পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ মংবাদপত্রে মেকালের কথা ( ৩ মার্চ ১৮৩৮ ৷৷ ২১ ফাল্গুন ১২৪৪ ) হিন্দুস্থানীয় ভাষা।—কথিত আছে যে আগামি জামুআৱি মাসের ১ তারিখ পর্য্যস্ত বঙ্গদেশের তাবৎ আদালত হইতে পারস্ত ভাষা উঠাইয়া যাওনের সীমা স্থির হইয়াছে এবং তৎপরিবর্তে দেশীয় ভাষা স্থাপিত হইবে অতএব এইক্ষণে সদর দেওয়ানী আদালত বিবেচনা করিতেছেন পারস্যের পরিবর্তে র্তাহার কোন ভাষা চলন করিবেন এবং উক্ত আছে যে ঐ আদালত হিন্দুস্থানীয় ভাষা মনোনীত করিয়া বঙ্গদেশের শ্ৰীলশ্ৰীযুত গবর্নর সাহেবকে পরামর্শ দিয়াছেন যে এই আপীল আদালতে তাবৎ মিছিলে হিন্দুস্থানীয় ভাষাতে কৰ্ম্ম নির্বাহ হয় । এই আদালতের তাবৎ জজ ও উকীল ও আমলার সকলই হিন্দুস্থানীয় ভাষা জানেন এবং বঙ্গভাষা চলনের এই প্রতিবন্ধক যে সদর দেওয়ানী আদালতের এলাকায় যত জিলা তাহার তিন অংশের একাংশে হিন্দুস্থানীয় ভাষা চলন আছে। বোধ হয় এই আদালতে, হিন্দুস্থানীয় ভাষার দ্বারা বিলক্ষণ রূপে কাৰ্য্য নিৰ্ব্বাহ হইতে পারিবে। পাঠক মহাশয়েরা' এই বিষয় শুনিয়া পরমাহলাদিত হইবেন যে অত্যন্ত্র দিনের মধ্যে সরকারী তাবৎ কৰ্ম্ম হইতে পারস্য ভাষার ব্যবহার একেবারে উঠিয়া যাইবে । - ( ৩০ জুন ১৮৩৮। ১৭ আষাঢ় ১২৪৫ ) পারস্যভাষা –বঙ্গভাষার পক্ষে আমরা অনেক পত্র প্রকাশ করিয়াছি অতএব এইক্ষণে পক্ষান্তরে প্রাপ্ত একপত্র দর্পণে প্রকাশ করা অামারদের উচিত হয়। যদ্যপি পত্রপ্রেরক মহাশয় পারস্ত ভাষার পক্ষে অনেক প্রকার বক্তৃতা করিয়াছেন বটে তথাপি ঐ ভাষা রহিত করণেতে গবৰ্ণমেণ্টের যেমন বুদ্ধি তদনুরূপ হিতৈষিতাও বোধ হয় দেশীয় লোকেরা আদালতের মধ্যে আপনারদের যে২ মোকদম উপস্থিত করেন পারস্য ভাষার ব্যবহার হওয়াতে তাহ যে কিরূপ চলিতেছে বিশেষ জ্ঞাত হইতে পারিতেন না । এই কথার সত্যতা বিষয়ে কেহই অপহ্নব করিতে পারিবেন না । ষে আমলার চিরকালাবধি পারস্ত ভাষার ব্যবহার করিতেছেন তাহারা অনায়াসে বঙ্গভাষাতে কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে পারেন না বটে ইহা আমরা স্বীকার করি । কিন্তু তাহারদের এই অপটুতা বিষয় এইক্ষণে দিন২ ক্ষীণ হইতেছে এবং উৰ্দ্ধ সংখ্যায় দশবৎসরের মধ্যে আদালতের তাবৎ আমলারা যে রূপ পারস্য ভাষার ব্যবহার করিতেছিলেন তদ্রুপই বঙ্গভাষাতে ব্যবহার করিতে পারিবেন। গত ছয় মাসের মধ্যে অর্থাং যদবধি বঙ্গভাষা প্রচলিত করণার্থ হুকুম জারী হইয়াছে তদবধি এতদ্দেশীয় লোকেরা বঙ্গভাষা শিক্ষাকরণার্থ এবং তাহা উত্তম করণার্থ মহোদ্যোগ করিতেছেন । অল্পকালের মধ্যেষ্ট বঙ্গভাষীয় ব্যাকরণ ও কোষ মুদ্রিত হইবে এবং ঐ ভাষার পারিপাট্য করণার্থ এই ক্ষণে দুই সমাজ অর্থাৎ এক কলিকাতা নগরে দ্বিতীয় ঢাকা নগরে স্থাপিত হইয়াছে। অপর পত্রপ্রেরক মহাশয় এই আপত্তি করেন যে অনেক পারস্তকথা বঙ্গ ভাষার মধ্যে অদ্যাপি গবর্ণমেণ্ট থাকিতে দিতেছেন কিন্তু এই আপত্তি তাদৃশ কঠিন নহে যেহেতুক ঐ সকল কথা বঙ্গদেশের মধ্যে এত কালাবধি চলিত আছে যে তাহা