পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՑօ সংবাদ গাত্রে মোকালের কথা । ধরিয়া লইয়া যায় এই প্রকার দৌরাত্ম্য করিতেছে হাকিমের নিকট নালিশ করিলে মিসিনরিদিগের উপর কোন হুকুম জারী হয় ন৷ অতএব সকলে সাবধান হও আপন২ বালক যে পৰ্য্যন্ত বয়ঃপ্রাপ্ত না হয় সে পৰ্য্যস্ত বিদ্যাভ্যাস নিমিত্ত তাদৃশ কোন পাঠশালায় পাঠাইবা না আমার মত অনেকে সস্তান হারাইয়াছে সেই সকল বালকের জননী বাছা২ বলিয়া ক্ৰন্দন করিতেছে তাহাও অনেকে শুনিয়া থাকিবেন বড়বাজারনিবাসি নীলমণি নন্দির একটি পুত্রকে ঐ মত কৃষ্টাবান্দা আর কএক জন মিসিনরি বাটহইতে বাহির করিয়া লইয়া যায় আর কলিঙ্গ নিবাসি রামমোহন ঘোষের পুত্রকেও তাদৃশ প্রকারে লইয়া গিয়া খ্ৰীষ্টিয়ান করিয়াছে অপর কাশীনাথ চক্রবর্তির এক পুত্র অপর কালু ঘোষনামে আর এক গরীব কায়স্থের পুত্রকে খ্ৰীষ্টিয়ান করিয়াছে আর২ নাম আমার স্মরণ হইল না ইহাই বিবেচনা করিয়া হিন্দু মহাশয়র বিহিত করিবেন মিসিনরিদমনের উপায় থাকে তাহার চেষ্ট করুন না হয় আপনার সাবধান থাকুন রাজাসত্ত্বে ভাগ্যহেতু অরাজকের ন্যায় অবিচার হইতেছে । ইহার পরে আর কি হয় তাহ বলা যায় না অধিক কি লিপিব নিবেদন ইতি ১০ আষাঢ় । পুত্ৰশোকে কাতরস্থ – চন্দ্রিকা । ( ২২ অক্টোবর ১৮৩১ । ৭.কাৰ্ত্তিক ১২৩৮ ) আমরা শুনিতেছি এই বৎসরে শ্ৰীশ্ৰীy শারদীয় মহাপূজার পূৰ্ব্বে যে২ ভাগ্যবন্ত শান্ত দাস্ত মহাশয়েরা ব্রাহ্মণ পণ্ডিতদিগকে বার্ষিক দিয়া থাকেন তাহারা সংপ্রতি আতি সতর্ক হইয়া দিতেছেন যেহেতু নিয়ম হইয়াছে সতীর বিপক্ষদিগের দান র্যাহারা গ্রহণ করিয়াছেন র্তাহারদিগকে দিবেন না । এক্ষণে শুনিতে পাই উল ও বঁাশবেড়িয়া সমাজের চারি পাচ জন অধ্যাপক শ্ৰীযুত মহারাজ শিবকৃষ্ণ বাহাদুরের নিকট আসিয়া কহিয়াছেন আমরা সতীর বিপক্ষের দান অজ্ঞানতো গ্রহণ করিয়াছিলাম ইহাতে যাহা উচিত তাহ করুন এবং এমত প্রতিজ্ঞাও করিতেছি তাদৃশ দান আর কখন গ্রহণ করিব না । অতএব আমারদিগের চিরকালের যে বিত্ত বৃত্তি আছে তাঙ্গ দিয়া মান রক্ষা করুন। রাজা বাহাদুর ঐ মহাশয়দিগের বিষয় আপন সভাপণ্ডিতের প্রতি ভারাপণ করিয়াছেন তাহার শেষ কি হইয়াছে অবগত হইতে পারিলে অবগত করাষ্টতে ক্রটি করিব না । আমরা অবগত হইলাম কৈবল্য প্রাপ্ত বাবু গোপীমোহন ঠাকুরের পুত্রের পৈতৃক বার্ষিক দৈবকৰ্ম্ম ও পিতৃকৰ্ম্ম পালা মত করিয়া থাকেন। এবৎসর শ্ৰীশ্ৰী৮ শারদীয় পূজা শুনিতে পাই শ্ৰীযুত বাৰু প্রসন্নকুমার ঠাকুরের পালা তিনিও উক্ত পূজা পূৰ্ব্বরীত্যমুসারে সুসম্পন্না করিবেন তাহাতে সন্দেহ কি । এক্ষণে ক্ষুদ্র২ নাস্তিকদিগকে আমরা এই কহি যে তাহারা ইস মিস্ ঠিস শিক্ষিয় কহিয়া থাকে যে ইঙ্গরেজী ভাল জানিলে সে ব্যক্তি পুতলা অর্থাৎ দেব দেবীর প্রতিমা পূজা করেন না কিন্তু কএক জন ছোড়া উক্ত বাবুহইতে ইঙ্গরেজী বিদ্যা অধিক শিক্ষিয়াছে ইহ। কেহ সপ্রমাণ করুক ।