পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ Syను জগন্নাথ চক্রবর্তী অথবা শ্ৰীযুক্ত মধুসূদন চক্রবর্তী মহাশয়ের নিকটে লিপি প্রেরণ করিলে আমরা অত্যন্ত বাধিত হইয়। ঐ কুস্তিগীর মহাবল পরাক্রমকে তৎক্ষণাৎ তন্মহাশয়ের সমীপস্থ করিব।---কেষাঞ্চিং বালিনিবাসি দ্বিজাদি সমূহ সজ্জনগণনাং । জনহিতকর অনুষ্ঠান ( ৭ আগষ্ট ১৮৩• । ২৪ শ্রাবণ ১২৩৭ ) শ্ৰীযুত বাবু রায় কালীনাথ চৌধুরী সৰ্ব্বসাধারণ উপকারার্থে যে পথ নিৰ্ম্মাণ করিতেছেন তদ্বারা যদিও আমরা তাহারদের দ্বারা শ্রত হই নাই কিন্তু পরম্পরা শুনিতেছি ষে বর্ষণজন্য তন্নিৰ্ম্মাণকরণ রহিত হইয়াছে হেমস্ত কালাবধি পুনরারম্ভ হইবেক এবং আগামি বৎসরে সমাধার কল্প আছে । [ কৌমুদী ] ( ২৫ জানুয়ারি ১৮৪০ । ১৩ মাঘ ১২৪৬ ) টাকি নিবাসি বাবু অতি প্রশংসনীয় ধনী । উক্ত বাবু টাকি হইতে বারাসতপৰ্য্যন্ত প্রায় ১৮ ক্রোশ এক রাস্তা প্রস্তুত করিয়াছেন এরাস্তায় অনেক শকটাদি গমনাগমনে অতি সৌলভ্য হইয়াছে উক্ত বাবুর লক্ষমুদ্রার ব্যাপার হইয়াছে এবং ঐ বাবু এক বিদ্যালয় সংস্থাপন করিয়াছেন এই বিদ্যালয়ে এক জন স্বশিক্ষিত ইংলণ্ডীয় অধ্যাপনার্থ নিযুক্ত আছেন ইহার অধীনে ছাত্রগণ বিনা বেতনে অধ্যয়ন করিবেন। এবং ঐ অঞ্চলস্থ দীনহীন গণের উপকারার্থে বিনা বেতনে ঔষধ বিতরণ করিবার জন্য এক চিকিৎসালয় সংস্থাপন করণে মানস করিয়াছেন । এবং এই চিকিৎসালয়ে এক জন উত্তম বিজ্ঞ ইউরোপীয় সাহেব নিযুক্ত থাকিবেন । এই চিকিৎসালয় সংস্থাপনে ঐ স্থানের চতুৰ্দ্দিগে চতুঃক্রোশ মধ্যস্থ লোকেরদিগের মহোপকার হইবে । উক্ত প্রশংসনীয় বাবু এমত মহোপকারক যে সকল কাৰ্য্য করিয়াছেন এখনপর্য্যন্ত তদ্বিষয়ে গবর্ণমেণ্ট কিছুই মনোযোগ করেন নাই কিন্তু আমরা বোধ করি যে র্তাহারা শ্রবণ মাত্রেই সাহায্য করিবেন। -- জ্ঞানান্বেষণ । * ( ৩০ অক্টোবর ১৮৩০ । ১৫ কাৰ্ত্তিক ১২৩৭ ) নূতন ইষ্টকনিৰ্ম্মিত ঘাট —আমরা অত্যন্ত হৃষ্টচিত্তে প্রকাশ করিতেছি যে ১৮৩ সালে শ্ৰীযুত লার্ড উইলিয়ম কেবেশুিস বেণ্টিঙ্ক গবর্নর জেনরল বাহাদুরের দেশপ্রভুত্ব সময়ে শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের ধনব্যয়করণক এতন্মহানগর প্রতীচৗদিশ্বৰ্ত্তিনী অখিল জন পাবনি মোক্ষদায়িনী স্বরধনী তীরৈকদেশে অর্থাৎ নিম্বতলার ঘাটে সকল জন মনোরঞ্জনীসোপান শ্রেণী শিল্পিতমকর্তৃক ইষ্টকাদিদ্বারা অপূৰ্ব্ব ঘাট নিৰ্ম্মিত হইয়াছে তাহার শোভা অতিশয় মনোলোভা প্রথমতঃ জলোপরি সোপানশ্রেণী অর্থাৎ সি ড্রী তদুপরি বিস্তৃত ৩৭