পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नव्धद्धि \లి}} করা আমারদের অত্যাবশ্বক। বৰ্দ্ধমানের জমীদারী যাদৃশ ভারি কি বঙ্গদেশ কি সমুদায় ভারতবর্ষের মধ্যে স্বাধীন রাজাব্যতিরেকে অন্য কোন রাজার তদ্রুপ জমীদারী নাই । অতএব যখন দেখা গেল যে এতদ্রুপে যুবরাজের অপ্রাপ্তব্যবহারাবস্থাতে পরের মঙ্গলার্থ ঐ মহানুভব মহামহিম বংশ্র্যের অশেষ ধনের কিয়দংশ এতদ্রুপে ব্যয় হইতেছে এবং যুবরাজকে উত্তম রীতির আদর্শ দশিত হইতেছে তখন উত্তরকালীনবিষয়ক অন্মদাদির অতিগুরুতর আশাই জন্মিতেছে। দেওয়ান প্রাণচন্দ্র বাবু এইক্ষণে যুবরাজের মনে পরিহিতাকাঙ্ক্ষার যে বীজ বপন করিতেছেন তাহাতে যুবরাজ যখন স্বীয় সাংসারিক ভার স্বয়ং গ্রহণ করিবেন তখনই তাহার মধুর ফল দৃষ্ট হইবে । এবং বদ্ধমানের মহারাজা বঙ্গদেশীয় সৰ্ব্বাপেক্ষ উংকৃষ্ট জিলার অধিকাংশের অধিকারী হইয়া যদি পরহিতৈষিতাস্বভাব হন তবে কিপর্য্যন্ত ভদ্রতা না করিতে পরিবেন। এবং শ্ৰীযুত দেওয়ানজী যুবরাজের বিদ্যাভ্যাসের বিষয়ে যেরূপ মহোদ্যোগী হইয়া ইঙ্গরেজী ভাষা ও ইউরোপীয় বিদ্যা তাহাকে অভ্যাস করাইতে ষত্ব করিতেছেন ইহাও ঐ ভাবি সুমঙ্গলের এক প্রধান কারণ । এবং র্যাহার আচারে প্রজারদের মঙ্গলামঙ্গল নিবদ্ধ এমত যুবরাজের সদাচার ব্যবহারকরণ বিষয়ে দেওয়ানজী যে প্রকার সচেষ্ট আছেন ইহাতে তিনি তাবৎ প্রজাগণের যে অত্যস্ত ধন্যবাদাম্পদ হইবেন ইহাতে সন্দেহ কি । পুনশ্চ শুনা গেল যে শ্ৰীমতী মহারাণী ঐ এলাকার একটিং কমিস্তনর সাহেবের দ্বারা শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনারল বাহাদুরের হজুর কৌন্সেলে এমত এক দরখাস্ত দিয়াছেন যে ৮ প্রাপ্ত মহারাজের ষে সকল উপাধি ছিল তাহা গবর্ণমেণ্ট অনুগ্রহপূর্বক যুবরাজকে অর্পণ করেন । গবর্ণমেণ্ট অত্যাহলাদপূর্বক তাহ৷ স্বীকার করিয়াছেন এবং এতাদৃশ কৰ্ম্মোপলক্ষে যে সকল প্রসাদনীয় খেলয়াং প্রভৃতি প্রদত্ত হইয়া থাকে তাহ! এইক্ষণে প্রস্তুত হইতেছে । ( ১৪ মে ১৮৩৪ ৷ ২ জ্যৈষ্ঠ ১২৪১ ) বাবু আশুতোষ দেব -কলিকাতার বাহিররাস্তার সাকুলার রোডের ধারে অনেক দরিদ্র লোকের গৃহদাহ হইয়াছে ঐ সকল স্থানের স্বামী শ্ৰীযুক্ত বাবু আশুতোষ দেব । আমরা অত্যন্তাহলাদপূর্বক প্রকাশ করিতেছি যে উক্ত বাৰু ঐ সকল প্রজারদের ছয় মাসের খাজান ক্ষমা করিয়া প্রত্যেক জনকে গৃহ প্রস্তুতকরণার্থ ৫ টাকা করিয়া দিয়াছেন । ( ৪ এপ্রিল ১৮৩৫ । ২৩ চৈত্র ১২৪১ ) ফোর্ট উলিয়ম । জুদিসিয়ল ও রেবিনিউর ডিপার্টমেণ্ট । ৫ মার্চ ১৮৩৫ — শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর হজুর কৌন্সেলে হুকুম করিতেছেন যে সৰ্ব্বসাধারণ লোকের উপকারের নিমিত্ত ভিন্ন২ লোকেরা নিজ ব্যয়েতে কলিকাতা ও আগ্র রাজধানীর