পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S98 সংবাদ পত্রে লোকালের কথা মহাশয়ের মনে কখন উপস্থিত হয় না। তণ্ডুলাদি ভক্ষ্য দ্রব্য কিরূপে স্থলভ হয় ইহার উপায় চেষ্টা আবশ্বক বটে কিন্তু শস্যাদির সুলভত্র এবং দুর্লভত জগদ্বীশ্বরের হস্তগত তবে ভূমিরোপণাদিতে মনুষ্যের কিঞ্চিৎ উদ্যোগাবশ্বকমাত্র কিন্তু পূৰ্ব্বজন্মার্জিত বিদ্যাঃ পূৰ্ব্বজন্মার্জিতং ধনং ইত্যাদি বচনসত্ত্বেও বহুকষ্টে বিদ্যোপার্জন হয় এবং বিদ্যাধনকে মহাধন শাস্ত্রে বলিয়াছেন যথা বিদ্যারত্বং মহাধনং ইত্যাদি অতএব যখন বিদ্যারূপ ষে মহারত্ব তাঙ্গর মূলোৎপাটনের চেষ্টায় চন্দ্রিককার মহাশয় প্রবৃত্ত হইয়াছেন তখন র্তাহাকে দেশের ক্ষতিকারকভিন্ন আর কি বলিব ভারতবর্ষে ইংগ্রগুীয় মহাশয়দিগের অধিকারহওয়াতে তৎস্থানস্থদিগের ইঙ্গরেজী বিদ্যাভ্যাসকরা অত্যাবশ্বক হইয়াছে হিন্দুকালেজ স্থাপনের পূর্বে এতদ্দেশীয় সম্রাস্ত লোকের সন্তানদিগের মধ্যে কেহ২ বহুশ্রম এবং ব্যয়পূর্বক ইঙ্গরেজী শাস্ত্রাভ্যাস করিয়াছিলেন এবং তাহারা স্বীকার করেন যে উক্ত কলেজের ছাত্রেরা অল্প দিবসের মধ্যে স্বল্পায়াসে ইঙ্গরেজী বিদ্যায় যেরূপ পারগ হইয়াছেন ইহা দেখিয়া আমরা: চমৎকৃত হইয়াছি অতএব কালেজ স্থাপনহওয়াতে কি দোষ । এইক্ষণে পরমেশ্বরের কৃপায় এবং বিজ্ঞোত্তম ও অতিধাৰ্ম্মিক ইংগ্লণ্ডীয় মহাশয়দিগের সদ্বিবেচনার দ্বারা এতদ্দেশে হিন্দুকলেজপ্রভৃতি কএকট পাঠশালা স্থাপিতহওয়াতে উপরের লিখিত কুনীতি বা রীতি আর প্রায় দেখা যায় না বরং হিন্দু বালকের ক্রমে জ্ঞানবান এবং বিদ্বান হইতেছেন এবং তদুষ্টে অনেকেরি বিদ্যাভ্যাসে উৎসাহ জন্মিতেছে । অপর আমি পূৰ্ব্বপত্রে লিখিয়াছিলাম যে যাহারদিগের দ্বারা চন্দ্রিকাকারের কিঞ্চিৎ২ লভ্য হইয়া থাকে তাহারদিগেরি মনোরঞ্জন কথা সৰ্ব্বদাই লিথিয়া থাকেন ইহাতে চন্দ্রিককার উত্তর করিয়াছেন যে চন্দ্রিকার গ্রাহকদিগের দ্বারা চন্দ্রিকার মূল্য প্রাপ্ত হইয় থাকেন স্বতরাং তাহারদিগের মনোরঞ্জন কথা লিখিতে হয় । উত্তর চন্দ্রিকার গ্রাহকদিগের দ্বারা তৎপত্রিকার মূল্য যাহা তিনি পাইয়া থাকেন সে লভোর প্রতি আমি কোন কথা কহি না । অপর চন্দ্রিকাগ্রাহকমাত্র সকলেই যে তাহার প্রতি সন্তুষ্ট আছেন একথা আমি কিরূপে বলিব যেহেতুক কএক জন সন্ত্রাস্ত এবং জ্ঞানবান চন্দ্রিকাগ্রাহক মহাশয়ুদিগের সহিত আমার আলাপ আছে তাহারা চন্দ্রিকণপাঠে যত সন্তুষ্ট হইয়া থাকেন তাহা আমি জানি আর সকল চন্দ্রিকাগ্রাহক তাহার প্রতি তুষ্ট কি না তাহা তিনিও জানেন ব্যক্ত করুন বা না করুন । যদি বলেন চন্দ্রিকা পাঠক মহাশয়েরা যদি তাহার প্রতি অসন্তুষ্ট থাকিতেন তবে কেন মুল্য দিয়া চন্দ্রিকা গ্রহণ করিতেছেন । উত্তর চন্দ্রি কাসম্পাদক ব্রাহ্মণ এই অনুরোধে কেহ২ ঐ কাগজ গ্রহণ করিয়া থাকেন কোন২ ধনি লোকের বাটতে চন্দ্রিককার সর্বদ যাতায়াতকরণপূর্বক নানামতে আহুগত্য প্রকাশ করিয়া থাকেন এবং তাহারদিগের মনোরঞ্জন করিতে সৰ্ব্বদাই সমর্থ হন এ নিমিত্তে চন্ত্রিকার মূল্যোপলক্ষে তাহাকে মাসিক কিঞ্চিৎ২ দিয়া থাকেন এবং তদ্ভিন্ন মধ্যে২ প্রকারাস্তরেতেও তাহার উপকার করিয়া থাকেন। এ দেশের ধনি লোকদিগের মধ্যে অনেকে অস্তুগত প্রতিপালক হয়েন