পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২৬৫ পূজার প্রথা হইল তদবধি এমন কোন গ্রাম কি শহর কি কোন গোলাগঞ্জ কি বাজার ছিল না যে বারোএয়ারির ঢোলের গোল ঢাকের জাক পাঠার ডাক গোয়ারের হাক না হইয়াছিল তাহাতে কালাকাল বিবেচনা না করিয়া কালামুখোরা কালী পূজোপলক্ষে ঢলাচলি করিত। এইক্ষণে ক্রমে তাহার নূ্যনত হইয়া প্রধান২ অল্প স্থানেমাত্র আছে । এবং কিছু দিন গত হইল নামসংকীৰ্ত্তনের বায়ু কেমন এতদ্দেশীয় লোকদিগকে আক্রমণ করিয়াছিল তাহ৷ সকলেই অবগত আছেন। মাঘ ও বৈশাখ ও কাৰ্ত্তিক মাসে কি শহরে কি গগু গ্রামে প্রতিপল্লীতে হিরাবলী ও নামাবলী অগ্রে খুন্তী নিশান সঙ্গে গদগদ প্রেমতরঙ্গে বাদ্য খোল করতাল কাহারো কেবল করতাল গলে লম্বিত তুলসীমাল পঙ্গপালবৎ এক২ দল বাহির হইয়৷ প্রাতঃকালাবধি দেড় প্রহরপর্য্যস্ত নানা রাস্তা ও নানা গলিতে হরিনাম সংকীৰ্ত্তন ছলে BBBB BBB BBB BBB BB BBB BB BBS BBBB BBBB BBB S BBBBS কবিতাওয়ালার গান কি আখড়াই গানের যত বাহুল্য পূর্বে ছিল এইক্ষণে তাহার অতিঅল্পত হইয়াছে এবং ঝকমারি ও গুখুরিপ্রভৃতি দল এবং সবলোট ও নবলোটইত্যাদি ও পক্ষিপাখালির দল প্রথম অতি দেদীপ্যমান ছিল কিন্তু এইক্ষণে শহরের কোন কোণে আছে তাহার অন্বেষণ করিলেও পাওয়া যায় না ইত্যাদি অনেক২ বিষয় প্রথমতঃ কতক দিন প্রাচুর্য্যরূপে চলে শেষে কালের গ্রাসে অনায়াসে প্রবিষ্ট হয় ---ধৰ্ম্মদত্তস্ত । ( ১ অক্টোবর ১৮৩১ । ১৬ আশ্বিন ১২৩৮ ) ...লেখক অপর জিজ্ঞাসা করেন যে রাজ উপাধি বংশের তাবৎ সন্তান কি রূপে প্রাপ্ত হন তাহাতে আমারদের উত্তর এই যে দেশের এতদ্রুপ রীতি দৃষ্ট হইতেছে ভট্টাচার্য্যের সন্তানমাত্রই ভট্টাচাৰ্য্য উপাধি প্রাপ্ত হইতেছেন এবং যে সন্ত্রান্ত ব্যক্তিরা যে উপাধি প্রাপ্ত হইয়াছেন - তাহার তাবৎ পুত্রেরাই তদুপাধিবিশিষ্ট হইয় থাকেন এইক্রমে vজয়নারায়ণ ঘোষালের তাবৎ পুত্রেরাই আপনারদের পূৰ্ব্বোপাধি রায় লিখিয়া থাকেন ইহা যথার্থ বটে ।- • বাৰু উপাধির বিষয়ে কি কহ যাইবে ইঙ্গলতীয় উপাধি ইসঙ্কৈর র্যাহারদের বিপুল ধন থাকে তাহারদেরি হয় এমত দৃষ্ট হইতেছে কলিকাতার মধ্যে যিনি ইষ্টকনিৰ্ম্মিত গৃহে বাস করেন বিশেষতঃ ঐ অট্টালিকা যদি দোতালা হয় তিনিই বাৰু খ্যাতি পান। অতএব বাবু খ্যাতি প্রাপ্তি বিষয়ে কিছু অনুগম নিয়ম নাই... । ( ৫ নবেম্বর ১৮৩১ । ২১ কাৰ্ত্তিক ১২৩৮ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু —যাহারা অনেক দোষ করিয়া গোপনে রাখিতে চেষ্টা পায় অথচ তাহারদের অপেক্ষাকৃত অপরের অতিলঘু দোষ ব্যক্ত করিয়া ঠাট্টা করায় সচেষ্ট এমত অনেক লোক আছে । চন্দ্রিকাসম্পাদক লিবরালেরদের প্রতি $3