পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షిహితి মংবাদ গক্ৰে চেনম্বকালের কথা সমস্থলী তদুপরি স্তম্ভ সমূহোপরি ইষ্টকাচ্ছাদন তদেকদেশে উক্ত বন্দ্যোপাধ্যায় বাবু নামাঙ্কিত হইয়াছে তদ্বিধায় ঐ শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের ঘাট তাহার নাম প্রকাশ পাইতেছে ঐ ঘাটের এক পাশ্বে স্ত্রীলোকদিগের স্নানাদি ও অন্য পাশ্বে পুরুষের স্বান পূজনাদি হইবে এই নিয়ম হইয়াছে ইহাতে বহু লোকের উপকার সম্ভাবনায় অপূৰ্ব্ব কীৰ্ত্তি প্রকাশ হইয়াছে । [ চন্দ্রিক ] ( ১ জানুয়ারি ১৮৩৪ । ১৯ পৌষ ১২৪০ ) মুম্ষু ব্যক্তিরদের আশ্রয়স্থান।—ইণ্ডিয়া গেজেটের দ্বারা অবগত হওয়া গেল যে যে সকল মুমুঘু ব্যক্তি গঙ্গাতীরে নীত হয় এবং যাহারদের কোনপ্রকারে জীবনসম্ভাবনা নাই এমত ব্যক্তিরদের নিমিত্ত কলিকাতাস্থ অতিধনী ও বদান্য এক ব্যক্তি মনোযোগ করিতেছেন । ইহার পূৰ্ব্বে ঐ মহাশয় গঙ্গাতীরে পাকা দুই ঘাট করিয়া দেওয়াতে अर्डिপ্রসিদ্ধ হইয়াছেন । গত সেপ্তেম্বর মাসে ঐ বাবু শ্ৰীযুত রাজচন্দ্র দাস প্রধান মাজিস্ত্রেটের দ্বারা গবর্ণমেণ্টের নিকটে নিবেদন করিয়াছেন যে নিজখরচে শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের ঘাটের দক্ষিণে এই অভিপ্রায়ে এক অট্টালিকা নিৰ্ম্মাপণে অকুমতি প্রাপ্ত হন যে আসন্নকালে গঙ্গাতীরে নীত ব্যক্তিরদের ঐ স্থানে থাকিয়া সেবা শুশ্রুষাদিরূপ উপকার হয়। এবং এই অতিহিতজনক কার্য্যে গবর্ণমেণ্ট তৎক্ষণাৎ অনুমতি দিয়াছেন এবং শুনা গিয়াছে যে অত্যন্ত্রকালের মধ্যেই ঐ আটালিকা প্রস্তুতার্থ ৬০ ০০ টাকা ব্যয় হইবে এবং তাহাতে ঐ বাবুজীর নামাঙ্কিত থাকিবে । অতএব বাৰু রাজচন্দ্র দাস মুমুধু ব্যক্তিরদের প্রতি দয়া প্রকাশ করিয়া যেরূপ বদান্ততা প্রকাশ করিয়াছেন তাহাতে তিনি অত্যন্ত প্রশংসনীয় । ( ২৬ নবেম্বর ১৮৩১ । ১২ আগ্রহায়ণ ১২৩৮ ) . শ্ৰীযুত দর্পণনিম্পাদক মহাশয় বিজ্ঞবরেষু।. পরমকারুণিক শ্ৰীলশ্ৰীযুক্ত লার্ড বেন্টাঙ্ক বাহাদুর যে এক “হিন্দু হাসপিতাল” পটলডাঙ্গায় স্থাপনকারণ মনন করিয়াছেন ইহা অতি উপকারক কেননা বিচক্ষণ ডাক্তর নিযুক্ত ও গুণকারি ঔষধ বিনামূল্যে বিতরণ হইবেক যাহাতে যাবল্লোকের অনায়াসে পীড়া ত্বরায় প্রতিকার হইলে প্রাণরক্ষণ হইবেক । ( ২০ জুন ১৮৩৫ ৭ আষাঢ় ১২৪২ ) জররোগের চিকিৎসালয় ।—এতদেশীয় যে ভূরি২ জরি দীনদরিদ্র ব্যক্তি চিকিৎসাভাবে মারা পড়িতেছে তাহারদের উপকারার্থ কলিকাতাস্থ দেশীয় লোকেরদের মধ্যবৰ্ত্তি কোন এক স্থানে জররোগের চিকিৎসালয় স্থাপননিমিত্ত এইক্ষণে যে প্রস্তাব হইতেছে