পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇనెly সংবাদপত্রে-মেকালের কথা স্বামির মরণান্তর ৮ বন্দালি খাকে পোষ্যপুত্র করিয়া প্রতিপালন করিতে লাগিলেন ইতিমধ্যে উক্ত বেগম ঐ ভ্রাতা ৮ হাজি মহম্মদ মহসনের কোন স্থানে সন্ধান পাইয়া হৃষ্টান্তঃকরণে বহুযত্নবিধানে আনাইয়া কহিলেন যে আমার পোষ্যপুত্র এই বন্দালির বয়ঃপ্রাপ্তপৰ্য্যন্ত তুমি ৬/এমামবাটীর বিষয় সমুদায়ের অধ্যক্ষ হইয়া রক্ষণাবেক্ষণ করহ। হাজি মজকুর ঐ মতে অভিমত হইয়া ৬ এমামবাটীর কৰ্ত্ত হইয়া কর্তৃত্ব করিতে লাগিলেন । কিয়দিবসানস্তরে বেগম মজকুর ঐ বন্দালিনামক পোষ্যপুত্রটি রাখিয়া পরলোকপ্রাপ্ত হইলে বন্দালি থা বয়ঃপ্রাপ্ত হইয়া ঐ আপন মাতৃবিষয় পাইবার ইচ্ছায় জিলা এবং সদর এবং বিলাতপৰ্য্যস্তও মোকদ্দমা করিয়া ঐ বেগমকৃত পোষ্যপুত্র / মহম্মদের শাস্ত্রানুসারে কোন স্থানেই গ্রাহ না হওয়াতে জয়ী হইতে পারেন নাই । তাহাতে হাজি মজকুর জয়পতাকা উডউীয়মান করিয়া নিষ্কণ্টকে ৮ এমামবাটীর সমুদায়ের পূর্ববৎ কৰ্ত্ত থাকিয়া এমামবাটীর কৰ্ত্তব্য কৰ্ম্ম সকল সাধন করিতে লাগিলেন । তৎকালে ৬/ রজব আলী খ ও ৬/ শাকের আলী খাঁ দুই জন তাহার প্রধান মোসাহেব ছিলেন এবং হাজি মজকুর তাহারদিগকে অতিপ্রত্যয়ান্বিত জানিয়া নানা মতে যথেষ্টই অনুগ্রহ করিতেন । আর ৮ হাজি মহম্মদ খা বাহাদুর অতিবিজ্ঞ ও বিচক্ষণ একারণ আপন মৃত্যুর প্রায় সাত বৎসরপূর্বে এই এক বিবেচনা স্থির করিলেন যে আমার এমত কোন উত্তরাধিকারী নাই যে আমার মৃত্যুর পর এই বিষয় সকলের অধিকারী হইয়া ৬ এমামবাটীর কৰ্ত্তব্য কৰ্ম্মসকল নিৰ্ব্বাহ করিয়া বিষয়সকলের রক্ষণাবেক্ষণ করেন । ইহা ভাবিয়া ৮ এমামবাটীর সমস্ত জমিদারী ৮ এমামের নামে রাখিয়া এক ওলি এতনামা লিথিয় উক্ত দুই জন প্রধান মোসাহেবকে ৮ এমামবাটীর মতবল্পী নিযুক্ত করিলেন। ঐ তওলীএতনামায় ৮ এমামবাটীর জমিদারী সমস্তের আয় ব্যয় নিৰ্দ্ধাৰ্য্য করিয়া এই এক নিয়ম করিলেন যে জমিদারীর উৎপন্ন টাকা রাজস্ব বাদ নয় অংশ করিয়া তিন অংশে ৮ এমামবাটীর মহরমপ্রভৃতির খরচ ও চারি অংশে আমলাগণ ও খেজমতগারান ও পাহারাদারানদিগের মাহিয়ান এবং দীনহীন দরিদ্র ব্যক্তিরদিগকে প্রদান ও দুই অংশে দুই জনা মতবল্লীর মেহনতয়ানা নিৰ্দ্ধারিত করিয়া উক্ত দুই জনা মতবল্পীর কৰ্ম্মকাৰ্য্য কুন্দর রূপে নিৰ্ব্বাহ করিতে দেখিয়া সন ১২১৯ সালে BBBB BB BBBBB S BBB S BBBBBD gS gg gSSS BBB BB BS BBBBS ৮ এমামবাটার বিষয়সকল আপনারদেরি জ্ঞান করিয়া তহবিল তসরূপাতাদি অত্যাচার করাতে পরমেশ্বর ক্রোধিত হইয়া সন ১২২২ সালের ৮ অগ্রহায়ণ ৬ সাকেরালি থাকে প্রচণ্ড যমদণ্ডদ্বারা থগু২ করিলেন। পরে শ্ৰীৰাকের আলী খা আপন পিতৃপদে নিযুক্ত হইয়া ৬ রজব আলী খার সহিত এমামবাটীর কৰ্ম্ম কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে লাগিলেন । পরে ঐ রজব আলী খাও বুদ্ধতায় জীর্ণতা প্রাপ্ত হইয়া আপন পুত্ৰ শ্ৰী ওআসেক আলী খাকে শ্ৰীযুক্ত গবর্নর কৌন্সেলের বিনা আজ্ঞা গ্রহণেই আপন পদে নিযুক্ত করিলেন । পরে শ্ৰী ওআসেকআলী খ৷ ও ঐবাকেরআলী খাঁ আপন২ পিতৃপদাভিষিক্ত হইয়া ঐ বাটীর কৰ্ত্তব্যকৰ্ম্ম সকল স্থদুরে দূর