পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 CBBBD EgBBD SBBBBiD DBa LL পারেন তবে উপকার হইবেক ইহাও অত্যন্ত্র লোকের হওনের সম্ভাবনা আছে অতএব এক্ষণে সংস্কৃত কালেজের দ্বারা মহোপকার স্বীকার করিতে পারি ন|. . -সং চং । ( ৩০ এপ্রিল ১৮৩১ । ১৮ বৈশাখ ১২৩৮ ) আমরা শুনিলাম সংস্কৃত কলেজের স্মৃত্যাদি শাস্ত্রের ছাত্রেরদিগের মধ্যে যাহারা ইংরাজী পড়িতেছেন তাহারা সংপ্রতি এক দরখাস্ত করিয়াছেন যে আমারদিগের শিষ্য যজমানেরা কহেন যে তোমরা যদি কলেজে ইংরাজী বিদ্যাভ্যাস কর তবে তোমারদিগের দ্বারা আমরা কোন কৰ্ম্ম করাইব না এতাবন্মাত্র শুনিয়াছি.. [ সমাচার চন্দ্রিকা, ২৬ এপ্রিল ১৮৩১ ]

  1. ( ১২ ডিসেম্বর ১৮৩৫ । ২৮ আগ্রহণয়ণ ১২৪২ )

ংস্কৃত পাঠশালায় ইঙ্গরেজী অধ্যয়ন রহিত ।---আমরা অবগত হইলাম সংস্কৃত পাঠশালার ছাত্রদিগের ইঙ্গরেজী পড়িবার ষে নিয়ম ছিল তাহ রহিত হইয়াছে ঐ ছাত্রদিগের কেবল সংস্কৃত ভিন্ন অন্য আর চর্চা করিতে হইবেক না । • এই স্বসম্বাদে আমরা অত্যস্ত আহলাদিত হইলাম যেহেতু যৎকালে সংস্কৃত পাঠশালার ছাত্রেরদের ইঙ্গরেজী অধ্যয়ন করিতে নিয়ম স্থির করিলেন তৎকালে আমরা ইহার প্রতিবাদী ছিলাম কেন না ব্রাহ্মণ পণ্ডিতদিগের সন্তানগণকে ইঙ্গরেজী পড়াইলে কোন উপকার নাই প্রত্যুত অপকার বিলক্ষণ আছে ইহারি অশেষ বিশেষরূপে প্রমাণ দর্শাইয়া ছিলাম তথাচ নিয়ম কর্তা সাহেবের কোন মতেই তাহা গ্রাহ করিলেন না আপনারদিগের বিবেচনায় যে নিয়ম স্থাপন করিয়াছিলেন তাহাতে কেবল গবৰ্ণমেণ্টের কতক গুলিন নিরর্থক অর্থ নাশ হইল মাত্র তাহাও অল্প নহে আমরা অকুমান করি ইঙ্গরেজী পাঠনারম্ভঅবধি রহিত কালপৰ্য্যস্ত প্রায় ৬০ ৭০ হাজার টাকা ব্যয় হইয়া থাকিবেক এই বহুসংখ্যক ধন ব্যয় করিয়া কতক গুলিন ব্রাহ্মণের সস্তানকে নষ্ট করিয়াছেন মাত্র যেহেতু তাহারা না কেরাণি হইল না অধ্যাপক হইয়া পড়াইতে পারিলেক অধিকন্তু র্যাহারদিগের পৈতৃক যে শিষ্য যজমান ছিল তাহারাও অশ্রদ্ধা করিলেন। এক্ষণে নিয়মকৰ্ত্তারা বিলক্ষণরূপে অনুভূত হইয়াছেন যে সংস্কৃতপাঠক ছাত্রদিগের ইঙ্গরেজী অধ্যয়নে কোন উপকার নাই । যাহা হউক অতঃপরেও যে ঐ কুনিয়ম রহিত করিলেন ইহাও দেশের মঙ্গলজনক বটে । অধুনা আমারদিগের বক্তব্য এই যে এতদ্ধেশীয়দিগের হিতাকাভিক্ষ মহাশয়দিগের উচিত সাধারণের উপকার নিমিত্ত বিদ্যাবিষয়ক কি বিচারবিষয়ক বা রাজকীয় যে ব্যাপারে হস্তার্পণ করিবেন তাহাতে এতদেশীয় প্রধান লোককে তৎকৰ্ম্ম সম্পাদকত্বে নিযুক্ত করিয়া তাহার অভিমত কৰ্ম্ম সম্পন্ন করিলেই সেই২ কৰ্ম্মে স্বপ্রতুল হইতে পারে তৎপ্রমাণ