পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9ృo মgবাদপত্রে মেনকালের কথা স্থানের প্রত্যেক জন তাহারদের দানশেীগুতা দেখিতেছেন এবং অনেকে তাহারদের দয়াতে সুখে কালষাপন করিতেছেন। বিশেষতঃ প্রতিদিন শত২ কাঙ্গালিরদিগকে ভক্ষণীয় তণ্ডুলাদি এবং তদ্ভিন্ন বিদেশীয় অতিথিরদিগকে উৎকৃষ্ট ভোজনার্থ তণ্ডুল ডাইল স্কৃত লবণ তৈলাদি প্রদান করিতেছেন । to. - অপর সর্বসাধারণের হিতার্থ অর্থাৎ রাস্তার মেরামৎ ও সংক্রম গ্রন্থন এবং অন্যান্য ফলজনক কাৰ্য্য সম্পাদনার্থ সহস্র২ মুদ্রা ব্যয় করিতেছেন। লোকেরদিগকে বিদ্যা প্রদানবিষয়ে মহারাজের যে মহোৎসুকতা আছে তাহার প্রমাণ এই স্থানে তাহাকতৃক সংস্কৃত ও পারস্ত ও ইঙ্গরেজীর বিদ্যামন্দির স্থাপিত হইয়া তাহাতে ভূরি২ বালক অমূল্যে অমূল্য বিদ্যারত্ব প্রাপ্ত হইতেছে। র্তাহারদের দানশীলতার বিষয়ে আরো এক বিশেষ উদাহরণ দশয়িতব্য । এই স্থাননিবাসি মিসনরিসাহেব এই নগরের মধ্যস্থলে অতিবৃহৎ এক ইঙ্গরেজী পাঠশালা স্থাপনার্থী মনস্থ করিয়া শ্ৰীযুক্ত যুবরাজের জনক দেওয়ান শ্রীল প্রাণচন্দ্র বাবুর নিকটে জ্ঞাপন করাতে রাজবাটীতে চাদ হইয়া ঐ পাঠশালা স্থাপনার্থ সহস্র মুদ্রা ঐ মিসনরিসাহেবের নিকটে অপিত হইল । অতএব দুই শত ছাত্রধারি অত্যুত্তম এক বিদ্যামন্দির নগরের মধ্যে অবিলম্বেই नृछे श्झे८द । - 歌 কএক বৎসরাবধি মিশনরি সাহেব কতৃক ইঙ্গরেজী এক পাঠশালা স্থাপিত হইয়া বিদ্যা শিক্ষণ হইতেছে কিন্তু উত্তম স্থান ও উপযুক্ত গৃহের অভাবে তাহার তাদৃশ সাফল্য হয় নাই । কিন্তু এইক্ষণে শ্ৰীলশ্ৰীযুক্ত মহারাজ ও র্তাহার পরিবারের অনুগ্রহে ঐ সকল বাধকবিষয় দূরীকৃত হইয়াছে এবং ভরসা করি যে তত্রস্থ ও সৰ্ব্বত্রস্থ তাবদ্ধনি মহাশয়েরাও এত দ্রুপ প্রশংস্ত কার্য্যের অমুগামী হইবেন । বঙ্গদেশান্তঃপাতি তাবদাঢ্য মহাশয়েরা যদি এতদ্রুপ সাহায্য করিতেন তবে যুবজনের বিদ্যা ও সদাচার বৃদ্ধিকরণের উপায় কি পৰ্য্যন্ত না হইত। অতএব অম্মদাদির এতদ্রপ কাৰ্য্যকরণ নিতান্তই উচিত । যেহেতুক সকলের সাহায্য প্রাপণের উপযুক্ত বিষয় এতদ্ভিন্ন অপর কি আছে। নিবেদন মিদং । কস্যচিৎ যথার্থবাদিন । ২৯ আগস্ত ১৮৩৩ । ( ২৮ সেপ্টেম্বর ১৮৩৩ । ১৩ আশ্বিন ১২৪০ ) বৰ্দ্ধমান —অতিপ্রামাণিক ব্যক্তির স্থানে শুনিয়া আমরা পরমাপ্যায়িত হইলাম যে শ্ৰীমতী মহারাণী কমলকুমারী ও শ্ৰীযুক্ত দেওয়ান প্রাণচন্দ্র বাবু যুবরাজের নামে সরকারী কাৰ্য্যের নিমিত্ত ৪৫০০০ টাকা, গবর্ণমেণ্টের হস্তে অর্পণ করিতে নিশ্চয় করিয়াছেন । পূর্বে বাষ্পীয় চাদাতে র্তাহারা যে পাঁচ সহস্র মুদ্রা দান করিয়াছেন তাহার সঙ্গে ঐক্য করিয়া দেখা গেল যে তন্দ্বারা দেশে মঙ্গলার্থ যুবরাজের সংসারাধ্যক্ষেরা অনূ্যন ৫ • • • • টাকা ব্যয় করিতে অবধারণ করিয়াছেন । অতএব এই বদান্যতাসূচক প্রস্তাব দর্পণে অপর্ণসময়ে তাহারদিগকে অসংখ্যক ধন্যবাদ