পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ২২৭ বঙ্গ ভাষার ন্যায়ই জ্ঞান করিতে হয় । এবং আমারদের বোধ হয় যত কাল বঙ্গ ভাষার ব্যবহার থাকিবে তত কালই ঐ সকল ভাষা আদালতের কার্য্যে ব্যবহার হইবে । যেমন অনেক ইঙ্গরেজী কথা যথা জজ ম্যাজিস্ত্রেট কালেকটর কমিস্তনর আপীল ডিক্ৰী ডিসমিস রসীদ ইত্যাদি প্রচলিত হইয়াছে এবং তাহ নিত্য নিরস্তরই ব্যবহার হইবে । বিদেশীয় ভাষার ব্যবহার বিষয়ে লেখ্য যে তাহার মধ্যে যে সকল কথা সাধারণ লোকেরা সংস্কৃতমূলক কথাঅপেক্ষ উত্তমরূপে শীঘ্ৰ বুঝিতে পারেন সেই সকল কথা বিদেশীয় হইলেও পবিবৰ্ত্তন করা নিতান্ত অঙ্কুচিত যথা জজের পরিবর্তে প্রাড বিবাক লিখিলে কে বুঝিতে পরিবে এবং যে সকল পারস্য ও ইঙ্গরেজী কথা বঙ্গদেশীয় কথার অস্তঃপাতি হইয়াছে তাহার পরিবর্তনও এতদ্রুপ বোধ করিতে হইবে । r ( ২৭ অক্টোবর ১৮৩৮ । ১২ কাৰ্ত্তিক ১২৪৫ ) •••এতদ্দেশস্থ যে সকল শিক্ষকগণ বাঙ্গাল বিষয়ে উৎসাহী আছেন তাহারা এতচ্ছ বণে অতিশয় আহলাদিত হইবেন যে শ্ৰীযুত গবৰ্ণমেণ্টে বাঙ্গল বিষয়ে যে সাহায্য করিয়াছেন তদ্বিষয়ের প্রাচুর্য্যাৰ্থ একেডিমিক কমিটির অধ্যক্ষেরা ঐ বিদ্যালয়ে বাঙ্গালা ও হিন্দী স্থাপন করণার্থ মনঃস্থ করিয়াছেন এতকাল পর্য্যস্ত বাঙ্গল শিক্ষণ বিষয়ে বালক গণ পিতাপ্রভৃতির অধীনে থাকিয় তাহারদিগের কথাকুসারে চলিতেন কিন্তু এক্ষণে সৰ্ব্বদা সকল কাৰ্য্যই বাঙ্গলার দ্বারা চলিবে অতএব সুতরাং বাঙ্গল অভ্যাসের আবশ্বকতা আমরা ভরসা করি যে ফিরিঙ্গি ও এতদ্দেশীয়দিগের কথোপকথনের বৈপরীত্যে মিলন হইত কিন্তু এক্ষণে এতদ্দেশীয় ভাষার প্রাচুর্য্যহেতু বিপরীত নিবৃত্তি পূৰ্ব্বক উভয় জাতীয়ে কথোপকথনে মিলন হইবে এতদ্বিষয়ে আমরা বিলক্ষণ কহিতে পারি যে হিন্দু কলেজস্থ ছাত্ৰগণ বাঙ্গল বিষয়ে শৈশবাবস্থায় আছেন অথচ বাঙ্গালার মধ্যে হিন্দু কলেজের প্রধান বিদ্যালয় অতএব হিন্দু কলেজের অধ্যক্ষ এই অপ্রশংসনীয় যে ঐ বিদ্যালয়স্থ এতদেশীয় ছাত্ৰগণ বাঙ্গালা শিক্ষা না করিয়া ভাষান্তর শিক্ষা করেন বিশেষতঃ এক্ষণে বাঙ্গালি প্রতি যে সকল গুরুতর কার্য্যে ভারাপণ হইতেছে সেসকল কাৰ্য্য হিন্দুকালেজস্থ ছাত্ৰগণ বাঙ্গলায় মূর্খতা প্রযুক্ত নিযুক্ত হওনের যোগ্য হইবেন না অতএব আমরা অনুমান করি যে হিন্দুকলেজের অধ্যক্ষগণ একেডিমীক বিদ্যালয়ের [ পেরেন্টাল একাডেমিক ইনসটিটিউশন ] অধ্যক্ষদিগের রীত্যনুসারে বাঙ্গলা বিষয়ে মনোযোগ করিবেন এবং এতদ্দেশীয় দিগের লভোর সম্ভাবনার নিমিত্ত এতদ্দেশীয় ভাষা সংস্থাপন করিবেন । [ জ্ঞানান্বেষণ ] ( ১৩ এপ্রিল ১৮৩৯ । ১ বৈশাখ ১২৪৬ ) সরকারী কৰ্ম্ম নিৰ্ব্বাহাৰ্থ দেশীয়ভাষা ব্যবহার –সরকারী কাৰ্য্য নিৰ্ব্বাহে দেশীয় ভাষা ব্যবহার করণ বিষয়ক বঙ্গদেশস্থ গবর্ণমেণ্টের এক বিজ্ঞাপন দপণৈক স্থানে অর্পণ করা গেল । ইহা অপেক্ষ গুরুতর পাঠক মহাশয়েরদের মঙ্গলামঙ্গল ঘটিত কোন বিৰরণ আমরা প্রায় প্রকাশ করি নাই । এই বিষয় পরীক্ষা লওনাই পারস্ত ভাষা রহিত ও দেশীয় ভাষা