পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ YBBD SDD BBBD DBeKL এক্ষণকার দলপতি মহাশয়েরা উক্ত দলদ্বয়ের দলস্থ সামাজিকমধ্যে গণ্য ছিলেন তাহা কোন দলপতি অস্বীকার করিবেন এমত নহে সে যাহা হউক কিন্তু যিনি যখন কোন দলহইতে নিঃস্থত হইয়া স্বয়ং দল করিয়াছেন তাহার কোন কারণ উপস্থিত হইয়াই হইয়াছে অর্থাৎ দলপতির মতের সহিত অনৈক্য হইলেই প্রায় সকলেই পৃথক হন নিধন ব্যক্তি অন্ত দলে প্রবিষ্ট হইয়া থাকেন ধনবান স্বয়ং দল করেন এই প্রকারেই অনেক দল হইয়াছে তৎপ্রমাণ দেখ উক্ত বাবু শ্ৰীযুত বাবু উদয়চাঁদ দত্তজর দলহইতে পৃথক হইয়া নূতন দল করিলেন কিন্তু আশুতোষ বাবুরদিগের ব্যবহারে আমরা সন্তুষ্ট হইয়াছি যেহেতুক প্রায় নূতন দলপতিরা তাহারদিগের পূর্বের দলপতির সহিত প্রীতি বিচ্ছেদই করিয়াছেন কিন্তু ইহঁার দত্ত বাবুর সহিত অনাত্মীয়তা বা অস্থজনতা কিছুই প্রকাশ পায় নাই...। অপর এক্ষণে যে সময় উপস্থিত ইহাতে যত দলের বৃদ্ধি হয় ততই মঙ্গল কেননা বহুলোক বহু দলপতি হইলে বিলক্ষণরূপে দলের আঁটা আঁটি থাকিতে পারে তাহা হইলে । লোক কুপথগামী হইতে পারে না কেননা ধৰ্ম্মবিষয়ে সকল দল ঐক্য আছে এক দলপতি এক ব্যক্তিকে স্থগিত করিলে কোন দলপতি তাহাকে গ্রহণ করিবেন না ধৰ্ম্মসভার এই নিয়ম আছে ইহাতেই কহি বহু দল হইলে কেহই অসন্তুষ্ট নহেন। এক্ষণে আমরা প্রার্থনা করি যিনি যখন নূতন দলপতি হইবেন তিনি ধৰ্ম্মসভার রীতানুসারে সমাজে জ্ঞাপন করিয়া সুখে উচ্চ মৰ্য্যাদাম্বিত হইয়া ধৰ্ম্ম রক্ষণ করুন –চন্দ্রিক। ( ১ জুলাই ১৮৩৭ ৷ ১৯ আষাঢ় ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু —ধৰ্ম্মসভাদলস্থ কস্যচিজনস্ত নিবেদনং | কলিকাতা মহানগরীতে কতকগুলি ভদ্রলোকে ধৰ্ম্মসভা ও ব্রহ্মসভা সংস্থাপন করিয়া দলাদলিতে নিযুক্ত আছেন তাহাতে দলপতি মহাশয়দিগের প্রিয় এবং অনুগ্রাহ একৈক জন অধ্যক্ষ আছেন । ইহঁারা দলস্থ কোন ভদ্রলোক কিম্বা ব্রাহ্মণ পণ্ডিত দৈবাৎ কোন সংসর্গ করিলে ধৰ্ম্মসভাধ্যক্ষকে এবং দলপতি মহাশয়দিগকে কহিয়া তাহারদিগের শাসন করেন কিম্বা রহিত করেন । কিন্তু অধ্যক্ষ মহাশয়রা আপনারা যে কৰ্ম্ম করেন তাহাতে কোন দোষ নাই তাহার সাক্ষ্য বাগবাজার সাকিমের শ্ৰীযুত শম্ভুচন্দ্র বাচস্পতি ভট্টাচাৰ্য্য : শ্ৰীযুত আশুতোষ বাবুর দলাধ্যক্ষ । বাচস্পতি পিতার আদ্য শ্রাদ্ধে আগেরপাড় সাকিমের শ্ৰীযুত কৃষ্ণচন্দ্র বিদ্যাভূষণ ও বৈদ্যনাথ বিস্তারত্ব এই দুই জন শ্ৰীযুত কালীনাথ মুনসির দলস্থ ইহারদের নিমন্ত্ৰণ করিয়া লইয়া সভা করেন এবং শ্ৰীযুত শিবনারায়ণ ঘোষের দলস্থ শ্ৰীযুত নীলমাধব শিরোমণি এবং শ্ৰীযুত কালাচাদ বাবুর দলস্থ শ্ৰীযুত খাম তর্কভূষণ ইহঁারদের নিমন্ত্রণ করেন। খাম তর্কভূষণ বাচস্পতির বাট গিয়াছেন এ কথা শুনিয়া শ্ৰীযুত কালীনাথ মুনসির দলস্থ লোকের সহিত সভা করিয়াছেন বলিয়া নিজদলে তর্কভূষণকে রহিত করেন । আশুতোষ বাবুর দলাধ্যক্ষ বাচস্পতি ভট্টাচাৰ্য্য শ্ৰীযুত বাবু রাধাকৃষ্ণ মিত্রের প্রিয়পাত্র