটন সাহেব ও টোবি প্রেন্সিফ সাহেব এফ জি হলিডে সাহেব ও জান রছল কালীন সাহেব ও সি ডবলিউ ইস্মিথ সাহেব ও হেনরী মোর সাহেব ও উলিএম কেরিকেরাপট সাহেব তথা বহুকাল কৰ্ম্মকারী জিমিস পাটল সাহেব ও জান বাড়ু এলিয়ট সাহেব ইহারা পারস্য ও বাঙ্গালা ও হিন্দী ভাষাতে বিজ্ঞোত্তম আমরা বোধ করি অন্যান্য যে সকল সাহেব লোক বেহার ও বাঙ্গলা দেশে কার্য্য করিতেছেন ইহারদিগের তুল্য অন্য কেহ ঐ তিন ভাষাতে সুশিক্ষিত না হবেন অতএব আমরা উপরিউক্ত সাহেবদিগকে এই কথার শালিশ মন্যত করি ষে আদালতসম্পৰ্কীয় লিখন পড়ন ইহারণ পারসী কি বঙ্গীয় ভাষাতে উত্তম ও স্থলভ বোধ করেন নচেৎ গবর্ণমেণ্ট যদি কলিকাতা নিবাসী কতিপয় স্থতার ও তাতী ও ভেলি ও ভাস্কুলী ও বেণ্যে ও সদেগাপ অর্থাৎ চাষাগোওয়ালা আধুনিক ও অমূলক বাবু উপাধিধারী চিনাওয়ারীর দোকানদার চৰ্ম্মপাছক ও মুরগীইত্যাদির বাণিজ্যকারী তথা বাণিজ্যব্যবসায়ি সাহেব লোকেরদিগের মেট সরকার যাহারা হোড়ু ইউডু ও কোওয়াইট ওএল ইত্যাদি দুই চারি কথা ইঙ্গরেজী অভ্যাস করিয়াছেন ও র্যাহারদিগের সভ্যতা এই যে প্রায় বেশু্যালয়ে বাস করেন ও বেস্তারদিগকে আপন পরিবারের নিকট অহরহ যাতায়াত করিতে দোষ জ্ঞান করেন না ও র্যাহারা পথে২ নৃত্যগীত নগরকীৰ্ত্তনাদি করিয়া বেড়ান ও কবিতাইত্যাদি সকার বকরি আপন স্ত্রীলোক পরম্পরাকে অর্থব্যয় করিয়া শ্রবণ করান তাহাতে কিছুমাত্র ঘৃণাবোধ করেন না ঐ সকল বাবুর সাহেবলোকের সমীপে জানান যে পারস্ত প্রচলিত থাকাতে দেশের অনেক অনিষ্ট হইতেছে ঐ কথার প্রামাণ্যতায় যদি গবর্ণমেণ্ট আদালত হইতে পারসী পরিবর্তন করেন নিতান্তই দুখের বিষয় আমরা নিশ্চিত কহিতে পারি যে এদেশস্থ ব্যক্তিদিগের মধ্যে পারস্য ভাষা লিখন পড়নের কিঞ্চিম্মাত্র রসজ্ঞ যিনি হবেন তেঁহ ঐ ভাষা পরিবর্তনে কদাচ সম্মত