পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২৩৫ বিশেষতঃ অতুগত ব্রাহ্মণের প্রতি কেহ২ বিশেষ অনুগ্রহ প্রকাশ করিয়া থাকেন । কেহ২ বলেন যে ধনি হিন্দুরদিগের মধ্যে কবিতাভক্ত কেহ২ আছেন পূৰ্ব্ব হরু ঠাকুরনামক এক ব্রাহ্মণ কবিতাবিষয়ে বড় খ্যাত ছিলেন র্তাহার নাম অনেকেই জ্ঞাত আছেন এবং পূর্বকালীন ধনাঢ্য হিন্দুরা উক্ত ঠাকুরের কবিতা শ্রবণামোদে সৰ্ব্বদা আমোদিত থাকিতেন এবং তদ্বিষয়ে বহু অর্থ ব্যয় করিতেন । উক্ত হরু ঠাকুরের মৃত্যুহওয়াতে বৰ্ত্তমান কবিতাভক্ত মহাশয়েরা যে শোক পাইয়াছেন যদিস্যাৎ সে শোকের সম্যকপ্রকারে নিবারণহওয়া কঠিন কিন্তু চন্দ্রিকাপাঠে তাহার অনেক নিবারণ হয় এইহেতুক কেহ২ চন্দ্রিক গ্রহণ করিয়া থাকেন যাহা হউক এ বিষয়ে আর অধিক লিখিতে আমি নিতান্ত অনিচ্ছুক —কস্যচিৎ যথার্থবাদিন: | ( ১৪ মে ১৮৩১ । ২ জ্যৈষ্ঠ ১২৩৮) & বাঙ্গলা সমাচার পত্ৰহইতে নীত —শ্ৰীশ্ৰীযুত ইঙ্গলণ্ডাধিপতির অধীন এপ্রদেশে অর্থাৎ স্থবে বাঙ্গলা বেহার উড়িষ্যার মধ্যে যত মনুষ্য আছে ইহণর মধ্যে হিন্দু ৯ নয় কোটি লোক হইবেক তন্মধ্যে কলিকাতfনগরে তাহার সহস্রাংশের একাংশ হইবেক ইষ্টাতে ৪.৫ পাঁচ শত বালক হিন্দুকালেজ এবং অন্যান্য ও মিসিনরিদিগের পাঠাশালায় ইংরেজি বিদ্যাভ্যাস করিতেছে এই বালকগুলির মধ্যে ৩০৷৪০ জন হইবেক নাস্তিক হইয়াছে ইহাতেই কি এদেশের তাবৎ হিন্দুর ধৰ্ম্ম কৰ্ম্ম লোপ হইবেক এমত নহে এবং র্যাহারা এতদ্বিযয়ে চেষ্টিত আছেন তাহারদিগের আশালতা কদাচ ফলবতী হুইবেক না কেননা ইহা অতি যথার্থ ধৰ্ম্ম তাহ অনেকেই জ্ঞাত আছেন বিশেষতঃ মিসিনরি মহাশয়রা প্রায় ত্রিশ বৎসরাধিক হইবেক হিন্দুর ধৰ্ম্মলোপের যত্ন করিতেছেন এপর্য্যন্ত কিছুই করিতে পারেন নাই অতএব আমরা এমত মনে করি না যে এ ধৰ্ম্ম একেবারে লোপ করিতে কণহশর সাধ্য আছে তবে ষে বারম্বার এবিষয় লিখিয়া দুঃখ জানাইতেছি তাহার কারণ এই যে যদি গোপনে কোন বালক অখাদ্যাদি খায় সেই বালক ঘরে গিয়া পিতামাতার সহিত একত্র ভোজন করিবেক এবং হিন্দুর খাদ্যাদিদোষে জাতিপাত হইলে পুনৰ্ব্বার তাহার যথাশাস্ত্র প্রায়শ্চিত্ত করিলে তাহার পরকাল ভাল হইবেক কিন্তু সে ব্যক্তি সমাজে ব্যবহার্য্য হইতে পারিবেক না আর যাহার সন্তানের এতাদৃশ দশ ঘটিবেক তাহার দুঃখের সীমা নাই যেহেতুক পুত্র জীবিত থাকিতে বোধ করিতে হইবেক যে সস্তানের মৃত্যু হইয়াছে কেননা তাহাকে সংসারে রাখিতে পারিবেন না এবং পরে জলপিণ্ডস্থলও মনে করিতে পারিবেন না ইত্যাদি কারণবশতঃ যত্ব করিতেছি রাজা মনোযোগ করিয়া ইহার দমন করেন তবে ভাল হয় পরস্তু ধাৰ্ম্মিক রাজার এমত মানস নহে যে কোন ব্যক্তি স্বধৰ্ম্মচু্যত হয় নতুবা হিন্দুসমূহ মধ্যেও অনেক মোছলমান ইংরেজ ইত্যাদি কি বাস করিতেছেন না আমরা বরঞ্চ এমত বিবেচনা করিব যে কএকজন পাতি ফিরিঙ্গি এদেশে হইল এক্ষণে হিন্দুর ধৰ্ম্ম লোপেছুকদিগকে জ্ঞাত