পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদপত্রে সেকালের কথা و g9 a\ ( ৮ এপ্রিল ১৮৩৭ । ২৭ চৈত্র ১২৪৩ ) দিল্লিত্ত চারিটেবল সোসৈটি —শ্রত হওয়া গেল শ্ৰীযুক্ত বাবু খারকানাথ ঠাকুর অভিবদান্ততাপূর্বক এই সোসৈটির উপকারার্থ প্রতিবৎসরে যে টাকা দান করিয়া থাকেন তদতিরিক্ত বৰ্ত্তমান বৎসরে আরো ৫০০ টাকা প্রদান করিয়াছেন । ( ১৩ মে ১৮৩৭ । ১ জ্যৈষ্ঠ ১২৪৪ ) কলিকাতার অগ্নি নিবারণ –সংপ্ৰতিকার অগ্নিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরদের উপকারার্থ উদ্যোগকরণবিষয়ে দিস্ত্রিজ্ঞ চারিটাবল সোসৈটির এতদ্দেশীয় কমিটির কতিপয় পরামর্শ বিবেচনাকরণার্থ ১৮৩৭ সালের ৬ মে তারিখ শনিবারে টেনহালে ঐ সোসৈটির বিশেষ বৈঠক হইয়া যে কাৰ্য্য হয় তদ্বিবরণ .. ' অনন্তর ৪ তারিখের বৈঠকে সোসৈটির এতদ্দেশীয় মহাশয়েরা নীচে লিখিত যে পরামর্শ স্থির করিলেন তাহা কমিটি বিবেচনা করিতে লাগিলেন।. ৪ । শ্ৰীযুত রষ্টমজী কওয়াসজী মহাশয় অতি গুরুতরবিষয়ক যে লিপি বৈঠকে প্রেরণ করিয়াছেন তাহাতে সভ্যেরা অত্যন্ত বাধ্যতা স্বীকার করেন । কিন্তু ঐ লিপি সাধারণ ও চিরকালীন আইনসম্পৰ্কীয় এই নিমিত্ত তদ্বিষয়ে জরের চিকিৎসালয়াধ্যক্ষ ও নগরীয় কমিটির বিবেচনাকরণার্থ বৈঠকে বিনীতি করেন।... ... কলিকাত ৪ মে ১৮৩৭ ৷ সংপ্ৰতিকার যে অগ্নিদাহেতে নগর ভস্মীভূত হইয়াছে সেই অগ্নি হওনসময়ে আমি নিকটে ছিলাম তৎপ্রযুক্ত যাহা দেখিলাম তাহা এইক্ষণে বৈঠকে প্রস্তাব করিতেছি । বাহির রাস্তার ধারে মহাগ্নি হওনসময়ে বিশেষ দৃষ্ট হইল ষে ঐ স্থলে জলের অত্যন্তাভাব ছিল কএক দমকল দেখিলাম বটে কিন্তু জলাভাবে তস্থারা কোন ফল হইল না নিকটে প্রায় পুষ্করিণীমাত্র ছিল না তৎপ্রযুক্ত নিৰ্ব্বাণার্থ কোন উপায় না হওয়াতে অগ্নি অবাধে চলিয়া অতিবেগে সম্মুখবৰ্ত্তি যে খডুয়াঘর বা অট্টালিকা পাইল সকলই ভস্ম করিল। আমার বোধ হয় এই বিষয় অগোঁণেই গবর্ণমেণ্টকে কমিটির জ্ঞাপন করা উচিত যেহেতুক এইক্ষণে যেমত অল্পমূল্যে ভূমি ক্রয়করণ ও পুষ্করিণী খননের উপায় হইয়াছে এমত উপায় পরে আর হইবে না এইক্ষণে বাহির রাস্তায় যেমন জলাভাব তেমন শহরের অন্য কোন স্থানে দেখা যায় না অতএব আমার পরামর্শ ঐ রাস্তার ধারে স্থানে২ অবিলম্বেই কএক বৃহৎ পুষ্করিণী খনন করা যায়। যে সকল ঘর দগ্ধ হইয়াছে তত্তৎস্থানে নূতন খড়ুয়া ঘরকরণের পূৰ্ব্বে অল্পমূল্যে জমিদারের স্থানে ভূমি পাওয়া যাইতে পারে। আমার বিবেচনায় এই খরচ গবর্ণমেণ্টের দেওয়া উচিত হয় কিন্তু এতদ্বিষয়ে গবর্ণমেণ্ট মনোযোগ করেন এতদৰ্থ আমি এইক্ষণে অঙ্গীকার করিতেছি গবর্ণমেণ্ট যদ্যপি নিজ খরচহইতে ভূমি খরাদ করিয়া দেন তবে আমি নিজব্যয়ে বৈঠকখানা যুজাপুর