পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৮ SSBBBB SBBY BBBD DBaLL দিগকে কহিয়াছেন যে ঐ শ্ৰীযুক্ত সাহেব স্বয়ং তথায় উপস্থিত হইয়া পোলীস আমলারদিগকে তদ্বিষয়ে অতিশক্ত হুকুম দিলেন বিশেষতঃ তিনবার অর্থাৎ পূৰ্ব্বাহ্নে ও মধ্যাহ্নে ও সায়াহ্নে ঢেড়রার দ্বারা ঘোষণা এমত করা গেল যে মাজিস্ত্রেট সাহেব জুয়াখেলা করিতে নিষেধ করিয়াছেন এবং এই আজ্ঞা যে উল্লঙ্ঘন করিবে তাহার উচিতমত দণ্ড হইবে। পরে সরকারী আমলারা বরকন্দাজ লইয়া রাস্তায় ইতস্ততে ভ্ৰমণ করিতে লাগিলেন । এবং ঐ স্থঝুমক্রমে যে গোস্বামিরা সামান্ততঃ ঐ জুয়াখেলার লভোর কিঞ্চিৎ২ অংশ পাইয়া থাকেন তাহারাও তাহা বারণার্থ লোকত উদ্যোগী ছিলেন । যে চীনীয়ের দলে২ ঐ স্থানে রীতিমত মেজ সমেত আসিয়াছিল তাহারা হতাশ হইয়া কিঞ্চিৎকাল ভ্রমণের পর পরিশেষে আপনারদের বাক্স বন্দ কুরিয়া রিক্ত হস্তে কলিকাতায় ফিরে গেল তথাপি শুনা গেল যে বাটীর মধ্যে কোন২ স্থানে দ্বার বন্দ করিয়া খেলা হইয়াছিল এবং শ্ৰীযুক্ত মাজিস্ত্রেট সাহেব এই কুকৰ্ম্মের সমূলোৎপাটনার্থ যদি নিতান্ত চেষ্টক হন তবে আগামি বৎসরে আরো । কঠিন কড়াকড় চৌকি রাখিবেন । আগামি বৎসরে এই বিষয় তাহণকে স্মরণার্থ আমরাও কিছু মাত্র ক্রটি করিব না। যদ্যপি এই অতিপ্রসিদ্ধ নরক নিতান্তই উচ্ছিন্ন হইতে পারে তবে কলিকাতা ও তচ্চতুৰ্দ্দিকস্থ এতদেশীয় লোকের মহোপকাররূপ স্বৰ্গ হইবে । এই উৎসবসময়ে দেশীয় নানা দিকৃহইতে মহাজনত উপস্থিত হয় । ইহাতে এই জুয়াখেলা নিমিত্ত যে মহা ক্ষতি তাহা অতি দূর২ দেশের মধ্যেও বিস্তার হইয়া থাকে। ঐ মহাপাপ স্থানে প্রতি বৎসরে লক্ষ২ টাকা অপহৃত হওয়াতে শত২ বংশু একেবারে জন্মের মত দরিদ্র হইয়া যায়। ঐ বার্ষিক উৎসবে এইপৰ্য্যস্ত যে মহাজুয়া চলিতেছিল তাহাতেই ঐ উৎসব অতিপ্রসিদ্ধ হইয়াছে । শ্রীরামপুরস্থ রাস দর্শনার্থ ইহার পূৰ্ব্বে কলিকাতারাজধানীহইতে বহুতর লোক আসিত কিন্তু যদবধি ৬ প্রাপ্ত হলনবর সাহেব জয় উঠাইয়া দিলেন তদবধিই এই রাসের জণক ভাঙ্গিয়াছে । ( ১৮ নবেম্বর ১৮৩৭ । ৪ অগ্রহায়ণ ১২৪৪ ) সম্পাদক মহাশয় প্রতি বৎসরে খড়দহ গ্রামে শ্ৰীযুত মহাবংশু গোস্বামিদিগের yশ্ৰীশ্ৰী শু্যামসুন্দর ঠাকুরের রাস যাত্রা মহোৎসবে কাৰ্ত্তিকী পূর্ণিমাবধি তিন দিন ব্যাপিয়া দিবা রাত্রি চতুর্দিক নুনাধিক ২• ক্রোশ হইতে নানা স্থানীয় স্ত্রীপুরুষ সাধারণ বহুতর লোকের সমাগম হইয়া থাকে। অতএব ঐ মহোৎসব এতদ্দেশীয় লোকের পক্ষে একপ্রকার আনন্দজনক বটে কিন্তু মহা খেদের বিষয় এই তাহাতে যে দুইটা মহানিষ্ট ব্যাপার অর্থাৎ অনেক লোকের ধন প্রাণ উভয় নষ্ট হয় যেহেতুক ঐ মহোৎসবের জাকের প্রধানাঙ্গই ফড়খেলা । তাহাতে এতদ্দেশীয় অনেক ভদ্র সন্তানের সর্বনাশ হইয়া যায় ইতোর লোকের