পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২৩৭ পাঠক মহাশয়ের বিবেচনা করুন লোকের বিষয়কৰ্ম্মের এবং অন্যান্য স্থখ ইচ্ছা রাগরঙ্গাদির চেষ্টা সংপ্রতি ক এক বৎসরাবধি প্রায় রহিত হইয়াছে ইহাতে প্রায় তাবৎ ংসারেই অমুখের সম্বাদ পাওয়া যায় ইহাতে ঐ নাস্তিক পশুদিগের সম্বাদে এমনি বোধ হয় যেমন অস্ত্রাঘাতে হইয়াছে যে ক্ষত তাহাকে লবণাক্ত করা হয় এইক্ষণে এই বিষয়ের গোল নিবৃত্ত হইলে আপাতত কিঞ্চিৎ জ্বালা নিবারণ হয় এ গোল নিবারণ করা রাজাভিন্ন কাহার সাধ্য নহে যেহেতুক যদ্যপি রাজাজ্ঞাক্রমে পূর্ববৎ জাতিমালার এক কাছারী হয় এবং মাজিস্ত্রেটসাহেবদিগের উপর ভারাপণ করেন যে তাবল্লোক আপনার আচার ব্যবহার ধৰ্ম্মযাজন না করিলে দণ্ডপ্রাপ্ত হইবেক এই অজ্ঞা প্রকাশ হইলেই ঐ ব্যলীকের তৎ পর দিবসেই ব্রাহ্মণ দেথিয় কহিবেক ঠাকুর মহাশয় প্রণাম করি দশ জনের সাক্ষাৎ জিহ্মণ হইলে অর্থাৎ হাই উঠিলে রাধাকৃষ্ণ রামনারায়ণ গোবিন্দ কালী দুর্গ ইত্যাদি নাম উচ্চারণপূৰ্ব্বক অঙ্গুলি ধ্বনি করিয়া আস্তিকতা জানাইবেক কেহ বা কোশ লইয়া প্রাতঃস্নানে যাইবেক কেহ তুলসীমালা ধারণ করিয়া সৰ্ব্বদা হরিবোল২ বলিবেক অতএব প্রার্থনা যে শ্ৰীযুত গবর্নর জেনারল বাহাদুর এই হুকুম জারী করিয়া আমারদিগের জাতিধৰ্ম্ম রক্ষণকরণপূৰ্ব্বক পুণ্য প্রতিষ্ঠা প্রাপ্ত হউন এবং ব্যলীক বেটারদিগের তামাসা দেখুন । [ সমাচার চন্দ্রিক, ৯ মে ১৮৩১ ] ( ১৪ মে ১৮৩১ । ২ জ্যৈষ্ঠ ১২৩৮ ) পরম কল্যাণীয় শ্ৰীযুত সম্বাদ প্রভাকর সম্পাদক মহাশয় কল্যাণবরেষু —কতিপয় দিবস গত হইল কলিকাতার এক জন গৃহস্থ আপন পুত্রকে সঙ্গে লইয়া ৮জগদম্বার দর্শনে কালীঘাটে আসিয়া এক দোকানে বাসা করিয়া অবগাহনানস্তর পূজার নৈবেদ্যাদি আয়োজনপূৰ্ব্বক সমভিব্যাহারে । জগদীশ্বরীর সন্নিধানে উপনীত হইয়া তাবতের সহিত অষ্টাঙ্গে প্রণাম করিলেন কিন্তু উক্ত গৃহস্থের মৃসস্তানটি প্রণাম করিলেন না ব্ৰহ্মাদি দেবতার দুরারাধ্যা যিনি তাহাকে ঐ ব্যলীক বালক কেবল বাক্যের দ্বারা সম্মান রাখিল যথা গুড, মাণিং ম্যাডম্ ইহা শ্রবণে অনেকেই শ্রবণে হস্ত দিয়া পলায়ন করিবায় তাহার পিতা তাহাকে প্রহার করিতে উদ্যত হওয়ায় কোন ভদ্র ব্যক্তি নিবারণ করিয়া কহিলেন ক্ষাস্ত হও এস্থানে রাগ প্রকাশ করা উচিত নয় তাহাতে ঐ ব্যলীকের পিতা আক্ষেপ করিয়া কহিল ওরে আমি কি ঝকৃমারি কর্যে তোরে হিন্দুকালেজে দিয়াছিলাম যে তোর জন্যে আমার জাতি মান সমুদায় গেল মহাশয় গো এই কুসন্তানের নিমিত্তে আমি এক ঘর্যে হইয়াছি ধৰ্ম্মসভায় যাইতে পারি না এই সকল খেদোক্তি শুনিয়া অনেকেই সে ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন আমরা শুনিয়াছি কলিকাতার অনেক বাঙ্গালী বড় মানুষ হিন্দুকলেজের অধ্যক্ষত করেন তবে কেন ছেলেরদের এমন কুব্যবহার হয় মহাশয় গো বাঙ্গালী বড় মানুষের গুণের কথা কিছু জিজ্ঞাসা করিবেন না দেখুন দেখি ঘরের টাকা দিয়া কেমন তাবল্লোকের পরকাল টণ্টনে