পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮২ TDDDD SSBBB SBBB BB LL তারিণীচরণ কবিরাজের বাটীতে সৰ্ব্ব মনোরঞ্জনার্থ প্রকাশ করিয়াছিলেন সেই কাব্য অল্প দিবসের মধ্যে এমত অপূৰ্ব্ব হইবেক আমারদিগের স্বপ্নের অগোচর আবালবৃদ্ধ ললনা কুলবধুপ্রভৃতি তদর্শনার্থ বৈদ্যরাজের ভবনে গমন করিয়া সৰ্ব্বশর্কর আনন্দসাগরে মগ্ন হইয়া যাপন করিয়াছিলেন। কিয়দিবস পরে শ্ৰীযুত রামরতন দ্বিজবিচক্ষণ মহাশয়ের বাটতে যাত্রাহওয়াতে দলাধিপতি মহাশয়ের আজ্ঞানুসারে শ্ৰীযুত রামচন্দ্র সরকার বাবুর কোন বিশেষ গুণাগুণ প্রকাশ হইয়াছিল তন্নিমিত্তে ঐ বাবুজী ক্রোধানলে দগ্ধ হইয়া দ্বিজপক্ষে চন্দ্রকান্ত যাত্রার উপলক্ষে যাত্রা সংগ্ৰহ করিতেছেন। ৭ পৌষ বুধবার শ্ৰীযুত সুধাকরসম্পাদক মহাশয় প্রকাশ করিয়াছেন ষে ঐ বাবুর ৫ • • • পাচ সহস্র মুদ্রা ব্যয় হইয়াছে সে সকলি অলীক কারণ অদ্যাবধি তদ্বিষয়ে পাচ পয়সাও খরচ হয় নাই অনুভব হয় যে মুদ্রা অভাবে যাত্রা শীঘ্র অযাত্রা হইবেক কেননা যে সকল নববাবুরা নবঅমুরাগে নির্ভর করিয়া স্ব২ অভিলাষ পুর্ণার্থে ঐ কাব্যে কাব্য করিতে প্ৰবৰ্ত্ত হইয়াছিলেন বাবুজীকে কাবু করিতে না পারিয়া আপন২ স্থানে পয়ান করিয়াছেন। বাবুজী এক পয়সার মা বাপ কেবল বাবু নাম ধারণ করেন এইমাত্র । কস্যচিৎ তীর্থযাত্রিণঃ । ( ২১ এপ্রিল ১৮৩২ ৷ ১০ বৈশাখ ১২৩৯ ) জজসাহেবেরদের প্রতি বিদ্রুপ –এতন্নগরে কিছুকাল পূৰ্ব্বে অনেক স্থানে অর্থাৎ পাড়ায়২ সথের যাত্রার দল হইয়াছিল তৎপরে সেই সৰ্থে এখানকার লোকের ওয়াক উঠিবাতে পল্লিগ্রামে গেল শেষ অনেক ইতর লোক তাহা অভ্যাস করিয়া জীবনোপায় করিতেছে সংপ্রতি এই নগরের ধনাঢ্য লোকের সস্তানেরা ইঙ্গরেজী মতের যাত্রার সংপ্রদায় করিয়াছেন এ সম্বাদ বড় রাষ্ট্রহওয়াতে কোন স্বরসিক বিবেচক এক নাটকগ্রন্থের পাণ্ডুলেখ্য অামারদিগের নিকট পাঠাইয়াছেন তাহার অভিপ্রায় ঐ বাবুরা যদি উক্ত নাটক মত যাত্রা করেন তবে লোকের আশু আনন্দ জন্মিতে পারে । , , , ( ৫ জানুয়ারি ১৮৩৯ । ২২ পৌষ ১২৪৫ ) যেমন শীত কালাগমনে ইউরোপিয়দিগের মধ্যে সুখ ও আমোদ জন্মিয়াছে তেমনি অামারদিগের বন্ধু উড়িয়া দ্বিগকে অপকার করিতেছে । বহুক্ষণে কলিকাতানগরে দেখা যাইতেছে যে কতক গুলিন নৃত্যকর উড়িষ্যা মুলুকহইতে উপস্থিত হইয়া রাম লীলা নামে এক কাব্য রচনা করিয়াছেন ইহা যথার্থ এক নূতন বিষয় বটে এবং কোন সন্দেহ নাই যে তাহারদের দেশস্থ লোকের ও এমত সকল লোক সাহষ [ যাহারা ] বুঝিতে পারেন আনন্দ প্রাপ্ত হইবেন ।