পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫২ মংবাদপত্রে মোকালের কথা না ও সেই কন্যাগণ চিরদিনের কারণ বিরহানলে দগ্ধ হইতে না এবং ভূরি২ ক্রণ হত্য হইতে না এসকল কুনীতি এইক্ষণে রাজা ব্যতিরেক অন্য নিবারণ করিতে পারেন না । সম্পাদক মহাশয় আমার এই খেদ উক্তি কএক পক্তি যদ্যপি অনুগ্রহ পূৰ্ব্বক সংশোধিত করিয়া আপনকার অমূল্য দর্পণে স্থানার্পণ করেন তবে দেশাধিপতির কর্ণগোচর হইলে এপ্রকার কুনীতি স্থগিত করিয়া অবশ্যই সুনীতি সংস্থাপন করিতে পারেন ইহাতে দেশের মহোপকার এবং আমার শ্রম সফল হয় নিবেদন মিতি সন ১২৪৬ শাল বাঙ্গলা ৫ অগ্রহণয়ণ । ঐতারাশঙ্কর শর্মণ । নিবাস মাণিকডিহি—মোকাম রংপুর। ( ২৩ এপ্রিল ১৮৩৬ ৷ ‘ ১২ বৈশাখ ১২৪৩ ) কুলীনেরদের বহুবিবাহ –কুলীনেরদের বহু বিবাহ বিষয়ে অনেকবার সকলকে জ্ঞাপন করা গিয়াছে এবং ঐ কুব্যবহারেতে কিপর্য্যস্ত দুঃখ জন্মে তাহাও বিলক্ষণরূপে বর্ণিত হইয়াছে | এতদেশীয় কোন২ সস্বাদপত্রসম্পাদকেরা লিখিয়াছেন ষে এতদ্রুপ বহুবিবাহ এইক্ষণে প্রায় নাই । আমরা পূৰ্ব্বেই জ্ঞাত ছিলাম যে এই কথা নিতান্ত অমূলক এবং এইক্ষণে জ্ঞানান্বেষণহইতে নীচে লিখিতব্য বিবাহিত কুলীনেরদের নামের ফর্দ ও র্তাহারদের বাসস্থান ও কে কত বিবাহ করিয়াছেন তদ্বিবরণ অর্পণ করাতে পূৰ্ব্বোক্ত অপহবের কথা বিলক্ষণ প্রামাণিকই হইল । আমরা এ স্থলে কএক জন কুলীনের নাম ও র্তাহারা কে কত বিবাহ করিয়াছেন তাহাও লিখিতেছি ইহাতে জানিতে পরিবেন এক২ জন কুলীন কত সংখ্যক বিবাহ করিয়া কত২ স্ত্রীলোকের স্বথের কণ্টক হয় । ধাম নাম বিবাহ ময়াপাড়া রামচন্দ্র চট্টোপাধ্যায় స్రీ: জয়রামপুর নিমাই মুখোপাধ্যায় ৬০ আডুয়া রামকান্ত বন্দ্য శ్రీ q মালগ্রাম দিগম্বর চট্টোপাধ্যায় ) نتی নগর খুদিরাম মুখ @8 বলুট দর্পনারায়ণ মুখ & R -নয়কড়ী বন্দ্য 's ֆԵ م সিঙ্গী কৃষ্ণদাস বন্দ্য '. 8 ጓ ফতেজঙ্গপুর শম্ভু চট্টোপাধ্যায় 8 o পাচন্দি রামনারায়ণ মুখ ף כי বিল্পগ্রাম রাধাকান্তু বন্দ্য Woe