পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ථෆ8 মংবাদপত্রে সেকালের কথা কওয়াসঙ্গী। শ্ৰীযুত বাবু কালাচাদ বস্থ । শ্ৰীযুত বাবু শুামলাল ঠাকুর । শ্ৰীযুত বাৰু রামকমল সেন । শ্ৰীযুত বাবু লক্ষ্মীনারায়ণ দত্ত । শ্ৰীযুত বাবু গোপাললাল ঠাকুর । শ্ৰীযুত বাবু হরলাল মিত্র। শ্ৰীযুত বাবু হরচন্দ্র লাহিড়ি। শ্ৰীযুত বাৰু রাজচন্দ্র দাস। শ্ৰীযুত বাৰু রামধন ঘোষ। শ্ৰীযুত বাবু রামপ্রসাদ দাস। শ্ৰীযুত বাৰু কৃষ্ণমোহন চন্দ্র। শ্ৰীযুত বাৰু শু্যামচন্দ্র দাস। শ্ৰীযুত বাৰু ভবানীচরণ বাড়ুৰ্য্যে। শ্ৰীযুত বাবু কাশীনাথ মল্লিক । শ্ৰীযুত বাবু মতিলাল শীল। শ্ৰীযুত বাবু লক্ষ্মীনারায়ণ মুখুয্যে । শ্ৰীযুত বাবু শ্ৰীকৃষ্ণ সিংহ। শ্ৰীযুত বাবু অভয়াচরণ বস্থ । শ্ৰীযুত বাবু শ্ৰীনাথ মুখুয্যে । শ্ৰীযুত বাৰু ভগবতীচরণ মিত্ৰ শ্ৰীযুত বাবু কাশীপ্রসাদ ঘোষ। শ্ৰীযুত বাবু রাধামাধব বড়য্যে । শ্ৰীযুত বাৰু কাশীনাথ বসু । শ্ৰীযুত বাবু রাধানাথ মিত্র । কলিকাতা শহর আট পল্লীতে বিভক্ত । এবং প্রত্যেক পল্লীনিবাসি সোসৈটির অন্তঃপাতি মহাশয়েরদের তিন জন করিয়া তত্তৎপল্পীর তত্ত্বাবধারণকাৰ্য্যার্থে নিযুক্ত আছেন : সরকুলের রোড অর্থাৎ চৌরাস্তার পূর্বদিকে কুষ্ঠরোগিরদের নিমিত্ত এক চিকিৎসালয় স্থাপিত হইয়া শ্ৰীযুত জক্সন সাহেবের কতৃত্বাধীন আছে নেটিব হাসপাতাল অর্থাৎ এতদ্দেশীয় চিকিৎসালয়ের ধনহইতে তাহার ব্যয় চলিতেছে । দয়াপাত্র কুণ্ঠরোগি সকল সেই স্থানে স্বচ্ছন্দে গৃহে বাস করিতেছে এবং তাহারদিগকে স্বাস্থ্যজনক যথোচিত আহারাচ্ছাদনাদি দেওয়া যায় এবং যাহাতে তাহারা নিষ্কণ্টকে বাস করে এমত উদ্যোগ নিয়ত হইতেছে। নানা জাতীয়েরা ভিন্ন ২ কুঠরীতে বাস করে এবং তথায় নিযুক্ত ঔযধদায়ি ব্যক্তির অনুমতি পাইলে তাহারা স্বচ্ছন্দে বাহিরে যাতায়াত করিতে পারে । এবং তাহারদের পরিবারেরও ঐ চিকিৎসালয়ে থাকিতে অকুমতি আছে তাহারাও আহারাদিপ্রাপ্ত হয় এবং তাহারা লাভার্থ মুরগিপ্রভৃতি জন্তু পোষণ এবং স্থতা ও রজ্জ্বপ্রভৃতি প্রস্তুতকরণরূপ যে কোন ব্যবসায় করিতে পারে কিন্তু এই সকল সদুপায় থাকিতেও খেদের বিষয় এই ষে ঐ অভাগা ব্যক্তিরদের কেবল অত্যঙ্গ লোক ঐ চিকিৎসালয়ে যাইতে স্বীকৃত হইয়াছে পরন্তু কেবল বলব্যতিরেকে চারিটাবল সোসৈটির কমিটির সাহেবের ঐ ব্যক্তিরদের মনে চিকিৎসালয়ে গমনাদির যে মানবিচ থাকে তাহা দুরকরণার্থ কোন উপায়ের ক্রটি করেন নাই তাহার রাস্তায়২ ভিক্ষা করিয়া বেড়ানও ’ শ্ৰেয় জ্ঞান করে। এই অতিঘূণ্য কুষ্ঠরোগিরা বাজারে২ ভ্রমণ করাতে যে অতিকুৎসিত দৃষ্ট হয় তাহ লিখন অনাবশুক সকলই দেখিতেছেন কিন্তু তাহারদের নিমিত্ত এক আশ্রয় প্রস্তুত হইয়াছে এবং ঐ আশ্রয়ে তাহারদের আবশুকমত সকলই দেওয়া যায় ইহা সৰ্ব্বসাধারণ লোক অবগত হইলে তাহারদের প্রতি আর দয়া করিবেন না । * আমরা পরমালাদপূর্বক এইক্ষণে লিখিতেছে যে শ্ৰীমতী লেডি উলিয়ম বেটাঙ্ক দিস্ত্রিজ চারিটারল সোসৈটিতে যাহ। প্রদান করেন তদতিরিক্ত ১২০ দরিদ্র হিন্দু ও মুসলমানেরদিগকে মাসিক মুশাহের দান করেন এবং তাহারদের মধ্যে ৪৩ জন কুষ্ঠা আছে।